আইফোনের বাজারে হানা দিতে আসছে নকিয়ার নতুন ফোন N900

আইফোন আসার পর পশ্চিশা বিশ্বে শুধু আইফোন নিয়ে মাতামাতি আর এতে নকিয়ার মত বড় বড় কোম্পানিগুলোর ভবিষ্যত চরম হুমকির মধ্যে পড়ে যায়।আর কিছুদিন আগে এক রিপোর্টে জানানো হয় নকিয়া সবচেয়ে বেশী মোবাইল বিক্রি করলেও লাভের দিক থেকে সবার উপরে আছে আইফোন কারন নকিয়া সবচেয়ে বেশী বিক্রি করে কম দামী ফোন যা হতে খুব বেশী একটা লাভ হয়না।আর আইফোন মানেই দামী মাল্টিমিডিয়া ফোন আর এতে লাভও বেশী আর এতেই এ্যাপল লাভে লাল।আর এই চিন্তা হতে আইফোনের প্রতিদ্বন্ধি হিসেবে নকিয়া কিছুদিনের মধ্যেই বাজারে আনছে নকিয়ার Internet Tablet Phone N900 ।আইফোনের বাজারে হামলা দেয়া নকিয়ার জন্য এতটা সহজ হবেনা তবে এটির ফিচার দেখে মনে কিছুটা হলেও আঘাত আনতে সক্ষম হবে।
nokia N900

n900

জানি অনেকেরই ইতিমধ্যে এই সেটটি দেখে মাথা খারাপ হয়ে গেছে।মাথা যদি খারাপ হয়ে থাকে তাহলে চলুন আরেকটু খারাপ করি।ঝটপট জেনে নেই

N900 এর কনফিগারেশন

>>N900 সেটের নের্টওয়ার্ক কনফিগারেশন এরকম GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/1700/2100 MHz, HSDPA 10 Mbps, HSUPA 2Mbps

>>অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Maemo 5 নামে একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম । কারণ নকিয়া ধির গতির সিমবিয়ান ২০১২ সালের পর আর একেবারেই ব্যবহার করবে না বলে ঘোষনা দিয়েছে

>> 32 GB storage, 256 MB RAM, microSD card slot

>>5 megapixel auto-focus camera with dual-LED flash; WVGA(848 x 480)@25fps video recording

>>Display: 3.5" 16M-color TFT আর টাচ ইস্কিন ফোন, সাথে আছে QWERTY keyboard

>>CPU: ARM Cortex A8 600 MHz, PowerVR SGX graphics

>>পূর্বেই ইন্সটল করা আছে Ovi Maps (voice-guided navigation purchased separately), Mozilla-based browser with Adobe Flash 9.4 support, Facebook and Twitter integration

আরো আছে Wi-Fi 802.11b/g, Bluetooth 2.1 with A2DP, USB v2.0 with microUSB port, GPS receiver with A-GPS, 3.5mm audio jack, FM radio, FM transmitter, Infrared port,Built-in accelerometer and ambient light sensors, proximity sensor, IR output port for remote control

এখনও এর দাম বা কবে আসবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি ।তবে খুব তাড়াতাড়ি আসবে এটা বুঝা যায়।

কি লাগবে না কি N900??অপেক্ষা করেন খুব সহসাই আসছে........
Bloggermamunপ্রকাশিত।ভাল থাকবেন সবাই ভাল থাকবেন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মামুন ভাই ১০০ মোবারক + ঈদ মোবারক।

টেকটিউনসে এখন কালে ভদ্রে একটু আধটু আসি। কিন্তু আপনি যে কখন ১০০ ওভরটেক করলেন খেয়ালই করি নাই।

তাই দেরিতে হলেও ১০০ মোবারক।

মামুন ……… নকিয়া যতই নাচানাচি করুক ,….. আইফোন রে ফেলতে পারবে না। যেখানে গুগল আইফোন কিলার নামে “এ্যান্ড্রয়েড” রিলিজ করে আইফোনের কিচ্ছুই করতে পারে নাই। মনে আছে তো? আর আইফোন থ্রিজিএস এ সংযুক্ত করা হয়েছে গত ২০ বছরের বেস্ট সাইন্স “AUGMENTED REALITY”. যেটা আর কোন সেটে থাকা তো দূর….কল্পনাও করে নাই এখনও। যাই হোক লুক হিসিবে N900 খারাপ না আর টিউনার হিসেবে তুমিও কম না। চালিয়ে যাও!!

    টিনটিন ভাই, মামুন ভাইয়ের নতুন লুকটা দেখছেন ? এক্কেবারে N900 এর মত।

    ভাই আমিও জানি আইফোনকে একমাত্ত গুগলই শায়েস্তা করতে পারবে নকিয়া পারবেনা।তবে যাই বলেন মোবাইলের লুকসটা কিন্তু জটিল হয়েছে।ভাল থাকবেন।

      মামুন …. গুগল পারে নাই!

        ভাই পারেনাই এটা কিন্তু ঠিক না।কারন গুগল কিন্তু সরাসরি মার্কেটে আসে নাই শুধু অপারেটিং সিস্টেম রিলিজ করেছে।এবং জনপ্রিয় হচ্ছে হবেও জানি।তবে খবরে দেখলাম খুব তাড়াতাড়ি গুগল তাদের নিজস্ব ফোন আসছে খুব তাড়াতাড়ি।ভাই গুগল ,জিপি আর শাকিল ভাই জানে পাবলিক কি খায়???হাহাহাহাহাহহ কি ভাই ঠিক বললাম??

টি্নটিন রে আমি আগেই কইসিলাম যে আমি ভাইরাস জরে প্রসি। আর জরের নাম যে Nokia N900 সেই তাও বলসি। টিউন জট্টিল হইসে।

Bhaishob…ami eita use kori…er age iPhone use korsi….r hd7 o use korsi….r android N900 er amar 2nd OS….jotoi android r iOS er kotha bolen….N900 er dhare kase o konota nai….tobe beshi market pay nai bole mone hoy….tobe jara use korse and kortese tarai jane eita ki…eitar OS Linux er maemo 5…eita diye je ki ki kora jay tar ekhono shesh ja hoy nai….anyway keu kinle moja paben r amar kase ask korle jotil jotil tips o dite parbo asha kori. Thanks.