এই ব্লগ এ জেলব্রেক নিয়ে একটা পোস্ট দেখলাম। বাট তা আগের ভার্সন এর। তাই ভাবলাম নতুন ভার্সন এর জেলব্রেক তা সবাই কে শিখাই।( যারা পারেন তাদের জন্যে না) । আর এই পদ্ধতিতে আপনি unthered জেলব্রেক করতে পারবেন মানে ডিভাইস অফ হলেও তা আবার অন করতে পারবেন। আগে বলে রাখি জেলব্রেক এর পোস্ট টা অন্য একটি ব্লগ ইউজার অনেক রিকুয়েস্ট করে আমাকে দিয়ে লিখায়। যা তার নাম এ ই পাবলিশ হয় ওই ব্লগ এ। আমি ওই পোস্ট টা ই আপনাদের কপি করে দিচ্ছি।
পোষ্টটিতে আপনারা পাবেন
*কিভাবে ios 5.1.1 আপডেট করতে হয়।
* কিভাবে কাচা হাত এ জেলব্রেক করতে হয়
তাহলে পোস্ট টা পড়ুন---
আমরা যারা Apple ডিভাইস ইউজ করি তারা Jailbreak এর নাম শুনি নি এমন খুব কম ই পাওয়া যাবে। কিন্তু আমরা এটার নাম সম্পর্কে সবাই কমবেশি জানি তবে কিভাবে তা কি করতে হয় তা আসলে জানিনা।
কয়েক মাস আগে আমি এই জেলব্রেক নিয়ে আরেকটা পোস্ট করেছিলাম। ওখানে ও খুব সুন্দর করে তুলে ধরছিলাম কিভাবে জেলব্রেক করতে হয়। তবে তা একটু ঝামেলার ছিল। মানে কাচা হাত এ ওটা অনেকেই করতে পারবে না। কিন্তু আজ খুব সহজ উপায় টা তুলে ধরবো। সুতরাং মনোযোগ দিয়ে পোস্ট টা পরবেন।
জেলব্রেক টি করবো ios5.1.1 ভার্সন এ। এই ভার্সন টি মাত্র কয়েকদিন আগে এসেছে। তাই প্রথমেই আপনার ios টি আপডেট করে নিন। আপডেট করার জন্যে ইতিমধ্যে আপনারা অ্যাপল এর কাছ থেকে আপনি আপনার ডিভাইস এ নোটিফিকেশন পেয়ে গেছেন। এখন আপনি আপনার ডিভাইস এর সেটিংস এ গিয়ে আপডেট করতে পারেন। অথবা পিসি তে কানেক্ট করুন ডিভাইস টি। তারপর আই টিউন (itunes) এর মাধ্যমে আপডেট করে নিন নতুন ভার্সন এ । বলে রাখি আই ও এস ৫.১.১ ছাড়া আপনি আমার এই পদ্ধতিতে জেলব্রেক করতে পারবেন না। তাই আপডেট করাটা খুব জরুরি।
আমার ডিভাইস টি আপডেইটেড। তাই ওখানে Check for Update দেখাচ্ছে। কিন্তু যদি ডিভাইস টি আপডেইটেড না হতো তাহলে ওখানে Update দেখাতো। ( তবে খেয়াল রাখবেন আপনার পিসি তে নেট কানেকশান একটিভ আছে)
আপডেট এর পর্ব শেষ করলাম তাহলে। এবার আসল পর্বে আসি।
এই জেলব্রেক টি Untrthered . মানে ডিভাইস অন অফ সব ই করতে পারবেন। আরেক ধরনের জেলব্রেক আছে যা Tethered মানে ওটা করলে আপনার ডিভাইস টি অফ করতে পারবেন না। পারবেন বাট করলে বিপাকে পড়তে হবে কারন আপনি আর অন করতে পারবেন না। অন করতে হলে টা আই টিউন দিয়ে Restore করতে হবে।
এখন নিচের লিংকস থেকে আপনার পিসি এর উপযোগী সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
Absinthe v2.0.1 MacOSX (10.5, 10.6, 10.7)
Absinthe v2.0.1 Windows (XP/Vista/Win7)
Absinthe v2.0.1 Linux (x86/x86_64)
হ্যাঁ সফটওয়্যার টির নাম হচ্ছে Absinthe . এটি GreenpoisOn (Chornic Dev) টিম এর তৈরি।
লিংকস এ সমস্যা হলে http://greenpois0n.com/এই সাইট এ যান তারপর ডাউনলোড করুন।
