জেনে নিন ভ্যাট সহ সকল সিমের ট্যারিফ [পর্ব-০১] :: এয়ারটেল পোস্টপেইড

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি airtel postpaid সম্বন্ধে আলোচনা করবো ।

আমি মনে করি airtel postpaid এর কলরেট গুলো আপনাদের অবশ্যয় ভাল লাগবে ।

কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

আপনার প্রয়োজনকে প্রাধান্য দিতে এয়ারটেল নিয়ে এলো একটি পোস্টপেইড সংযোগে ৩টি ভিন্ন প্যাকেজ ব্যবহারের সুযোগ ।

প্রথমে বলছি এয়ারটেল এক্সক্লুসিভ এর সুবিধাঃ

সর্বাধিক সংখ্যক এফএনএফ এবং ১সেকেন্ড পালস সুবিধা।

ট্যারিফ
এয়ারটেল – এয়ারটেল ০.৪৯ (ভ্যাট সহ ০.৫৭ টাকা) টাকা
এয়ারটেল – অন্যান্য ০.৮৯ (ভ্যাট সহ ১.০১ টাকা) টাকা
এয়ারটেল – এয়ারটেল (এফএনএফ) ০.২৫ (ভ্যাট সহ ০.২৯ টাকা) টাকা
এয়ারটেল – অন্যান্য (এফএনএফ) ০.৬৫ (ভ্যাট সহ ০.৭৫ টাকা) টাকা
এফএনএফ সংখ্যা ২৫ টি যেকোনো নম্বরে ।
অন-নেট এসএমএস ০.৪৯ (ভ্যাট সহ ০.৫৭ টাকা) টাকা
অফ-নেট এসএমএস ০.৪৯ (ভ্যাট সহ ০.৫৭ টাকা) টাকা
পালস ১ সেকেন্ড

ইন্টারনেট (প্রতি কিলোবাইট) ০.০২ টাকা

ন্যূনতম ব্যবহার মাসে ৫০০ টাকা ।
অর্থাৎ আপনি প্রতি মাসে কমপক্ষে ৫০০ টাকা ব্যবহার করতে হবে ।
customer care 786 কল ফ্রী ।

সংযোগ মূল্য - ৭৫০টাকা
ক্রেডিট লিমিট - ৬০০টাকা

এয়ারটেল ক্ল্যাসিকঃ

সুবিধাজনক ট্যারিফ প্ল্যান ব্যবহার করুন আর আপনার সামগ্রিক খরচ রাখুন নাগালের মধ্যে ।

ট্যারিফ
এয়ারটেল – এয়ারটেল ০.৪৯ (ভ্যাট সহ ০.৫৭ টাকা) টাকা
এয়ারটেল – অন্যান্য ০.৯৪ টাকা
এয়ারটেল – এয়ারটেল (এফএনএফ) ০.২৫ (ভ্যাট সহ ০.২৯ টাকা) টাকা
এয়ারটেল – অন্যান্য (এফএনএফ) ০.৬৫ (ভ্যাট সহ ০.৭৫ টাকা) টাকা
এফএনএফ সংখ্যা ১৫ টি যেকোনো নম্বরে ।
অন-নেট এসএমএস ০.৪৯ (ভ্যাট সহ ০.৫৭ টাকা) টাকা
অফ-নেট এসএমএস ০.৪৯ (ভ্যাট সহ ০.৫৭ টাকা) টাকা
পালস ৫ সেকেন্ড

