যে কোন BB5 নোকিয়া মোবাইলএর সিকিউরিটি কোড রিসেট করুন ফ্রী তে কোন বক্স ছাড়া (ফিরিয়ে নিন সিকিউরিটি কোড)

অনেক দিন হল টিউন করিনা HSC  পরীক্ষার জন্য টেকটিউনে সময় দিতে পারিনি। কয়েক দিন আগে মোবাইল রিসেট দেওয়ার প্রয়োজন হল । রিসেট দিতে গিয়ে দেখি কোড এরর ম্যাসেজ আসতেছে। মহা সমস্যায় পরলাম। কোন কিছুতে কাজ হসছেনা । তখন গুগল মামার কাছে গেলাম । মামা কয়েকটা সাইট এর এড্রেস দিল মাস্টার কোড এর জন্য । কিন্তু  মাস্টার কোড  এ কাজ হল না । কি জন্য কাজ করছেনা ? জানতে পারলাম DCT3 আর DCT4 এর অন্তর্ভুক্ত সেট গুল কাজ করে। এবং কিছু কিছু BB5 সেট এ কাজ করে। তাই আবার সার্চ করতে লাগলাম পেয়ে গালাম ইন্সট্রাকশন । তো নিয়ে নিন আপনার মোবাইল সিকিউরিটি কোড

প্রথমে আপনার মোবাইল এর সিকিউরিটি কোড এর জন্য 12345 , 0000 , 1234, 1111 দিয়ে দেখুন। এতে যদি না

হয় তবে আমার নিয়ম অনুসরন করুন। আমার নোকিয়া -E 71 ও 6700 c আনলক করেছি । আনলক করার জন্য

নিচের পদ্ধতি অনুসরন করুন। যা যা লাগবে

১. নোকিয়া পিসি সুইট

২. NSS (Nemesis service suite)

৩. Nokia BB5 PM Security code

৪. ডাটা কেব্‌ল

৫. BB5 nokia mobile list( কোন মোবাইল গুল আনলক করা যাবে)

১. নোকিয়া পিসি সুইট (যদি না থাকে)

২. NSS (Nemesis service suite)    4shared     ////  Mediafire

৩. Nokia BB5 PM Security code:     4Shared    ////   Mediafire

৪.BB5 nokia mobile list  :    4shared       //////   Mediafire

১. ডাউনলোড শেষ হলে নোকিয়া পিসি সুইট এর মাদ্ধমে আপনার BB5 নোকিয়া মোবাইল

কানেক্ট করুন পিসির সাথে । NSS সফটওয়্যার টি ইন্সটল করুন। এবার ওপেন করুন।

নিচের ছবির মত

২. সার্চ বাটন এ ক্লিক করুন। নিচের ছবির মত

৩. এখান থেকে phone info tab এ যান। নিচের ছবির মত

৪. সবগুলো বক্স টিক দিন। নিচের ছবির মত

৫. টিক দিয়ে permanent memory tab এ যান । read বাটন এ ক্লিক করুন। নিচের

ছবির মত

৬. দেখবেন নিচের ছবির মত ম্যাসেজ আসছে। এভাবে ৫০০ পর্যন্ত হবে। (বিঃদ্র আমার

ক্ষেত্রে হয়েছে)। নিচের ছবির মত 

{ যদি এই রকম  ম্যাসেজ না এসে এরর ম্যাসেজ আসে

তবে ডাটা কেব্‌ল খুলে আবার লাগান । ৫. নং প্রক্রিয়া আবার করুন}

৭.  ১০০ % দেখানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেখুন pm ফাইল সেভ হওয়ার একটা

লোকেশন দেখাবে। নিচের ছবির মত

৮.  এবার Nokia BB5 PM Security code সফটওয়্যারটি ওপেন করুন। নিচের ছবির মত

৯. এবার ouvir un ficher PM এ ক্লিক করুন। দেখবেন একটি উইন্ডো ওপেন হবে।

এখান থেকে আপনার সেভ করা PM ফাইল টি চিনিয়ে দিন নিচের ছবির মত ( ডিফল্ট

লোকেশন C:\Program Files\NSS\Backup\pm)

 ১০.   নিয়ে নিন আপনার ভুলে জাওয়া সিকিউরিটি কোড ।

টিউন ভাল লাগলে আমার ব্লগ থেকে ঘুরে আসুন  VISON21

টিউন টি প্রথম প্রকাশিত এখানে  (vison21 নির্মিত)

