গাছের পাতা দিয়ে করুন আপনার প্রিয় মোবাইল চার্জ!!!

কি সবাই কি অবাক হয়েছেন? অবাক হবারই কথা। বাংলাদেশে এমনিতেই যে লোড শেডিং আবার গাছের পাতা দিয়ে মোবাইল চার্জ? হ্যা এটা সত্যি কথা এটা। আমি নিজে নকিয়া ১১০০, ১১১০, ১১১২, ১৬০০ এই জাতীয় সেট গুলেঅতে পরীক্ষা করে দেখেছি। এখন আপনাদের কিভাবে কাজটা করতে হবে তা বিস্তারিত লিখছি।

কাজের নামঃ কাছের পাতার মাধ্যমে মোবাইল চার্জ।

প্রয়োজনীয় উপাদানঃ

১। একটি মোবাইল (অবশ্যই ভাল হতে হবে)

২। একটি ব্যাটারী

৩। গাছের পাতা

কার্যপ্রনালীঃ প্রথমে মোবাইল সেটটি বন্ধ করে ব্যাটারীটি খুলে নিতে হবে। এরপর ব্যাটারী এবং সেটের কানেক্টিং পয়েন্টের তিনটি পিনের মাঝখানের পিনটির সাথে পাতার শিরাটির সংযোগ ঘটিয়ে ব্যাটারীটি লাগিয়ে নিতে হবে। শিরাটি লাগানো অবস্থায় মেবাইল অন করতে হবে। সাথে সাথেই মোবাইল অন করলে ব্যাটারী পরিপূর্ণ রিচার্জ হয়ে যায়। উল্লেখ্য ব্যাটারী পূর্ণ রিচার্জ হতে সময় লাগে মাত্র ২/৩ সেকেন্ড।

সাবধানতাঃ মোবাইল অন হওয়ার সাথে সাথেই পাতার শিরাটি উঠিয়ে ফেলুন।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে ধন্যবাদ । তবে মোবাইলের কোন ক্ষতি হবে কি না ? জানেত চাই।

    খোকন ভাই আমি আমার সেটে করেছি তবে তো কোন ক্ষতি হয় নি। আপনি নিজে ট্রাই মাইরা দেখতে পারেন।

সোহেল ভাই একটা ছবি দিলে ভাল মনে হয়।

    বস আছেন কেমন? এত রাতে ছবি কিভাবে দিব?

    ভাল আসি। মানে শিরাটা কিভাবে লাগাবো তা বঝুতে পারসি না।

    ব্যাটারীর মাঝ খানের কানেকটরে। যদি প্রয়োজন হয় তবে Gtalk এ আসেন কথা বলি।

    vai gmail id ta den……

Level 2

ভুয়া নিউজ। গাছের পাতা সব শ্যাষ।
চার্জ হয় নাই।

    বাবু ভাই আপনি আর ট্রাই কইরেন না তাইলে বাংলাদেশের সব মানুষ অক্সিজেনের অভাবে ভুগবে। হা হা হা (আমি নিজে করছি এটা ভূয়া না)

বাবু ভাই এটা ভুয়া নিউজ না , এ টা প্রমানিত। না জেনে বাজে কমেন্ট করবেন না।

http://cae.com.bd/index.php?option=com_content&task=view&id=297&Itemid=73

http://prothom-aloblog.com/users/base/arifbhuiyan/133

http://omi.net.bd/180

ধন্যবাদ ফাহিম ভাই বাবু ভাইরে একটু বুঝান আপনারা।

    টিউন টির জন্য আপনাকে ধন্যবাদ । সোহেল ভাই আপনার সব টিউন এ দেখি ছবি সারা, ভাই টিউন গুলোতে ছবি দিলে টিউন টি সুন্দর লাগে এবং সবাই সহজে টিউন টি বুঝতে পারে।

আমি এখনো ট্রাই করিনি। তবে বিস্তারিত বিষয়টি একটু বুঝিয়ে বলুন মানে হচ্ছে এর ভিতরকার বিষয়টি বিশদ বিবরণ সহ একটি ছবি দেয়ার জন্য অনুরোধ করছি। যদি সত্যিই হয় তাহলে এটি নি:সন্দেহে মোবাইলের ব্যাটারী চার্জের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে আমার মত ভ্রমণ প্রিয় মানুষদের। ধন্যবাদ।