ইন্টারনেট (প্রতি কিলোবাইট) ০.০২ টাকা

ন্যূনতম ব্যবহার এর কোন শর্ত নেই
মাসিক লাইন রেন্ট ৫০ (ভ্যাট সহ ৫৭ টাকা) টাকা ।
আপনি যদি প্রতি মাসে ৩০০ (ভ্যাট সহ ৩৪৫ টাকা) টাকা ব্যবহার করেন আপনাকে লাইন রেন্ট দিতে হবে না ।

customer care 786 কল ফ্রী ।

সংযোগ মূল্য - ৪৫০টাকা
ক্রেডিট লিমিট - ৩০০টাকা

এয়ারটেল অ্যাডভান্টেজঃ

যোগাযোগকে সহজ করার জন্য এয়ারটেল অ্যাডভান্টেজ দিচ্ছে ফ্ল্যাট ট্যারিফ রেট, যা আপনাকে দিচ্ছে কথা বলার ।

ট্যারিফ
এয়ারটেল – এয়ারটেল ০.৭৭ (ভ্যাট সহ ০.৮৯ টাকা) টাকা
এয়ারটেল – অন্যান্য ০.৭৭ (ভ্যাট সহ ০.৮৯ টাকা)
এয়ারটেল – এয়ারটেল (এফএনএফ নেই)
এয়ারটেল – অন্যান্য (এফএনএফ নেই)
অন-নেট এসএমএস ০.৪৫ (ভ্যাট সহ ০.৫২ টাকা) টাকা
অফ-নেট এসএমএস ০.৪৫ (ভ্যাট সহ ০.৫২ টাকা) টাকা
পালস ৫ সেকেন্ড

ইন্টারনেট (প্রতি কিলোবাইট) ০.০২ টাকা

ন্যূনতম ব্যবহার এর কোন শর্ত নেই
মাসিক লাইন রেন্ট ৫০ (ভ্যাট সহ ৫৭ টাকা) টাকা ।
আপনি যদি প্রতি মাসে ৩০০ (ভ্যাট সহ ৩৪৫ টাকা) টাকা ব্যবহার করেন আপনাকে লাইন রেন্ট দিতে হবে না ।

customer care 786 কল ফ্রী ।

সংযোগ মূল্য - ৪৫০টাকা
ক্রেডিট লিমিট - ৩০০টাকা

অন্যান্য সুবিধাঃ
আপনি সিম চালু করার সাথে সাথে ৫০০ এমবি ইন্টারনেট , ১০০ মিনিট টকটাইম , ১০০ এসএমএস , ১০০ এমএমএস , ১ মাসের জন্য মাই টিউন, ফ্রি ক্রয়/বিক্রয় পোর্টাল সাবস্ক্রিপসন (১ম মাস ফ্রি সাবস্ক্রিপসন)ফ্রী পাবেন ।
আপনি তিন মাসে মোট ৩০০ মিনিট টকটাইম , ৩০০ এসএমএস , ৩০০ এমএমএস ফ্রী পাবেন ।

আপনি আপনার পছন্দ মত নম্বর নিতে পারবেন ।

ভাল লাগলে অবশয় কমেন্ট করবেন । না লাগলেও করবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন এর চেয়ে শেষের লাইনটাই বেশি ভালো লাগলো
ভাল লাগলে অবশয় কমেন্ট করবেন । না লাগলেও করবেন

প্রতিটা কম্পানীর কলরেট সম্পর্কে একটি একটি করে টিউন দিন , আমার কোন কাজে না লাগলেও হয়তো করো না কারো অবশ্যয়ই কাজে লাগবে 😛

ধন্যবাদ আপনাকে ।

WARID je din teke Airtel holo sha din teke 2 ta important business sim off kore deachi 🙂 Bcoz i hate India… now i m using Rankstel – Robi – Banglalink & Gp… office & Home a…

Level 0

Thanks bro

robi kobe diben ?

Level 0

ভাই ভালো লেগেছে তবে। শেষের লাইনটি ‘’ আপনি আপনার পছন্দ মত নম্বর নিতে পারবেন’’ বুঝি নাই

    @bbasujon: ধরেন আপনার জিপি নং ০১৭১১-৪২০৪২০। এখন আপনি ইচ্ছা করলে আর নংটি আন ইউজড থাকলে একই এয়ারটেল নং ০১৬১১-৪২০৪২০ নিতে পারবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