আপনার মোবাইলটি পুরোনো বা নষ্ট হলেই ফেলনা নয়

মুঠোফোন পুরোনো হয়ে গেলেই অনেকেই তা বাতিল করে দেন। কেউ কউ একেবারে আবর্জনা হিসেবে ফেলে দেন। তবে এসব মুঠোফোন বিক্রি করে সহজেই নগদ অর্থ আয় করা যায়। যুক্তরাজ্যের ভোক্তাদের স্বার্থসংরক্ষণকারী একটি সংস্থা এ কথা জানিয়েছে। কনজিউমার ফোকাস নামে সংস্থাটি সম্প্রতি ৮৫৩ জন মানুষের ওপর জরিপ চালায়। এদের ৬৮ শতাংশ জানিয়েছে, তাদের কাছে এক বা একাধিক মুঠোফোন আছে যেগুলো তারা ব্যবহার করে না এবং ভবিষ্যতেও করবে না।

কনজিউমার ফোকাস জানায়, এসব ফোন বিক্রি, রিসাইকেল বা কোনো দাতব্য সংস্থায় পাঠানো যেতে পারে। তবে বিক্রি করলেই লাভ বেশি। কেননা, এতে করে কিছু অর্থ পাওয়া যায়। তবে কনজিউমার ফোকাস সতর্ক করে দিয়ে বলেছে, মুঠোফোন বিক্রি বা দাতব্য সংস্থায় পাঠানোর আগে এতে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য মুছে ফেলা উচিত। কনজিউমার ফোকাসের কর্মকর্তা হান্নাহ বুলিভ্যান্ট বলেন, যুক্তরাজ্যের জনগণ প্রতিবছর লাখ লাখ মুঠোফোন বাতিল করে।
প্রতি ১০ জনের একজন স্বীকার করেছেন যে তাঁরা তাঁদের পুরোনো ফোন স্রেফ ডাস্টবিনে ফেলে দেন। কিস্তু আমার পরামর্শ হচ্ছে, পুরোনো মুঠোফোন ফেলবেন না। তার চেয়ে বিক্রি করুন। পুরোনো ফোন কেনে এমন বহু ওয়েবসাইট আছে। যেমন, http://mobilevaluer.com অথবা http://www.envirofone.com/trade ।তিনি বলেন, ফোন ফেলে দেওয়ার মাধ্যমে আমরা প্রচুর অর্থ নষ্ট করি। এটা কোনোভাবেই ঠিক নয়। —বিবিসি

Level 0

আমি ভিন্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারন মানুষ হিসেবে বাচতে চাই। অসাধারন/ভিন্ন ভালো কিছু কাজ করে যেতে চাই আগামী কালকের জন্য। আমার পছন্দ কোয়ালিটি, কোয়ান্টিটি না। ধন্যবাদ। - ভিন্ন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য, ধন্যবাদ।

http://www.cellbazaar.com/web/items/category/new/mobile/price/4000-8000/page-1.aspx
http://www.clickbd.com

আসলেই আমরা কেন বাংঙ্গালিরা ফোন ফেলে দেই। মজা করলাম।
এখানে পুরোন ব্যাটারিও ডাস্টবিনে পাওয়া সম্ভব নয়।

বড় লোকের বড় কারবার।

    ও ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

বাংলাদেশে কি এই সুবিধা আছে?

    আপনার পুরনো সেলফোন বা যে কোন পন্য বিক্রি করতে পারনে এখানে htp://kroybikroy.com

দুঃখিত লিংকটি ভুল টাইপ করা হয়েছিল। http://kroybikroy.com

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ X ১(ইউরো)=১৩ইউরো X ৮৭/- = ১১৩১/- খারাপ না, নেই মামার চেয়ে খারাপ মামা অঅনেক ভালো

Level 0

ভিন্ন ,তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ………..।

Level 0

একটি ভাল তথ্য শেয়ার করার জন্য, ধন্যবাদ।

খুবই ভাল খবর, আর নোকিয়া আমাদের দেশে রিসাইকেল প্রযেক্ট চালু করেছে। যারা মোবাইল ডাষ্টবিন এ ফেলে দিচ্ছেন তাদের বলব ডাষ্টবিনে না ফেলে নোকিয়ার রিসাইকেল বিনে ফেলুন। অন্তত প্রকৃতি একটু দূষন থেকে বাঁচবে।

Level New

ভাই যে দাম দিতে চায়। তার থেকে আমার মনে হয় কেজি মেপে সেল করা ভাল।

Level New

ভাই, আপনাদের কাছে যত পুরোনো চায়না মোবাইল (ডেড ফোন) আছে তা আমাকে দিতে পারেন আমি মোবাইল সার্ভিসিং করি তাই অনেক কাজে লাগবে । আমার কাছে পাঠানোর ঠিকানাঃ এম, এস, ই শাহীন
C/O, এ কে এম লুত্‍ফর রহমান
দুরামিঠিপুর, পীরগঞ্জ, রংপুর । মোবাঃ 01840264000