একমত তবে বেতিক্রম ও আছে ।

বাশঁ পাতা দিয়া হবে ট্রাই করুন

গুগলিং করে নিচের তথ্য, ছবি ও ভিডিও গুলো পাওয়া গেল। আশা করি অনেকের বোঝার ব্যাপারে সহায়তা করবে। তবে সবখানেই পিপুল পাতার কথা বলা হয়েছে।

তথ্য লিংক http://www.hoax-slayer.com/peepal-leave-phone-charge.shtml
ছবি লিংক http://worldofdilip.files.wordpress.com/2008/01/mobile-charging.jpg
ভিডিও লিংক http://www.metacafe.com/watch/773250/how_to_charge_mobile_battery_from_a_leaf/

এই চার্জ দেখাবে আবার সাথে সাথেই শেষ হয়ে যাবে কারন যেখানে বিদ্যূত এর লাইন থেকে ২-৩ সেকেন্ডে হয় না সেখানে পাতা থেকে ২-৩ সেকেন্ডে আশাই কর যায় না। তবে চার্জ হবে কিন্তু খুব সামান্য পাতার বদলে আলু বা লেবু ব্যাবহার করলে আরো ভাল ফল পাওয়া যেতে পারে।

    Sakil VAi , যা এক খান অবতার দিসেন না। কোথায় যেন দেখসি মনে হয়……

    Level 0

    শাকিল ভাই এই চেহারার অধিকারী হলেন কবে?

    Level 0

    শাকিল ভাই,ওনার পিন ৩টির ধারনা নাই,কারন স্পালেইটি ভোল্টের মাঝের টি +/- দুটো উভয় থাকার কারনে এটা হচ্ছে

“কাজের নামঃ কাছের পাতার মাধ্যমে মোবাইল চার্জ।”
কাছের পাতা কি অার এটা কোথায় পাওয় যায় ..??

    হা হা হা। Abdullah Abu Sayed ভাই, সোহেল ভাই, BABU ভাই আপনারা ভাই যেমন ভাল টিউনার তেমনি জট্টিল কমেন্টারও। অনেক মজা পাইলাম আপনাদের কথায়।

এই রকম একটা ব্যাপার নিয়ে গত বছর অনেক হৈ হুল্লোড় হয়েছিল ….. তবে ব্যাপারটা ধাঁচে টিকে নাই কারণ কিছুদিনের মধ্যেই ঐ সমস্ত সেটের ব্যাটারীর জান আধা হয়ে গিয়েছিল। জানিনা আপনি কি পাতা ব্যবহার করছেন ……. সেই পাতা টি ছিল “ইউক্যালিপ্টাস” এর পাতা!

    Level 0

    টিনটিন ভাই, এই কাজটা করতে আমিও দেখেছি…… চার্জ হয় ঠিকই কিন্তু চার্জ টিকে না…….
    আর….এতে করে যে ব্যাটারীর উপর যে বিরূপ প্রভাব পড়ে এ কথাও সত্যি।

Level 0

এই শিরা আবার কি ভাই আমি বুঝতে পারলাম না। দয়া করে বলবেন

টিনটিন ভাই আমার জানা মতে এমন কিছু আমি শুনি নাই।তবে সেট অন হবার সাথে সাথে পাতা সরিয়ে ফেলতে হবে।

    একই তো কথা …. পাতা না সরিয়ে আপনি ব্যাটারী কানেক্ট করবেন কিভাবে

শুভ ভাই এইটা বিপদের বন্ধু।যদি খুবই প্রয়োজন হয় তবেই ব্যবহার করা ভাল।

বছর খানেক আগে এইটা শুনেছিলাম । charge বেশিখন থাকে না ।

Level 0

আমার মনে হয়,গাছের পাতা ভেজা ভেজা থাকে যা বিদ্যুত পরিবাহী। গাছের পাতা যখন মাঝের connector এ লাগানো হয়, তখন তা পাশের connector এও লাগে। ফলে short-circuit হয় এবং malfunction এর কারনে দেখায় যে battery full charged হয়ে গেছে।আসলে কিনতু charge হয়নি। এই short-circuit, battery ও সেট এর জন্য ক্ষতিকর।যা করবেন বুঝে করবেন।

    @CIRUS ….. আপনার কথাটাই যুক্তিসঙ্গত বলে আমার ধারনা।

    হূমম……………

    একদম সঠিক। এই short-circuit, battery ও সেট এর জন্য ক্ষতিকর। কারণ কিছুদিনের মধ্যেই ঐ সমস্ত সেটের ব্যাটারীর জান আধা হয়ে যাবে। পাতার বদলে ওপরিবাহী (কাগজ) দিয়ে চার্জার(handset er) এর মাদঢমে চার্জ দিয়ে দেখেন কি হয়

    Level 0

    যুক্তি আছে

Level 0

করো পাতার দরকার হলে আমার শ্যামলাবাংলা সাইট http://sbangla.yolasite.com থেকে নিতে পারেন। ১০০% ফ্রি । হা হা হা একটু মজা করলাম !!!!!!!!!!! Sorry.