কোন প্রকার সাহায্যের জন্য এখানে যোগাযোগ করুন


Contact Vison21

পরবর্তী টিউন এই সফটওয়্যার এর মাধ্যমে কিভাবে ফ্ল্যাশ দেওয়া যায়

Level 2

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have a decade of experience in the field of web development, during which I have honed my skills in various technologies and frameworks. My expertise primarily revolves around Laravel and WordPress, two popular platforms for building web applications and content management systems. In addition, I have a strong grasp...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে সম্ভবত এরকম টিউন আগে একবার হয়েছিল।

ভাই এটা কি মোবাইল অন হতে সময় যে কোড চায় সেটা …….নাকি রিসেট দিতে যে কোড চায় সেটা……….। ভাই মোবাইল অন হতে সময় যে কোড চায় সেটা কিভাবে আনলক করব ?????????????? জানা থাকলে বলবেন প্লিজ……

    @MD.RAFIKUL ISLAM: ভাই সিকিউরিটি কোড বলতে দুটোই বোঝানো হয়।রিসেট দিতে যে কোড দিতে হয় আর মোবাইল অন হতে সময় যে কোড চায় তা একি

Level 0

vai , mediafire e upload den plz

ভাই মুবাইল কি অফ করে ডাটা কেবল লাগাব

এই ব্যাপারে পুর্বে টিউন হয়েছিলঃ https://www.techtunes.io/mobileo/tune-id/50473

তবুও আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই

Level 0

vai rapidshare thke dl hoe na tai mediafire er kotha bolsi

    @shabbir: ভাই লিংক আপডেট করা হয়েছে আবার আপনার জন্য । টিউন দেখেন।

Level 0

vai 3 r 4 no er download ta 4 shared e gia download r hoena

    @shabbir: ভাই ডাউনলোড তো হচ্ছে। আবার চেষ্টা করুন । আর আমি দেখত্তিছি মিডিয়াফিয়ার এর লিংক পাওয়া যায় কি না

Level 0

vai 4 no ta hoise kimtu 3 no ta hoena…medeiafire theke naki file deleted

File Belongs to Suspended Account.

The resource you are trying access belongs to an account that has been suspended

If you believe you have reached this page in error, please contact support.
Click here to view our help resources

Level 0

vai apnar 3 bo er file r eita ki aki file ???
https://rapidshare.com/#!download|65p2|127811574|Nokia_BB5_PM_Security_code_1.3_by_z1z1.zip|92|R~0|0|0

Level 0

vai apnar 3 no er file r eita ki aki file ???
https://rapidshare.com/#!download|65p2|127811574|Nokia_BB5_PM_Security_code_1.3_by_z1z1.zip|92|R~0|0|0

Level 0

Thanks ….. আমার X2-05 তে কাজ করল… প্রথমে problem hoicilo pore kaj korlo…

ভাই, সব ঠিক আছে, আরো অনেক পদ্ধতি আছে, শুধুমাত্র ১টি সফটওয়ারের ১টি ক্লিক এর মাধ্যমেও সিকিউরিটি কোড বের করা যায়।
কিন্তু সমস্যা টা হচ্ছে নোকিয়া ২৬৯০ সহ আর কিছু মোবাইলের সিকিউরিটি কোড দেওয়ার কারণে মোবাইল স্ট্রার্ট হওয়ার সাথে সাথে কোড চায়, মোবাইল চালু থাকে কিন্তু কী-প্যাড লক, তাই কিছুই করা যায় না, ঠিক তখন যদি আমি মোবাইল টা নোকিয়া পি.সি. স্যুট এ কানেক্ট করতে চাই তবে, ক্যাবল কানেক্ট করার সাথে সাথে মোবাইলে যে কানেক্ট অপশনটি দেখাবে তাতে পি.সি.স্যুট মোড বা অন্য কোন মোড ও সিলেক্ট করা যায় না। কারণ মোবাইল এর পুরো কি-প্যাড লক। আর, পি.সি.স্যুট এ কানেক্ট করতে না পারলে তো কিছুই হবে না।
এ-অবস্থায় কি করা যায় ??? অন্য কোন বিকল্প ব্যবস্থা আছে কি ???

বিপদের সময় লাগতে পারে, তাই প্রিয় তে রাখলাম।