সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মেনু ইন্ডিকেটর পরিবর্তন করতে হয় ! সিম্বিয়ান মোবাইলে কোন Application চলাকালীন সময়ে সেটি মিনিমাইজ করলে ওই Application যেই চিহ্ন দেখা যায় সেটিই হল মেনু ইন্ডিকেটর ! যেমন আমার মোবাইলে দেখুন Application ফোল্ডারে একটি Application ও ওপেরা মিনি এই দুইটি Application ওপেন করা আছে !
চিত্রে দেখুন Application ফোল্ডারে ও ওপেরা মিনিতে একধরনের চিহ্ন দেখা যাচ্ছে ! এটিই হল মেনু ইন্ডিকেটর ! এটিকে পরিবর্তন করার পরে আমার ফোনের অবস্থা দেখুন !
তবে মেনু ইন্ডিকেটর পরিবর্তন করলে কিছু কিছু Application ও ফোল্ডারের আইকনও পরিবর্তন হবে ! আপনিও যদি আমার মত মেনু ইন্ডিকেটর পরিবর্তন করতে চান তাহলে আপনার মোবাইল হ্যাক করা থাকতে হবে ! এবার মেমোরী কার্ডে Patches নামের ফোল্ডার তৈরী করুন ! Xplore দিয়ে সি ড্রাইভ ওপেন করে Patches নামের ফোল্ডার থেকে Open4All RP+ কপি করে মেমোরী কার্ডের Patches নামের ফোল্ডারে রাখুন ! এবার c2z Patch মেমোরী কার্ডের Patches নামের ফোল্ডারে রাখুন ! এই Patch যদি আপনার না থাকে তাহলে এই টিউনের মাঝখান থেকে c2z Patch তৈরী করার কৌশল দেখে নিন ! উপরের কাজগুলো আগে থেকে করা থাকলে নতুন করে করার দরকার নেই ! এবার Rom Patcher ওপেন করে Patch দুটিকে Add to auto তে সিলেক্ট করে Apply করুন ! এবার এখান থেকে মেনু ইন্ডিকেটরের জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করুন ! তাহলে ওখানা 26 টি জিপ ফাইল পাবেন ! এবার যেই নামের মেনু ইন্ডিকেটর আপনার পছন্দ ওটি আনজিপ করুন ! তাহলে ওখানে menu.mif নামের একটি ফাইল পাবেন ! এবার Xplore দিয়ে menu.mif এটি কপি করে সি ড্রাইভে resource ফোল্ডার থেকে apps ফোল্ডারে পেস্ট করুন ! এবার Xplore বন্ধ করে আপনার মোবাইল রির্স্টাট দিন ! তাহলেই আপনার মেনু ইন্ডিকেটর পরিবর্তন হয়ে যাবে ! আপনি যদি নতুন আরেকটি মেনু ইন্ডিকেটর ব্যবহার করতে চান তাহলে শুধু ওই ফাইল আনজিপ করে menu.mif নামের ফাইল কপি করে সি ড্রাইভে resourc নামের ফোল্ডার থেকে apps নামের ফোল্ডারের রেখে মোবাইল রির্স্টাট দিন ! কাজ শেষ !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ভাল হইছে