এই সাইট এ যখন প্রথম আসি তখনি এটা সম্পর্কে টিউন করার ইচ্ছে ছিলো। কিন্তু গেম গুলার ফুল ভার্সন পাচ্ছিলাম না বলে এটা সম্পর্কে post দিই নি। আজ দিলাম।
আমার মনে হয় মোবাইল এ HD গেম খেলা বলতে Ngage গেম খেলা কেই বুঝায়। Nokia তার গ্রাহকদের জন্য এক বিশাল কিছুই করেছে বলে যায়। মোবাইল এ গেম খেলার ধারণা টাই পাল্টে দিয়েছে Ngage গেম সৃষ্টির মাধ্যমে। Nokia কে আমি স্যালুট জানাই।
নীচে মাত্র কয়েকটা গেমের screenshot দিলাম।
এই গেম খেলার জন্য লাগবে Ngage Emulator. আমি এই emulator এর cracked ভার্সন দিলাম।
বা
বা
বা
গেম ডাউনলড=
গেম গুলা ডাউনলড এর লিন্ক পেতে এখানে যেতে হবে।
কার্য পদ্ধতি=
>আপনার ফোন Hacked হতে হবে।
>প্রথমে emulator টি ইনস্টল করুন।
>তারপর গেম গুলা ডাউনলোড করুন। দেখবেন যে গেম গুলার extension হলো .ngage.
>এখন ওই .ngage ফাইল টি মেমোরি card এর Ngage ফোল্ডারে copy বা extract করুন। যদি folder টি না থাকে তাহলে নিজে তৈরী করুন।
> এবার ngage নামের software টি open করুন। দেখবেন যে আপনার গেম টি ইনস্টল হচ্ছে।
এখন শুরু করুন HD গেম খেলা।
প্রতিদিন এরকম টিউন পেতে আমার FB Fan Page এ যোগ দিন।
ধন্যবাদ।
আমি FH শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলে ধন্যবাদ দেব !!!
তবে একটা প্রশ্ন : NOKIA 500 তে হবে?