মোবাইল রিভিউ, ইনসাইড ভিউ [পর্ব-০২] :: Galaxy Pocket

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যেই মোবাইল নিয়ে আলোচনা করব সেটি হল Galaxy Pocket। এটি Galaxy Young (Y)  এর সাথে মিল রেখে তৈরী । এটি একটি Android OS চালিত মোবাইল। তাই আমি আগে আপনাদের Android সম্পর্কে কিছু বলতে চাই । যদিও আমি জানি এখানে প্রায় সবাই Android সম্পর্কে জানেন তারপরও একটো বলি।

Linux ভিত্তিক এই  অপেরাটিং সিস্টেম Smart Phones And Tablets এর জন্য তৈরী হয়ে থাকে । Andriod Developed By The Open Handset Alliance Led By Google. বর্তমানের সবচেয়ে জনপ্রিয় Google এর  এই অপেরাটিং সিস্টেম ।

বিভিন্ন Andriod Version এর নাম :

  • 2.1 Froyo
  • 2.2 Enclair
  • 2.3 Gingerbred
  • 3.0 Honeycomb
  • 3.1 Honeycomb
  • 3.2 Honeycomb
  • 4.0 ice cream sandwich

এখন  চলুন জেনে নেয়া  যাক এর সুবিধা ও অসুবিধা।

সুবিধা :

  • 832 mhz প্রসেসর
  • Internal Memory: 3GB , External Memory: Supported Up To 32 GB
  • 2.3 Android Gingerbread
  • অনেক App ব্যবহার করতে পারবেন
  • 2.8" Multi Touch Display
  • 2 Megapixel Camera
  • Bluetooth 3.0
  • USB, Wi-Fi
  • ৮.৫ ঘন্টার ব্যাক আপ দেওয়ার ব্যাটারী । যদিও চার্জ খুব কম থাকে।
  • গ্যালাক্সি ওয়াই এর আপডেট ভার্সন ।

অসুবিধা :

  • ক্যামেরা
  • লো কন্টেস ডিসপ্লে।
  • Galaxy young ওয়াই এ ২ জিবি মেমোরী ফ্রি দেয় কিন্তু এখানে দেয় না । যদিও Internal Memory 3GB.
  • চার্জ খুব কম থাকে।

দামঃ

১২৯০০ টাকা মাত্র!

মোবাইল এর  ছবিঃ

আজ এই পর্যন্তই। পরবর্তী টিউন এ  Samsaung Galaxy Y  সম্পর্কে লিখবো।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে, আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Rafi-Tithon

ভালো লাগলে মন্তব্য করবেন।

ধন্যবাদ সবাইকে......।  😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। খুব ভাল লাগলো।

ধন্যবাদ . শেয়ার করার জন্য

Level 0

thanx… Vai xperia neo v kinbo plz ar subida r osubida jodi karo jana thake tahole janan…

    @প্রত্যয়: via apnar page a dekhlam onek mobile ar somporkei post dewa akhn ami jodi oi mobile gula niyei review likhi tahole sheta apnr page theke copy kora hobe?? tahole toh gsmarena, mobilemaya.com aishob web ar admin ow amk dhorbe je oder web theke copy korra ….. thanks 😀

অফটপিকের একটা গল্প 🙂
একদিন এক পরিক্ষায় প্রথম বেঞ্চে ভাল ছাত্র উত্তর লিখছে…প্রশ্নের উত্তর ছিল “কবির নাম” প্রমথ চৌধুরী, দ্বিতীয় বেঞ্চে বসা ছেলে দেখে লিখল “প্রথম চৌধুরী” (মনে করে যে প্রথম ছেলে বানান ভুল লিখছে 🙂 )
শেষ বেঞ্চে বসা ছাত্র দ্বিতীয় ছাত্রের লিখা দেখে সময় কম লাগবে লিখাও দ্রুত হবে ভেবে লিখে দিল
“উঃ কবির নাম ১ম চৌধুরী” 😀

@মডারেটর টিটিতে কমেন্ট এডিটের অপশনটা খুব মিস করি 😀
লো কন্টেস ডিসপ্লে=লো কন্ট্র্যাস্ট হবে বোধয় ?

ভাইয়া আমার buget 14000tk.এর ভিতরে কোন mobile টা ভালো হবে?আর galaxy young duel sim এর তার price কতো?galaxy y(single sim) ভালো হবে নাকি galaxy pocket ভালো হবে???

vai ami 14000th ar vitor 1ta mobile kinte chai.konta kinle valo hobe??galaxy y duel sim ar price koto??r galaxy y(single sim)valo hobe naki galaxy poxket??