আমরা অনেকই মাইক্রো সিম সম্পর্কে পরিচিত। আধুনিক স্মার্ট ফোন, ট্যাব, প্যাড গুলিতে আজকাল মাইক্রো সিম ব্যাবহার হয়ে থাকে। আসুন দেখি কিভাবে বাড়িতে বসে মাইক্রো সিম তৈরি করবেন।
এখানে একটা পি ডি এফ ফাইল দেয়া আছে, A4 সাইজের প্রিন্ট করে নিতে হবে। কাগজের যেখানে সিমের নকশা দেয়া আছে, ঠিক সেখানে বসিয়ে ৫টি সরল রেখা বরাবর সমান সমান ভাবে পেন্সিল দিয়ে দাগ কেটে নিবেন। তারপর ধারালো কেঁচি দিয়ে দাগ বরাবর চারিদিক দিয়ে সিম কার্ড টি কেটে ফেলবেন। এই ভাবে মাইক্রো সিম তৈরি করা সম্ভব। তবে খুব খেয়াল রাখতে হবে প্রিন্টিংটা যাতে সমান মাপে হয়। পি ডি এফ ফাইলে একটা রুলারের আর ছবি দেয়া আছে, একটা রুলার নিয়ে ছবির রুলার এর মাপ (মিলি মিটার) ঠিক আছে কিনা মিলিয়ে নিতে পারেন।
বাড়িতে যদি প্রিন্টার না থাকে তাহলে পি ডি এফ ফাইল টা ওপেন করে ১০০% ভিউ রেখে, স্ক্রীন এর উপরে সিম রেখে নকশা অনুযায়ী দাগ কেটে সিমটা কেটে নিতে পারেন। আর হ্যাঁ স্ক্রীন রেজোলিউশান ডিফল্ট করে করবেন।
শেষকথা মাইক্রো সিম চাইলেই আপনি মোবাইল ফোনের গ্রাহক সেবায় গিয়ে কিছু এক্সট্রা চার্জ দিয়ে আবার কিছুদিন পরে গ্রাহক সেবায় গিয়ে নতুন মাইক্রো সিম তুলে আনতে পারেন। আর যদি তাড়াতাড়ি দরকার হয় ভাল মোবাইল সার্ভিস এর দোকানে গিয়ে সিম-কাটার দিয়ে করিয়ে ফেলতে পারেন। আমি সবাইকে সিম-কাটার দিয়ে মাইক্রো সিম করার পরামর্শই দিব। আমার টিউনটি পড়ে না বুঝে যদি কেউ নিজের সিম এর ক্ষতি করে তাহলে কিন্তু আমি দায়ী থাকব না। কাউকে ক্ষতিসাধন করার ইচ্ছা আমার নেই। এটি আমার প্রথম টিউন আশা করি মন্তব্য করবেন। অনেক অনেক ভালবাসা রইলো সবার জন্য ভাল থাকবেন।
আমি sajadur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks