আমার পছন্দের কিছু চমৎকার মোবাইল সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যার গুলোর ফাইল ফরমেট .sis সুতরাং সফটওয়্যারগুলো সকল নোকিয়ার সিমবিয়ান (Symbian OS) অপারেটিং সিস্টেম যুক্ত সেট সমূহে চলবে যেমন : Nokia Symbian s60 v2 (7610, 6600, 6630, 6680,3230, 6260, 6620, 6670, N70, N72, N90) এবং Nokia s60 v3(3250, E70, N73, N75, N80, N91, N91 8GB, N92, N93, N93i, N95, N95 8GB, E71 & all Symbian OS9.1 OS9.2 OS9.3) ইত্যাদি। সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন এবং সমস্যায় পড়লে জানাবেন যারা মোবাইলে সফটওয়্যার ইন্সটল করতে ভয় পান তাদের জন্য বলছি, এই সফটওয়্যারগুলো সম্পূর্ন নিরাপদ এবং আপনার মোবাইল সেটের কোন প্রকার ক্ষতি হওয়ার কোনই সম্ভাবনা নেই।
*Avaira Antivirus মোবাইলের জন্য ব্যবহার করুন ২৫/১২/২০১১ পর্যন্তঃ
কম্পিউটারের জন্য ব্যবহৃত Avaira Antivirus এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এবার আপনাদের পরিচয় করিয়ে দেব মোবাইলের জন্য Avaira Antivirus। কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও এটি সমানভাবে জনপ্রিয়। এন্টিভাইরাসটির যে ভার্সনটি আমি
পেয়েছি তার মেয়াদকাল ২৫শে ডিসেম্বর ২০১১ পর্যন্ত অর্থাৎ আরও আড়াই বছরেরও বেশি সময় আপনি এন্টিভাইরাসটি বিনেপয়সায় ব্যবহার এবং ফ্রি আপডেট করতে পারবেন। এটি খুবই শক্তিশালী এবং নিশ্চিতভাবে আপনার মোবাইলকে সকল ধরনের ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। এটি ব্যবহার করা খুবই সহজ এবং কার্যকরী। এই এন্টিভাইরাসের সাহায্যে আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা তা স্ক্যান করার জন্য স্ক্যানার ট্যাবে গিয়ে স্ক্যান বাটন চাপুন।
*SymantecM.Security মোবাইলের জন্য ব্যবহার করুন ২০১১ পর্যন্তঃ
এন্টিভাইরাসটির যে ভার্সনটি আমি পেয়েছি তার মেয়াদকাল ডিসেম্বর ২০১১ পর্যন্ত অর্থাৎ আরও আড়াই বছরেরও বেশি সময় আপনি এন্টিভাইরাসটি বিনেপয়সায় ব্যবহার এবং ফ্রি আপডেট করতে পারবেন।
*মোবাইল সেট Turn Off সফটওয়্যারঃ
যারা গ্রামীনফোনের P3 ইন্টারনেট প্যাকেজ বা সিটিসেল জুম ব্যবহার করেন, তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই কাজে দেবে। গ্রামীনফোন P3 ইন্টারনেট প্যাকেজের সময়সীমা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত, এর বাইরে আপনাকে কিলোবাইট প্রতি ২ পয়সা করে চার্জ দিতে হবে। আমি যখন P3 ব্যবহার করতাম তখন অনেক সময় দেখা যেত বড় কোন ফাইল ডাউনলোড করতে দিয়ে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় আর কানেকশন অফ করা হয়নি। যার কারনে মাশুল দিতে হয়েছে অনেক টাকা। জুম প্যাকেজেও ঘন্টা বা মিনিট হিসেবে ইন্টারনেট ব্যবহারের একটি অফার আছে, সেক্ষেত্রে বারবার ঘড়ি দেখার ঝামেলা থেকে মুক্ত হতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
সফটওয়্যারটির ব্যবহার করা খুবই সহজ
*Unlock Me মোবাইলের অজানা লক কোড বের করার সফটওয়্যারঃ
আপনারা অনেকে নিজেদের মোবাইলকে অন্যদের ব্যবহার করার হাত থেকে বাচাতে সিকিউরিটি পাসওয়্যার্ড দিয়ে লক করে রাখেন। অনেক সময় কিছুদিন সিকিউরিটি লক ব্যবহার না করার কারনে পাসওয়্যার্ড ভুলে গিয়ে মহা সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বেশী সমস্যায় ভুগতে হয় সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনলে, কারন এইসব সেটের ডিফল্ট লক কোড পরিবর্তন করা থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ছোট একটি সফটওয়্যার Unlock Me ব্যবহার করে। এবার সফটওয়্যারটি ওপেন করুন। এরপর Option থেকে Unlock এ ক্লিক করুন। এবার সফটওয়্যারটি অটোমেটিক ভাবে বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল পাসওয়্যার্ডটি বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফটওয়্যারটির ২ থেকে ৩ মিনিটের মত সময় লাগে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর তাই আপনি এটি কাজ করা অবস্থায় মিনিমাইজ করে রাখুন। সফটওয়্যারটি যখন আপনার পাসওয়্যার্ডটি পেয়ে যাবে তখন এটি একটি বিপ দিয়ে আওয়াজ করবে।তখন সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করুন, দেখবেন সফটওয়্যারটি আপনার পাসওয়্যার্ড টি দেখাচ্ছে। এখানে আমার পাসওয়্যার্ড ১২৩৪৫ তাই Unlock Code: ১২৩৪৫ দেখাচ্ছে।
*Handy.Alarm আপনার মোবাইলে অনেকগুলো এলার্ম একত্রে সেট করুনঃ
নোকিয়ার সিমবিয়ান সেটগুলোতে এলার্ম সেট করার সুযোগ এমন যদি হত যে, আপনি আপনার টাইম টেবিল অনুযায়ী একবার এলার্ম সেট করলেন যেটি প্রতিদিন এলার্ম দিয়ে আপনাকে মেসেজ আকারে স্মরন করিয়ে দেবে তাহলে চমৎকার হত তাই না..? এই সুবিধাগুলোই আপনি পাবেন এই সফটওয়্যারটিতে। ছাত্ররা তাদের ক্লাসের সময়সুচি, চাকুরীজীবীরা তাদের এপয়েন্টমেন্ট এলার্ম দিয়ে রাখতে পারেন এখানে। চাইলে আপনি এটিকে রিমাইন্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন।এবার সফটওয়্যারটি ওপেন করুন। Option থেকে New Alarm ক্লিক করুন। তারপর এলার্ম টাইম এবং ম্যাসেজ (যা এলার্মের সময় ডিসপ্লেতে দেখাবে) সেট করে Ok চাপুন।দেখবেন এলার্ম সেট হয়ে গেছে এবং তার নিচে আপনার মেসেজটা দেখাচ্ছে। একই ভাবে আপনি একাধিক এলার্ম সেট করতে পারেন।
*Zplus মোবাইলের ফোনবুক, সফটওয়্যার, গেমস, মেসেজ, ফটো, ভিডিও ইত্যাদি হাইড করার সফটওয়্যারঃ
আমি বাড়িতে গেলে আমার ছোট ভাইটি মোবাইল নিয়ে গেমস লেখা শুরু করে। নিষেধ করলে কান্নাকাটি করে, অবশেষে দেখা যায় দরকারি ফোন করার সময় মোবাইলে চার্জ থাকে না। তখন মনে হত যদি মোবাইলের গেমসগুলোকে অদৃশ্য করে দেওয়া যেত তাহলে মনে হয় বেচে যেতাম। এই সমস্যার সমাধান করেছে Zplus নামের সফটওয়্যারটি। আপনার ব্যাক্তিগত কন্টেন্ট গুলো যেমন : ফোনবুকের মোবাইল নম্বর, মেসেজ, গ্যালারীতে রাখা ফটো, ভিডিও ইত্যাদি এই সফটওয়্যারটি দিয়ে লুকিয়ে রাখুন যাতে করে অন্য কেউ আপনার ব্যাক্তিগত বিষয়ের ওপর হামলা করতে না পারে।
সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ। প্রথমে ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এরপর ওপেন করে সেটিংসে গিয়ে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন ঠিক করে নিন। এতে করে প্রতিবার এই সফটওয়্যারটি ওপেনের সময় পাসওয়ার্ড চাইবে ফলে এই সফটওয়্যারটি অন্য কেউ ব্যবহার করতে গেলেই পাসওয়ার্ড তাকে আটকাবে।এবার লুকানোর পালা। লুকানোর আগে বলে রাখি আপনি কোনো কিছু লুকালে সেটি লুকায়িত অবস্থায়ই এই সফটওয়্যারটা ব্যবহার করে ওপেন করতে পারবেন। আবার আপনি যদি লুকায়িত জিনিস পুনরায় পূর্বের অবস্থায় ফেরত আনতে চান তখনও এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। এখন আপনি Application এ ক্লিক করুন। যেই বিষয়ের জিনিস লুকাতে চান সেটাতে ক্লিক করুন। একটু অপেক্ষা করলেই এ বিষয়ের সকল ফাইল দেখা যাবে। এখন আপনি যেটা লুকাতে চান সেটার উপর এসে Option থেকে Hide এ ক্লিক করলেই তা লুকায়িত হয়ে যাবে এবং তার পাশে লক একটা চিহ্ন দেখা যাবে।এভাবে এই সফটওয়্যারটি দিয়ে যত খুশি ফাইল আপনি লক করে হাইড করে দিতে পারবেন।
