মাইক্রো সিম নিজেই তৈরি করুন

আমরা অনেকই মাইক্রো সিম সম্পর্কে পরিচিত। আধুনিক স্মার্ট ফোন, ট্যাব, প্যাড গুলিতে আজকাল মাইক্রো সিম ব্যাবহার হয়ে থাকে। আসুন দেখি কিভাবে বাড়িতে বসে মাইক্রো সিম তৈরি করবেন।

 

এখানে একটা পি ডি এফ ফাইল দেয়া আছে, A4 সাইজের প্রিন্ট করে নিতে হবে। কাগজের যেখানে সিমের নকশা দেয়া আছে, ঠিক সেখানে বসিয়ে ৫টি সরল রেখা বরাবর সমান সমান ভাবে পেন্সিল দিয়ে দাগ কেটে নিবেন। তারপর ধারালো কেঁচি দিয়ে দাগ বরাবর চারিদিক দিয়ে সিম কার্ড টি কেটে ফেলবেন। এই ভাবে মাইক্রো সিম তৈরি করা সম্ভব। তবে খুব খেয়াল রাখতে হবে প্রিন্টিংটা যাতে সমান মাপে হয়। পি ডি এফ ফাইলে একটা রুলারের আর ছবি দেয়া আছে, একটা রুলার নিয়ে ছবির রুলার এর মাপ (মিলি মিটার) ঠিক আছে কিনা মিলিয়ে নিতে পারেন।

বাড়িতে যদি প্রিন্টার না থাকে তাহলে পি ডি এফ ফাইল টা ওপেন করে ১০০% ভিউ রেখে, স্ক্রীন এর উপরে সিম রেখে নকশা অনুযায়ী দাগ কেটে সিমটা কেটে নিতে পারেন। আর হ্যাঁ স্ক্রীন রেজোলিউশান ডিফল্ট করে করবেন।

শেষকথা মাইক্রো সিম চাইলেই আপনি মোবাইল ফোনের গ্রাহক সেবায় গিয়ে কিছু এক্সট্রা চার্জ দিয়ে আবার কিছুদিন পরে গ্রাহক সেবায় গিয়ে নতুন মাইক্রো সিম তুলে আনতে পারেন। আর যদি তাড়াতাড়ি দরকার হয় ভাল মোবাইল সার্ভিস এর দোকানে গিয়ে সিম-কাটার দিয়ে করিয়ে ফেলতে পারেন। আমি সবাইকে সিম-কাটার দিয়ে মাইক্রো সিম করার পরামর্শই দিব। আমার টিউনটি পড়ে না বুঝে যদি কেউ নিজের সিম এর ক্ষতি করে তাহলে কিন্তু আমি দায়ী থাকব না। কাউকে ক্ষতিসাধন করার ইচ্ছা আমার নেই। এটি আমার প্রথম টিউন আশা করি মন্তব্য করবেন। অনেক অনেক ভালবাসা রইলো সবার জন্য ভাল থাকবেন।

Level 0

আমি sajadur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

Level 0

স্বাগতম

জটিল জিনিস । ধন্যবাদ ।

আইফোনের জন্য মেলাদিন আগেই সিম কাটতে হয়েছিলো। দারুন লিখেছেন। অভিনন্দন!!!

মাইক্রো সিমের সুবিধা কি? অসুবিধা কি ?

    Level 0

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধরেন আপনি এখন আইফোন 4/4S কিনলেন, আপনার সিম কার্ডটা যদি নরমাল সাইজের হয় তাহলে কোনভাবেই এই ফোনে সিমটি প্রবেশ করাতে পারবেননা। কারণ সিম এর স্লট ছোট অর্থাৎ মাইক্রো সিম কার্ড স্লট। যার জন্য আমার এই টিউনটি, এখন পর্যন্ত কোন সুবিধা অসুবিধা পাই নাই। আমি GSM/CDMA এক্সপার্ট নই সুতরাং না জেনে কোন তথ্য আপনাকে দিতে পারছিনা। প্রশ্ন করার জন্য ধন্যবাদ

ভাই মাইক্রো সিম কাটা তো শিখলাম কিন্তু iphone আনলক করা শিখলাম না। আনলক করার system টাও দিয়া একটা টিউন করেন।

    Level 0

    @নাঈম the handsome: ধন্যবাদ ভাই, আপনি যে টিউনটি চাচ্ছেন সেটি নিয়ে অনেক আগেই কোন টিউনার ভাই পোস্ট করেছেন। তাই আমি করবো না একটু কষ্ট করে পুরনো টিউন গুলি খোঁজেন আশা করি পেয়ে যাবেন।

Level 0

Agiya Jan Vai

    Level 0

    @dp: ধন্যবাদ ভাই ভরসা পাইলাম 🙂

ভাই সুপার সিম ও সিম রিডার কোথায় পাব?????

