আমরা মোবাইল ফোন থেকে নানা কাজে এসএমএস পাঠাই। ইন্টারনেটের মাধ্যমে সেল ফোনে এ কাজটি আমরা খুব সহজেই করতে পারি সম্পূর্ণ বিনে পয়সায়। এ জন্য আপনার প্রয়োজন হবে জি.পি.আর.এস/এজ্ সুবিধা সংবলিত একটি হ্যান্ডসেট।
রেজিস্ট্রেশন শেষ! এবার যত খুশি উপভোগ করুন ফ্রি এসএমএস। মনে রাখতে হবে মোবাইল নম্বর সব সময় ইন্টারন্যাশনাল ফরমেটে লিখতে হবে। ( যেমনঃ বাংলাদেশ- 8801XXXXXXXXX )
আ্যপ্লিকেশনটি সরাসরি কম্পিউটারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
আপনারদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ফ্রি এস.এম.এস পাঠাতে হলে আপনার সেটটি জাভা এনাবল হতে হবে এবং সেই সাথে ইন্টারনেটো থাকতে হবে। প্রথমে আপনার সেটের ওয়াপ ব্রাউজারে যান, টাইপ করুন wap.cellity.com এখানে আপনার সেটের ম্যানুফ্যাকচারিং এবং মডেল নং নির্বাচন করুন। এরপর ডাউনলিং আসবে এটাতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন। তারপর রান করুন। এখানে প্রথমে আপনার ইমেইল ও মোবাইল নং চাইবে। মনে রাখবেন এখানে আপনার সচল নং দিতে হবে। কারন এ নং এ ভেরিফিকেশন কোড আসবে। এ কোডটি পরের পর্যায়ে দিয়ে দিন। এখন চিষ্টা করে দেখুন েতা ফ্রি এস.এম.এ যায় কিনা……………………………
আরোও জানতে http://www.bdwebzone.com
I tried to send sms but could not send……………………