    আপনি দেখতে গোলাপ পাতার মত খুব সুন্দর পাতার দরকার আছে?

Level 0

আমি এই নিউজটা অনেকদিন আগে ভারতের একটা টেকনলজি সম্পর্কিত ব্লগে পেয়েছিলাম।তবে জিনিসটা আমার সন্দেহ লেগেছিল।আমি একবার ভেবেছিলাম টিউন করতে।তবে তার আগে আমি নকিয়ার কিছু মোবাইলে এটি পরিক্ষা করি।কিন্তু কোন কাজ হয়নি।তাই এটাকে আমার ভুয়া বলেই মনে হয়।

Level 0

মন্ত্যব্য দেখে ভাল লাগছে
আসল ঘটনা টা হল পাতার মাধ্যমে কোন ব্যটারী চার্জ হয়না, আমাদের ব্যটারী টা যখন charge empty দেখায় তখন ও কিন্তু চার্জ একেবারে সেশ হয় না ৯০%খরচ হয় বাকি ১০% থেকে যায় যা দ্বারা ঐ মোবাইল আরও ১ থেকে দের ঘন্টা চলে। আর ১১০০, ১১১০, ১১১২,১১১০i, ১২০০, ১৬০০,১২০২/৩, ১২০৮/৯, —– —— —— এই জাতীয় মোবাইল এ দীর্ঘ সময় চার্জ থাকে।

আর যে কারনে চার্জ ফোল দেখায় তা হল,
– ব্যাটারীর মধ্যে ৩টি ভোল্টেজ কানেক্টর থাকে এগোলো হল
GND = Ground(মাইনাস টারমিনাল)
BSI = battery signal information (-2.2/2.8 volt)
V BATT = 3.7v (3.7 volt)প্লাস টারমিনাল
আর এখানে যে ভাবে চার্জ করা হয় তা হল,
ইউক্যালিপ্টাস গাছের পাতা হলে ভাল হয় , এই ইউক্যালিপ্টাস গাছের পাতা বেশি ভিজা থাকে।
পাতার বোটা হাতের চেরি দ্বারা দুই পাশে ঘষে পাতলা করতে হবে তারপর পাতার বোটা ব্যাটারীর BSI এর উপর বসিয়ে ব্যাটারীটা মোবাইলে প্রবেশ করাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বোটা টা অন্য পাশে ছোয়া না লাগে।
এবার মোবাইলের পাওয়ার দিতে হবে এবং মোবাইল চালু হওয়ার সাথে সাথে পাতার বোটা টা টান দিয়ে বের করতে হবে ব্যাস এবার দেখেন ব্যাটারীর সিগনাল ফুল দেখাচ্ছে।

এবার মোবাইল টা বন্ধ করে আবার চালান , দেখবেন আবার ব্যাটারী লো দেখাচ্ছে।
আসলে ব্যাটারী টা চার্জ হয়না এর সিস্টেম টা হ্যাং হয়।

এই কাজ টা করা মোটেও উচিত নয় কারন BSI কানেক্টরে মরিচা পরে যায় এবং পরে আপনার মোবাইলে insert sim ম্যাসেজ টা দিতে পারে, ভিতরে সিম টা থাকার পরও।
তাই যা করবেন বুঝে শুনে করবেন – ভাল থাকবেন।

    খাইরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সবাইকে ব্যাপারটার মূল থিমটা বুঝিয়ে বলেছেন।

    Level 0

    এই যে সোহেল সাহেল সাহেব কমেন্ট মুছে দিলেন কেন, যদি পারেন উওর দিতেন, khayrul ভাইর আমার মধ্যে কোথায় ভুল ছিল ।মিয়া এগুলো
    টি্‌উন বহুত করতে পারি, এ রকম টিউন করলে টেকটিউনে প্রথম স্হানে থাকবো

    sjjal1986@ আপনার problems টা সবাইকে একটু বুঝিয়ে বলবেন।আর আপনার মত লোককে আমরা টেকটিউনের প্রথম স্থানে দেখতে চাই।

