স্যামসাং মোবাইল এ “JAR file is over max size” সমস্যার সমাধান !!!

আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম টিউন ।  সুতরাং ভুল হলে ক্ষমা করবেন এবং এটা নিয়ে আর আগে টিউন হয়েছে কিনা তা আমার জানা নেই।

কাজের কথায় আসা যাক ।আমরা অনেক সময় গেইম বা সফটওয়্যার স্যামসাং মোবাইল এ ইন্সটল করতে গেলে এই লেখাটি আসে “JAR file is over max size” এবং তখন তা আর ইন্সটল করা যায় না।

JAR file এর default value Samsung মোবাইল এ একটা নির্দিষ্ট মান পর্যন্ত দেয়া থাকে এবং আপনার installation file এর সাইজ তা অতিক্রম করলে এই সমস্যাটি হয় । কিন্তু নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনি  এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

১। আপনার keypad এ এই কডটি টাইপ করুনঃ

*#52828378#

২। আপনি তাহলে JAVA Test Menu পাবেন । সেখান থেকে OTA Test খুঁজে বের করুন এবং তা অপেন করুন।

৩। তারপর আপনি Maximum JAR size এর যায়গায় আপনার কাঙ্ক্ষিত সাইজ দিন। উদাহরনঃ আমি ৫০০০ দিয়েছি।

৪। setup টি সেভ করুন।

৫। এখন আপনি আপনার JAR ফাইল ইন্সটল করুন। দেখবেন করতে পারছেন এখন।

বিঃদ্রঃ আপনার মোবাইল এর RAM  এর থেকে গেম বা সফটওয়ারটির RAM বেশী লাগলে তা চলবেনা।

ভালো লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amar khub kaje dilo thanks
samsung e r ki ki code acy please diben

ভাই আমি sumsong gt 6712 duas নিয়ে সমস্যায় আছি। সফটওয়ার ইনষ্টল দিতে গেলে not singned ম্যাসেস দেখায় । ফলে কোন সফটওয়ার ইনষ্টল হয়না। দয়া করে কেহ সমাধান দিলে উকৃত হবো।

ভাই আমি sumsong gt 6712 duas নিয়ে সমস্যায় আছি। সফটওয়ার ইনষ্টল দিতে গেলে not singned ম্যাসেস দেখায় । ফলে কোন সফটওয়ার ইনষ্টল হয়না। দয়া করে কেহ সমাধান দিলে উপকৃত হবো।

Tanim Mahmud Khan ভাই আরও কোড জানলে জানাব।

বারিক ভাই আমার কোন মোবাইল এ তো এই সমস্যাটা হয় নাই তাই সমাধান দিতে পাড়ছি না। জানলে জানাবো । ধন্যবাদ ।

Vai ami akta new Samsung GT-C3312 modeler se kineci.
Full touch. Kintu full touch er kono game pacci na ami. Aktu help korben please…

Tecno Sabbir vai apni google a search dilei to hoy . jai hok ami search disi . ai link a jan : http://www.mobilerated.com/samsung-gt-c3312-games.html . kisu valo game paben

Level 0

vai amar set er model samsung e2652 duos e code ti kaj kore na….

রাজ ভাই আপনার মোবাইল এ তো এটা কাজ করবে। চেমস্ত এ এইটা কাজ করে আমি দেখছি । আপনি ঠিক মতো চেষ্টা করেন ।

Level 0

vai ami try korechi.kintu hoyni.

Level 0

29-10-11 date e kinechi.code ti type korle not done (massage) ti dekhai….

Level 0

onno kono code thakle ba paile please diyen….