*MCleaner কোন বিশেষ নম্বর থেকে বিরক্তিকর মিসকল বা কল ঠেকানোর সফটওয়্যারঃ
এই সমস্যাটি সাধারনত বেশি ভোগে মেয়েরা, উটকো কুরুচীপূর্ন মানুষ মেয়েদের নম্বর জোগার করে মিসকল দিয়ে বা কল করে বিরক্ত করে। বাধ্য হয়ে অনেকে সিম পরিবর্তন করেন, যার ফলে পরিচিত জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। মোবাইল কোম্পানীগুলোর উচিৎ নিজস্ব ব্যবস্থায় এর সুরাহা করা। যেহেতু তারা এখনও করছে না, তাই এই সব উটকো কলারদের ঠেকানোর জন্য একটি সফটওয়্যার হচ্ছে MCleaner। চমৎকার এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি এইসব ডিস্টার্বিং নম্বরকে Black Listed করে দিতে পারেন অর্থাৎ তারা আর কখনওই আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এর পরপরই সফটওয়্যারটি ওপেন করেই রেজিস্ট্রেশন কোড নম্বর 46998375 অথবা 55092411 বসিয়ে দিন। এখন আপনি এর রেজিস্টার্ড ইউজার হয়ে গেছেন। এবার Black List এ ক্লিক করুন।এখানে Select এ ক্লিক করে New দিয়ে আপনি যে নম্বরটি বন্ধ করতে চান তার জন্য টাইটেল এবং মোবাইল নম্বরটি দিন। চাইলে আপনি মোবাইল নম্বরটি আপনার মোবাইলের ফোনবুক থেকে Import করেও নিতে পারেন। Setup এ গিয়ে আপনি সফটওয়্যারটির Setting আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিন। এখন আপনার Black List করা নম্বরগুলো থেকে কোন কল আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না।
>>এ ছাড়া নিচের সফটওয়্যার গুলিও খুবই গুরুত্বপূর্নঃ<<
*Adobe.PDF.Reader =নাম দেখেই বুঝতে পারছেন এটা দিয়ে PDF ফরম্যাট পরা যাবে
*Advance Device Loak=এটা দিয়েও আপনার মোবাইলে সমস্ত এপ্লিকেশন লক করা যাবে যেমন =SmartMovie,Mp3 Player,FileManger etc.
*call_recorder=এটা দিয়ে আপনার সেটের সমস্ত প্রকার ইনকামিং ও আউটগোইং কল আনলিমিটেড রের্কড করা যাবে .
*eti_camcorder (AVI Format Video)=এটা দিয়ে ভিডিও রেকর্ডিং কারা যায় ভিডিও ফাটেনা .
*CameraFX.Pro.v2.60(funmaza.com)=এটা একটা জটিল ক্যামেরা বর্তমানের Nokia সেটে ২ এম,পি ক্যামেরা থাকে তাই ছবি ভাল হয় কিন্তু 6600,7610,3230এ এই সফটা ইনিস্টল দিলে ১০২৪*৭৬৮ সাইযের ছবি তোলা যাবে .
*DivXPlayer NEW= এটা একটা ভিডিও প্লেয়ার এটা দিয়ে ভিডিও থাম্বল করে দেখা যাবে.
*NiceDial= যদি মোবাইলের কি-প্যাড চেপে কোন নাম্বরে কল দেয়ার সময় যদি কি-প্যাড কথা বলে তখন কেমন হয় জোস্ ১০০% .
*Opera.Browser = আশা করি কিছু বলা লাগবেনা কারন ইন্টারনেট চালানো জন্য বিকল্প কিছু লাগবেনা .
*PocketQuran= এখানে পবিএ কোরান শরিফের ৩০ পারা আছে .
*PowerMP3_2.41 (Reg.255)>অডিও গান শোনার জন্য , ইকুলাজার আছে .
.
*fscaller_3.00_fullt= নামের সাথে ছবি সেট করা থাকলে কল আসলে ফুল স্কিন দেখা যাবে .
*SmartMovie.v3.40(Reg.0000) এটা একটা নকিয়া সেটের জনপ্রিয় ভিডিও প্লেয়ার এটা দিয়ে ভিডিও করে দেখা যাবে .
*SMS_Guardt=SMS Gurd দেয়া যাবে .
*LcgJukeBox(Reg.255) অডিও গান শোনার জন্য , ইকুলাজার আছে,ডেস্কটপ প্লে আছে .
*Ultimate.Voice.Recorder=এটা দিয়ে আপনি আন লিমিটেড ভয়েজ রেকডিং করতে পারবেন.
*Torch=এটা দিয়ে আপনি ফ্লাস লাইট জ্বালাতে পারবেন .
*Windows Media Player11.sis
এ গুলি সব একসাথে এখান থেকে ডাউনলোড করুন.
আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, এগুলো install করতে কি Mobile OS হ্যাক করতে হবে … … মানে install করার সময় Authentication Error অথবা Verification Error দেবে না তো ??? install করার আগে মোবাইলে কি কিছু করা লাগবে ??? মানে, date change … … – এই রকম কিছু ???