আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই। আজ আপনাদের সাথে ১টা জটিল ট্রিকস শেয়ার করব। আমার টিটি তে টিউন করার পেছনে সব চাইতে বেশী অবদান এঙ্গেল মোডারেটর সাইফুল ভাই এর। উনার মোবাইলের টিউন গুলো দেখার পর আমার টিউন করার ইচ্ছা জাগে যে উনার মত ভাল কিছু শেয়ার করার। আজ উনার টিউন এর ভিত্তিতেই আমি ১টা টিউন করবো।
আমরা মেমোরি কার্ড এ পাসওয়ার্ড দেয়ার পর যদি ভুলে যাই তাহলে সর্বনাশের ষোল কলা পূর্ণ হয়। কারন অনেকেই নিজের প্রয়োজনে পাসওয়ার্ড দিয়ে থাকেন। এরপর মেমোরি কার্ড ফরমেট দেয়া ছাড়া আর উপায় থাকেনা। এবং জত ডেটা আছে সব মুছে যায়। এটা নিয়ে ১টা টিউন হয় এখানে ক্লিক করুন।
আজ আমি আপনাদের ফরমেট এর হাত থেকে বাঁচাবো। প্রথমেই বলে নি এটা আমি s60v3 সেট এ পরীক্ষা করেছি। তাই বাকি গুলোর কথা জানিনা আপনারা ট্রাই করে নিবেন । মোবাইল হ্যাক করা লাগবে। হ্যাক করতে সাইফুল ভাই এর টিউন গুলো দেখুন।
যাযা লাগবে
Python ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
জিপ ফাইলটি নামিয়ে এক্সট্রাক্ট করুন। ২টি ফাইল ই Phone এ Install করুন
এরপর MMC recover নামের ফাইলটি এখান থেকে ডাউনলোড করে Phone এ Install করুন।
এবার নিছের স্কিনশট গুলো ফলো করুন।
২।
৩।
৪।
৫।
৬।
C তে আপনার পাসওয়ার্ড দেয়া থাকবে। আপনি পাসওয়ার্ড দিয়ে লক করা মেমোরি খুলবেন। ফরমেটও দিতে হবেনা। ঝামেলা থেকে বাঁচবেন।
যাদের জানা নাই তাদের জন্য এই টিউন। কোন প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝিয়ে দিবেন।
আজ এত টুকুই। দোয়া করবেন যাতে আপনাদের ভাল কিছু দিতে পারি
আমি জাহিদুল কবির রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 224 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wow, Bhaia khub valo akta tune korechen. amar jana chilo na Bhaia. khub valo laglo