ভাওতা বাজির মাধমে আপনার symbian/android দিয়ে WiFi পাসওয়ার্ড হ্যাক করুন।(ভুয়া টিউন)



________আপনাদের সাথে আমার কোনো পরিচয় নেই।তাই গালি টালি দিয়েন না। আর দিলেও মনে মনে দিয়েন_________

মুল টিউনঃ
(আমার একটা কাহিনী বলতে বলতে টিউন পরিস্কার করব।)
একদিন আমার এক দোস্ত WiFi Radar কিনল।তারপর বহু কষ্টেও ওর পাসওয়ার্ড টা নিতে পারলাম না। ওর কাছে চাইতাম কিন্তু ফাকি দিয়া কথা ঘুরাইয়া দিত।তখন আমার মাথা ব্যাথা শুরু করল।কেমনে যে ওর পাসওয়ার্ড টা পাই???
একদিন হাতাইতে হাতাইতে পাইলাম WeFi নামের একটা সফটওয়্যার তারপর দেখলাম যে এইটার মাধ্যমে Save করা WiFi এর পাসওয়ার্ড দেখা যায়। আর কি সাথে সাথে আমার বন্ধুর বাসায় গেলাম আর বললাম দোস্ত আমি একটু skype তে ডুকমু আমার Upleader এর সাথে কথা বলতে হবে তখন ও বললো আচ্ছা আমার PC দিয়া ডোক আমি বললাম না দোস্ত আবার পাসওয়ার্ড বহাও আবার লগ ইন তার চেয়ে তুই আমাকে না দেখাইয়া তর WiFi পাসওয়ার্ড টা Type কইরা save কইরা দে then আমি তর সামনে কথা বলার পর access point ডিলিট কইরা দিস।

ok?
ও বললোঃ আচ্ছা ok।
তার পর আর কি?
skype তে কথা বলার ফাকে WeFi use কইরা WiFi পাসওয়ার্ড হ্যাক কইরা ফেললাম।

ডাউনলোডঃ

          Symbian s60v5: DOWNLOAD
          symbian s60v3: DOWNLOAD
          Download from NOKIA STORE
          Android :Download Link(আমার android নাই তাই Direct Link দিতে পারলাম না)

     (Download Link a s60v3 s60v5 উলট পালট কইরা ফেলাইসি তাই দয়া কইরা ২ টাই Download কইরা দেইখেন)

বিস্তারিতঃ

   সফটওয়্যার টি intall করার পর ওপেন করুন>

তারপর ২-৪ বার Right Click করুন>


তারপর আপনার ব্যাবহৃত Connection এর নাম আছে।(দেখুন) আছে না?
শান্তি !! শান্তি !! শান্তি !!
এরপর শুধু connection এর select kye চাপুন আর দেখুন আপনার বহু আকাঙ্খিত PASSWORD>


আমার ২ বন্ধুর Password দেখেন>

 NOTE: আর হ্যা WEP connection এর বেলায় পাসওয়ার্ড ভুল দেখায়।
আমার guitar teacher এর কয়েকটি ভিডিও দেখুনঃ

Habib dukkho bilas guitar cover BY H@BIB(♥BEST♥)

Ei bristy veja rate by artcell & guitar cover by HABIB.mp4

It's my Life(Bon Jovi) guitar cover by HABIB.mp4

Summer of 69(Brayan adams) guitar cover by HABIB.mp4

Poth chola(artcell) intro Guitar cover By HABIB.mp4

 

 

Level 2

আমি Nayeem ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 382 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

what?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂 ধইন্যা দিলাম দশ মন 😛

ভাল লাগলো 🙂

পিসি এর জন্য সফটওয়্যার টা আছে

আমার সিম্বিয়ান/এন্ড্রোয়েড কোনটাই নাই । তাও যাচাই করে দেখলাম কেমন লেখেন । ভালোই লিখেছেন ।

osadharon tune hoice :p

ভাই,আমার বাসার পাশে একটা সাইবার ক্যাফের দোকান দিছে।ঐ দোকানে কিউবির 1এমবি প্যাকেজ ওয়াইফাই হটস্পট এর মাধ্যমে চারটা পিসিতে চালাই।আমার এনড্রয়েড থেকে Wifi পাই কিন্তু পাসওয়ার্ড খোঁজে।কি করব?ক্যাফের পিসিতে কীলগার ইউস করলে কি কাজ হবে?

    @কাইফ আমিন:new idea!! Get idea … Idea 3G… apnar mail address den. Ami apnake akta system bolbo jei system a apni oi cyber cafe er net connected j kono PC theke sohojei wifi password dekte paben…key logger use korle problem hoite pare…. R korle o prob nai…

nayim vai ki annonimous hacker er group e ?

আগে বলেন কেন?

Level 2

আসসালামু আলাইকুম ভাই, আমার অফিসের পাশে একটা সাইবার ক্যাফের দোকান আছে।ঐ দোকানে কিউবির 1এমবি প্যাকেজ ওয়াইফাই আছে। আমার nokia x6 থেকে Wifi পাই কিন্তু পাসওয়ার্ড পাই না। ।কি করব? আমার মেইল [email protected]

আসসালামু আলাইকুম @ নাইম ভাই, আমার nokia n96 থেকে Wifi পাই কিন্তু পাসওয়ার্ড পাই না। ।কি করব? আমার মেইল [email protected], plz পারলে হেল্প করুন।

ভুয়া কোনো কাজ হয় না।আমি এন্ডরোয়েড ফোন ব্যাবহার করি এবং সফটওয়্যার ও ডাউনলোড করছি।কোন পাসওয়ার্ড পাওয়া যায় নি এখন পর্যন্ত।

    @akbarhossainjoy: আমার পুরো টিউনটিতো ভাই আপনি পরেন নি। আর পরলেও কিছুই বুঝেন নাই। 🙁 বুঝলে এই কথা বলতে পারতেন না। 🙁

Level 0

bro I use NOkia E5 , i get wifi conection b8 i don”t get its pasword .plz help me. ur Symbian s60v5: and symbian s60v link is not working . plz bro refersh it . thank you bro

    @sanyda: Link is working…try it again… আর টিউনটা মনযোগ দিয়ে আবার পড়েন।

vai apni j ama re bolsen puranO tiungulO porte oita amar dorkar nai r apni j tiun korsen oi tiuner uddeshe ami comment likhlam.so pagoler moto kotha bolben na.jodi tahole amaje bujei a bolben.kotha ta jeno mon a thak a @nayem.

    @akbarhossainjoy: আপনাকে আমার বলার কিছুই নাই ভাই। আপনি মানসিক রোগী বুজতে পারছি। 🙂 ta ta bye bye…. :p

ভাই আপনি পাগল নাকি? আমি তো মান্সিক রোগী না,মনে হয় আপনি নিজেয় মানসিক রোগী।আর আপনে যে আমাকে মানসিক রোগী বলছেন তার কারণ টা কি????? পাগল@নাঈম।