অনেক ধারুন হয়েছে । আজ নতুন কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই অপুর্ব সুন্দর টিউন করার জন্য।আর টেকটিউন্স এ আপনাকে স্বাগতম।

Level 0

আমার টিউন থেকে আপনার মন্তব্য অনেক বেশি সুন্দর। খুব ভাল লাগল, আপনাকে ধন্যবাদ

আপনে কোনো চিন্তা কৈরেন্না বস, আমি হেস্কু ব্লেড আনতাছি. তখন দেখি কার আগে কে কাটে.

এটা আমি প্রথম ব্যবহার করেছি 2004 সালে যখন ডাবল সিমের ফোন বাজারে আসেনি। প্রথমে মেশিন দিয়ে আর পরে কাচি দিয়ে কেটেছি। এখন তো সব ব্র্যান্ডের ই একাধিক সিমের ফোন পাওয়া যায়। এত কষ্ট করে সিম নষ্ট করার দরকার কি? তথ্যটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    @মোমেন আবদুর রউফ: ভাই আপনি যেটা করেছিলেন সেটা হল সোয়াপ ডুয়েল সিম আর আমার টিউনটি হল যেসব ডিভাইস এ ছোট সিম অর্থাৎ মাইক্রো সিম ব্যাবহার হয় তাতে কি করে সিম ছোট করে ডিভাইসটিতে কাজ চালানো। প্রযুক্তি যত উন্নত হবে জিনিষ-পত্র তত ছোট হয়ে আসবে হয়তো সামনে মাইক্রো সিম এর ব্যাবহার বেড়ে যাবে। যেমন আগে মোবাইলের মেমোরি কার্ড এস ডি কার্ড এর ব্যাবহার বেশি ছিল, এখন যে ব্যাবহার হয় না তা বলব না কিন্তু মাইক্রো এস ডি কার্ড আসার পর মোবাইল ফোনের জন্য বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মনে হয় আপনার ফোনের মেমোরি কার্ডটাও মাইক্রো এস ডি কার্ড।

      @sajadur: আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি না বুঝে মন্তব্য করেছি। আপনার টিউনটি আবার পড়ে বুঝতে পেরেছি আপনি কী বলতে চেয়েছেন। ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। ভাল থাকবেন। আরো সুন্দর সুন্দর টিউন আশা করছি।

        Level 0

        @মোমেন আবদুর রউফ: আপনাকে স্বাগতম আর বুঝার জন্য ধন্যবাদ। আপনার দুঃখিত হওয়ার কোন কারণ নেই আমি ব্লগার হিসাবে নতুন তাই গুছিয়ে লিখতে পারিনি। টিউনটা একটু জটিল করেই লিখে ফেলেছি আমার নিজের কাছেই মনে হয়। আপনাদের ভরসায় অনেক সাহস পাচ্ছি, ইনশাআল্লাহ্‌ সামনে আরও ভালো ভালো টিউন দেয়ার চেষ্টা করব। ভালো থাকবেন 🙂

bai sundhor lekhechen tobe natun kew tune ta porle xotil mone hobe ami to amar i phone 4 er jonno sim case a sim ta rekhe halka dag diya kechi diea kete chilam kono problem hoini…..r ha eibabe katar chaite sim cutter use kora balo karon ete eche korle j kono phone a use korte paren sim ta …..anyway tnx 4 nice tune..

Level 0

ধন্যবাদ ভাই আমি জানি আমার টিউনটা মোটেও জটিল না হয়তো কখনো কারো কাজে লাগতে পারে।

Level 0

ooooooooooooo

Level 0

ধন্যবাদ ,সুন্দর

Level 0

আপনাকে স্বাগতম….