X-plore এর স্টার্ট আপে নিজের ছবি লাগান, আপনার মোবাইল থেকেই…!!!

ভাইয়েরা সবাই কেমন আছেন.....?
নিশ্চই অনেক ভালো। আগের টিউন টা তে আপনাদের কাছ থেকে অনেক উত্‌সাহ পেয়েছি। তাই এই টিউন টা দেয়ার প্রতি আগ্রহ জন্মেছে।

তো আমি যা করতে চাইছি তা নিচের ছবি টা দেখলেই বুঝবেন......

এই টিউন টা এর আগে এখানে দেয়া হয়েছে। কিন্তু ওটা ছিল Pc নির্ভর। আমি আপনাকে দেখাবো কি ভাবে মোবাইল থেকে এটা করবেন।

========================================

একটু ঝামেলা আছে। তাই আগে ভালভাবে পড়ুন।

এটা করতে শুধু লাগবে SisEditor
এবং আপনার ফোনের Zip-Manager.

তো শুরু করা যাক.....

১. প্রথমে Siseditor দিয়ে আপনার কাঙ্ক্ষিত X-plore সিলেক্ট করুন।

২. এরপর File list এ যান।

৩. দেখবেন Data.dta নামের একটা ফাইল আছে। শুধু মাত্র এটা আপনার ফোন Extract করুন।

আপাতত siseditor এর কাজ শেষ। ওটা Minimize করে রাখুন।

এখন পছন্দ মতো ছবি নিন। তবে ছবির size ছোট এবং আঁকার 220x170 হলে ভালো হয়। আপনি ছবি resize করতে idesigner ব্যবহার করতে পারেন। এখন ছবি টা Logo.png নামে rename করা রাখুন।

৪. এখন .dta কেটে .zip করুন। অর্থাত Data.dta কে Data.zip এ rename করুন।

৫. এখন zipmanager দিয়ে এটা ওপেন করলে logo.png নামে একটা ফাইল পাবেন। ওটা move বা delete করা দিন।

৬. এখন আপনার ছবি টা zipmanager দিয়ে Add করুন।(option>add to archieve)

৭. Add করা হলে আবারো ফাইল এর শেষের .zip কেটে .dta করুন।

৮. এখন minimize করা রাখা siseditor ওপেন করুন। সেখানে যে Data.dta ফাইল আসে টা এই নতুন Data.dta এর সাথে replace করুন।(option>replace)

৯. এখন Back করে Save করুন।

Save করা হলে নতুন ফাইল টা ইনস্টল করুন এবং দেখুন।

ধন্যবাদ।

Level 0

আমি FH শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার সেটের মডেল জানতে পারি। আপনার মোবাইল এ encryotion ফিচার আছে । থাকলে প্লিস বলেন। vison21blogspotcom

    @ভাইরাস ভাই: আমি নকিয়া-e72 ব্যবহার করি।

    @ভাইরাস ভাই: টেকটিউনস নীতিমালা
    ২. মন্তব্য করা সংক্রান্ত

    ২.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

    -এঞ্জেল মডারেটর

আপনার মোবাইল এ encryotion ফিচার আছে

ভাই আমার মেমরি টা encryotion হয়ে গেছে তাই

ভাই encryotion সুবিধা টা কি?

মডেল নোকিয়া E-71 । নতুন চার জিবি মেমরি কিনলাম মাত্র একদিন আগে। দাটা ট্র্যান্সফার সময় মনের ভুলে কার্ড রিডার খুলে ফেলি। এরপর যখন আবার মেমরিকার্ড মোবাইল এ ঢুকাই দেখি মেমরি encryotion মেসেজ আসে। Decryption করতে গেলে restore key চায় । কিন্তু আমি restore key কোথায় পাব। পিছিতে ঢুকিয়ে কাজ করছি , কাজ হচ্ছে। অন্য মোবাইল ঢুকাই দেখি কাজ হচ্ছে। শুধু আমার মোবাইল এ ঢুকালে মেমরি encryotion মেসেজ আসে। এর জন্য জিজ্ঞাসা করেছিলাম। vison21.blogspot.com

vai eta somporke ami janina. Karon erokom situation e porini kokhono.

Ek kaj kore dekhte paren, sob data copy kore pc te niye memory format din. Tarpor abar data memory te nin.

Dekhen hoy ki na.