Level 0

সোহেল ভাই অবাক হই নি। কারণ, আগে থেকে জানতাম , Charge ও করেছি।

mehidi ভাই আপনি বলেছেন, ” শাকিল ভাই এই চেহারার অধিকারী হলেন কবে? ”
আসলে এটা গুরুদের কুরবানীর গরুর ছবি। কুরবানীর গরুতো তাই একটু স্মরণীয় করে রাখতে এ ব্যবস্থা

ভাই Bill Gates, আপনে যে কি ! পাতার মধ্যে দিলেন ল্যাপটপ ঢোকাইয়া ।

Level 0

Made by Bengle, We made how to charge by a Pata (Leave) wonderful discover in the world.

Funny very Funny post….

উপাদানে লেখা দেখলাম ভাল মোবাইল হতে হবে। এর অর্থ কি? নামীদামী ব্র্যান্ডের কথা বলছেন কি? আর হ্যাঁ, কোন গাছের পাতা সেটাও লিখে দিন, নইলে পাঠকরা অনেকেই হিমশিম খাচ্ছেন দেখছি!

Level 0

Vai ,, 3 bosor agee ami try korecilam. Battery full charge hoy tic but ate kore battery nosto hoy. keow ata korben na. jodo koren tahole dekben batteryr ki obosta hoy!!!

Level 0

Aei kajta shudhu pata diye noy emonki taka & kagoj diyeo kora jay………ami koresi…..but evabe charge korle batteri nosto hoye jay….emonki setero khoti hoy………..

khayrul says:
২৩ নভেম্বর, ২০০৯ at 10:33 পুর্বাহ্ন

মন্ত্যব্য দেখে ভাল লাগছে
আসল ঘটনা টা হল পাতার মাধ্যমে কোন ব্যটারী চার্জ হয়না, আমাদের ব্যটারী টা যখন charge empty দেখায় তখন ও কিন্তু চার্জ একেবারে সেশ হয় না ৯০%খরচ হয় বাকি ১০% থেকে যায় যা দ্বারা ঐ মোবাইল আরও ১ থেকে দের ঘন্টা চলে। আর ১১০০, ১১১০, ১১১২,১১১০i, ১২০০, ১৬০০,১২০২/৩, ১২০৮/৯, —– —— —— এই জাতীয় মোবাইল এ দীর্ঘ সময় চার্জ থাকে।

আর যে কারনে চার্জ ফোল দেখায় তা হল,
– ব্যাটারীর মধ্যে ৩টি ভোল্টেজ কানেক্টর থাকে এগোলো হল
GND = Ground(মাইনাস টারমিনাল)
BSI = battery signal information (-2.2/2.8 volt)
V BATT = 3.7v (3.7 volt)প্লাস টারমিনাল
আর এখানে যে ভাবে চার্জ করা হয় তা হল,
ইউক্যালিপ্টাস গাছের পাতা হলে ভাল হয় , এই ইউক্যালিপ্টাস গাছের পাতা বেশি ভিজা থাকে।
পাতার বোটা হাতের চেরি দ্বারা দুই পাশে ঘষে পাতলা করতে হবে তারপর পাতার বোটা ব্যাটারীর BSI এর উপর বসিয়ে ব্যাটারীটা মোবাইলে প্রবেশ করাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বোটা টা অন্য পাশে ছোয়া না লাগে।
এবার মোবাইলের পাওয়ার দিতে হবে এবং মোবাইল চালু হওয়ার সাথে সাথে পাতার বোটা টা টান দিয়ে বের করতে হবে ব্যাস এবার দেখেন ব্যাটারীর সিগনাল ফুল দেখাচ্ছে।

এবার মোবাইল টা বন্ধ করে আবার চালান , দেখবেন আবার ব্যাটারী লো দেখাচ্ছে।
আসলে ব্যাটারী টা চার্জ হয়না এর সিস্টেম টা হ্যাং হয়।

এই কাজ টা করা মোটেও উচিত নয় কারন BSI কানেক্টরে মরিচা পরে যায় এবং পরে আপনার মোবাইলে insert sim ম্যাসেজ টা দিতে পারে, ভিতরে সিম টা থাকার পরও।
তাই যা করবেন বুঝে শুনে করবেন – ভাল থাকবেন। খায়রুল ভাইয়ের সাথে একমত । আজে বাজে টিউন করে মানুষকে ক্ষতি করেন না।

ফালতু একদম ফালতু পেচাল ,আপনাদের কি কাজ কাম নাই ?