আসসালামু আলাইকুম , কোন কথা না বারিয়ে চলুন কাজের কথায় আসি । টিউনের টাইটেল দেখে বুঝতে পার্ছেন আমি কি বলতে চাচ্ছি । এন্ড্রয়েড ফোনে বাংলা লেখার জন্য প্লে ষ্টোর থেকে Mayabi keyboard লিখে সার্চকরে ইন্সটল করুন । এবার আপনার ফোনের সেটিংস থেকে keyboard setting থেকে Mayabi keyboard select করুন । এখন বাংলা লেখার জন্য Text field এ গিয়ে text field এ long press করুন এবং select input method> Mayabi keyboard এবার আপনি বাংলা লেখা শুরু করুন। এখানে আপনি বাংলিশ লিখলে বাংলা হয়ে যাবে ।
আর হ্যা আপ্নার ফোন আবস্যই বাংলা supported হতে হবে । বাংলা না থাকলে এন্ড্রয়েড ফোনের জন্য অনেক বাংলা ফন্ট আছে ইন্সটল করে নিন।
বি দ্র : টিউনটি কেউ আগে করে থাকলে আমার জানা নাই। কোন ভুল হলে মাফ করে দিবেন। আমি Symphony w 10 দিয়ে লিখে এই পোষ্ট করলাম।
আমি মোঃ আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই বাংলা ফন্ত link ত পাই না .