আসসালামু-আলাইকুম । আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন । আর মাত্র কিছুদিন তারপর শুরু হতে যাচ্ছে রমজান মাস । রমজান মাসে সেহরী ও ইফাতার এর সময়সূচী জানা কতটা জরুরী বিষয় তা বলার প্রয়োজন নেই । এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী জানাও জরুরী হয়ে দাঁড়ায় । কারন অনান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা অনেক বেশী এবং এই মাসে নামাজী ব্যক্তির সংখ্যা অনেক হারে বৃদ্ধি পায় । তাই আপনাদের জন্য একটি জাভা সফটওয়্যার নিয়ে আসলাম । এই সফটওয়্যার এর মাধ্যমে আপনারা সেহরীর ও ইফতারের সময়সূচী দেখতে পাবেন । এছাড়া নামাজের সময়সূচীও দেখতে পাবেন । আপনি ইচ্ছা করলে দুই সপ্তাহ পরে কি সময়সূচী হবে তাও দেখতে পারবেন । আবার দুই সপ্তাহ আগে কি সময়সূচী ছিল তাও দেখতে পারবেন । তাহলে আর দেরী না করে এখুনী এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । এই সফটওয়্যারটির সাইজ মাত্র 32kb. সফটওয়্যারটি ডাউনলোড করতে [[এখানে]]ভিজিট করুন । নামাজের সময়সূচী দেখার জন্য অন্য আরও একটি সফটওয়্যার ডাউনলোড করতে [[এখানে]] ভিজিট করুন ।
.
»» »» »» অনুরোধ «« «« ««
আমরা একটি বাংলাদেশী সোসিয়াল সাইট নিয়ে কাজ করছি । যেখানে পন্য সামগ্রী ক্রয়-বিক্রয়, ফোরাম, বন্ধুদের সাথে video chat করার ব্যবস্থা ইত্যাদি আছে । আমাদের সাইটে ভিজিট [এখানে] করতে ভিজিট করন । সফটওয়্যারটি ভালো লাগলে কমেন্টএ জানাতে ভুলবেন না ।
আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই…