আমরা অনেকেই নকিয়া মোবাইল চালাই। মোবাইলে আমরা আমদের প্রোয়জনমত অনেক গুরুত্বপূর্ন সফটওয়্যার ইনিস্টল করে থাকি।
যেমনঃ Smart Movie,Divx Player,Antivirus,Phone Lock,Ultra-Mp3 ইত্যাদি
Ultra-Mp3 নকিয়ার জন্য খুবই জনপ্রিয় একটি অডিও প্লেয়ার। এতে অডিও গান খুব সহজ ভাবে শোনা যায়। আমরা চাইলে Ultra-Mp3র ডিফল্ট স্ক্রিন পাল্টিয়ে আমাদের নিজে ছবি অথবা পছন্দের ছবি দিয়ে স্ক্রিন তৈরী করে মোবাইলে Use করতে পারি।
Ultra-Mp3র স্ক্রিন বানাতে হলে নিচের লিংক থেকে সফটওয়্যারটা নামিয়ে ইনিস্টল করে নিন। এবার ওপেন করুন,
প্রথমে আপনাকে New File ফাইলে ক্লিক করতে হবে এখানে ৩টা অপশন আসবে Series 60,UIQ,S80 আপনার সেট অনুযায়ি সিলেক্ট করতে হবে
(আপনার অবগতির জন্যঃ
Series 60 মডেল হচ্ছে-Nokia 3230, 3650, 6260, 6600, 6620, 6630, 6670, 7610, N-gage, N70, N90, 6680 N71, N72, 3250, 5320, 5500, 5700, 6110, 6120, 6124, 6210, 6220, 6290, 6650
UIQ মডেল হচ্ছে- Sony Ericsson P800, P900, P910,Motorola A920, A925, A1000,BenQ P30
এই মডেলের ১টা ছবি নিচে দেয়া হল
S80 মডেল হচ্ছে- Nokia 9300, 9500)। এই মডেলের ১টা ছবি নিচে দেয়া হল
ওকে দিয়ে ছবি সিলেক্ট করতে হবে এর পর ছবিটাকে ঠিকমত সিলেক্ট করে কনভার্ট করে ওকে দিতে হবে এরপর অনেক কিছু চাইবে চাইলে দিতে পারেন না হলে Cancel দিয়ে এডিট আসতে পারেন এখানে Menu,Song's titel,Time bar,Disco bar,Volme ইত্যাদিতে পছন্দের রং দিতে পারেন এরপর File>Save-As গিয়ে একটি নাম দিয়ে Save করুন।
এখন মোবাইলে অথবা মেমরীতে লোড করে FileManager এ গিয়ে Open করুন দেখুন আপনি Successful ভাবে PAID।
আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Babu Vai, link ta to khuje pay na?