ভাইয়েরা সবাই কেমন আছেন.....?
নিশ্চই অনেক ভালো। আগের টিউন টা তে আপনাদের কাছ থেকে অনেক উত্সাহ পেয়েছি। তাই এই টিউন টা দেয়ার প্রতি আগ্রহ জন্মেছে।
তো আমি যা করতে চাইছি তা নিচের ছবি টা দেখলেই বুঝবেন......
এই টিউন টা এর আগে এখানে দেয়া হয়েছে। কিন্তু ওটা ছিল Pc নির্ভর। আমি আপনাকে দেখাবো কি ভাবে মোবাইল থেকে এটা করবেন।
========================================
একটু ঝামেলা আছে। তাই আগে ভালভাবে পড়ুন।
এটা করতে শুধু লাগবে SisEditor
এবং আপনার ফোনের Zip-Manager.
তো শুরু করা যাক.....
১. প্রথমে Siseditor দিয়ে আপনার কাঙ্ক্ষিত X-plore সিলেক্ট করুন।
২. এরপর File list এ যান।
৩. দেখবেন Data.dta নামের একটা ফাইল আছে। শুধু মাত্র এটা আপনার ফোন Extract করুন।
আপাতত siseditor এর কাজ শেষ। ওটা Minimize করে রাখুন।
এখন পছন্দ মতো ছবি নিন। তবে ছবির size ছোট এবং আঁকার 220x170 হলে ভালো হয়। আপনি ছবি resize করতে idesigner ব্যবহার করতে পারেন। এখন ছবি টা Logo.png নামে rename করা রাখুন।
৪. এখন .dta কেটে .zip করুন। অর্থাত Data.dta কে Data.zip এ rename করুন।
৫. এখন zipmanager দিয়ে এটা ওপেন করলে logo.png নামে একটা ফাইল পাবেন। ওটা move বা delete করা দিন।
৬. এখন আপনার ছবি টা zipmanager দিয়ে Add করুন।(option>add to archieve)
৭. Add করা হলে আবারো ফাইল এর শেষের .zip কেটে .dta করুন।
৮. এখন minimize করা রাখা siseditor ওপেন করুন। সেখানে যে Data.dta ফাইল আসে টা এই নতুন Data.dta এর সাথে replace করুন।(option>replace)
৯. এখন Back করে Save করুন।
Save করা হলে নতুন ফাইল টা ইনস্টল করুন এবং দেখুন।
ধন্যবাদ।
আমি FH শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার সেটের মডেল জানতে পারি। আপনার মোবাইল এ encryotion ফিচার আছে । থাকলে প্লিস বলেন।
vison21blogspotcom