সফটওয়্যার টি জিপ (zip) করা থাকবে। করার পর absinthe-win-2.0.1 নামক একটি ফোল্ডার পাবেন আপনার পিসি অথবা ম্যাক এ । এবার ওটার ভিতর দেখুন absinthe-win-2.0.1 নামক সবুজ একটি আইকন সহ ফাইল আছে। ওটায় ডাবল ক্লিক করুন। এবার এই ফাইল থেকে জেলব্রেক এর জন্যে প্রয়োজনীয় যা লাগে টা Extract হবে। হওয়ার পর আপনি absinthe-win-2.0.1 নামক আরেকটি ফোল্ডার পাবেন। ওটার ভিতর যান।
*** আমি উইন্ডোজ ৭ এ করেছি তাই -absinthe-win-2.0.1 নামক ফোল্ডার পাচ্ছি। ম্যাক এ আপনি win পরিবর্তে mac পাবেন। *** কারো লাগলে বলবেন আমি ম্যাক থেকে করেও দেখিয়ে দিবো।
এবার ওটার ভিতর সবুজ আইকন সহ আরেকটি ফাইল পাবেন। ওটায় ডাবল ক্লিক করুন। করার পর নিচের ছবির মতো পাবেন।
এবার আপনার প্রিয় অ্যাপল ডিভাইস টি কানেক্ট করুন পিসি অথবা ম্যাক এর সাথে। কানেক্ট করার পর নিচের ছবির মতো পাবেন।
তার মানে আপনার ডিভাইস টি জেলব্রেক করার জন্যে প্রস্তুত এখন। কিন্তু আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন যদি ডিভাইস টি পাসকোড দিয়ে লক করা থাকে। নিচের ছবিতে দেখুন-
তাহলে পাসকোড টি অফ করে ২য় ছবিতে ফিরে যান। তারপর ওখানে Jailbreak এ ক্লিক করুন। আরে ভয় পাবেন না আপনার আর কিছু করতে হবে না। বাকি সব এই সফটওয়্যার ই করবে। এবার ১০-২০ মিনিট সময় লাগবে( depend on your pc speed)
এভাভেই আপনি জেলব্রেক করে নিতে পারেন খুব সহজেই। তবে আরও কিছু প্রবলেম ফেইস করতে পারেন যেমন যদি ios টি ঠিক মতো আপডেট না হয়। অথবা যদি যদি কানেক্টর ক্যাবল এ প্রবলেম থাকে। ভয়ের কিছু নেই প্রবলেম হলে সফটওয়্যার টি আপনাকে বলে দিবে কি করতে হবে।
তাহলে ট্রাই করুন নিজে নিজে। তবে আপনার ডিভাইস টির সম্পূর্ণ বেকআপ নিয়ে রাখবেন এরকম কিছু করার আগে। কারন কোন প্রবলেম যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে রিষ্টর করে নিতে পারবেন ব্যাকআপ থেকে। এই পদ্ধতিতে আপনি iphone,ipod,ipad এর সকল ভার্সন জেলব্রেক করতে পারবেন।
জেলব্রেক করার পর সামান্য কিছু কাস্টমাইজ করে আমার ডিভাইস টি এরকম করতে পারি।
শুধু এই না। আরও কতো কিছু যে আপনি করতে পারবেন কল্পনা ও করতে পারবেন না এখন। জেলব্রেক করুন তারপর আমি দেখিয়ে দিবো...
অনেক দিন হয় আমি মোবাইল Apps ও ওয়েব ডেভেলপমেন্ট এ আছি। তাই এই সম্পর্কে আপনাদের হেল্প লাগলে আমাকে জানাবেন।
ভাবছি Apple নিয়ে আরেকটা পোস্ট দিবো যেখানে শিখাব কিভাবে আপনি ipod,ipad এ মোবাইল নেটওয়ার্ক ইউজ করবেন। আপনারা চাইলে করবো। নাইলে ইচ্ছা নাই।
সাহায্য লাগলে মন্তব্য করবেন। শুভকামনা রইলো।
আমি infraredprince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
salam. vaia onek onek thanx..
vaia iphone niye apni ja janen amader ke aktu shikhan.
ami iphone bebohar kori kintu giyeby diye.
amarta lock kora. ami ki update korte parbo tahole?