________আপনাদের সাথে আমার কোনো পরিচয় নেই।তাই গালি টালি দিয়েন না। আর দিলেও মনে মনে দিয়েন_________ মুল টিউনঃ (আমার একটা কাহিনী বলতে বলতে টিউন পরিস্কার করব।) একদিন আমার এক দোস্ত WiFi Radar কিনল।তারপর বহু কষ্টেও ওর পাসওয়ার্ড টা নিতে পারলাম না। ওর কাছে চাইতাম কিন্তু ফাকি দিয়া কথা ঘুরাইয়া দিত।তখন আমার মাথা ব্যাথা শুরু করল।কেমনে যে ওর পাসওয়ার্ড টা পাই??? একদিন হাতাইতে হাতাইতে পাইলাম WeFi নামের একটা সফটওয়্যার তারপর দেখলাম যে এইটার মাধ্যমে Save করা WiFi এর পাসওয়ার্ড দেখা যায়। আর কি সাথে সাথে আমার বন্ধুর বাসায় গেলাম আর বললাম দোস্ত আমি একটু skype তে ডুকমু আমার Upleader এর সাথে কথা বলতে হবে তখন ও বললো আচ্ছা আমার PC দিয়া ডোক আমি বললাম না দোস্ত আবার পাসওয়ার্ড বহাও আবার লগ ইন তার চেয়ে তুই আমাকে না দেখাইয়া তর WiFi পাসওয়ার্ড টা Type কইরা save কইরা দে then আমি তর সামনে কথা বলার পর access point ডিলিট কইরা দিস। ok? ও বললোঃ আচ্ছা ok। তার পর আর কি? skype তে কথা বলার ফাকে WeFi use কইরা WiFi পাসওয়ার্ড হ্যাক কইরা ফেললাম। ডাউনলোডঃ Symbian s60v5: DOWNLOAD symbian s60v3: DOWNLOAD Download from NOKIA STORE Android :Download Link(আমার android নাই তাই Direct Link দিতে পারলাম না) (Download Link a s60v3 s60v5 উলট পালট কইরা ফেলাইসি তাই দয়া কইরা ২ টাই Download কইরা দেইখেন) বিস্তারিতঃ সফটওয়্যার টি intall করার পর ওপেন করুন> তারপর ২-৪ বার Right Click করুন> তারপর আপনার ব্যাবহৃত Connection এর নাম আছে।(দেখুন) আছে না? শান্তি !! শান্তি !! শান্তি !! এরপর শুধু connection এর select kye চাপুন আর দেখুন আপনার বহু আকাঙ্খিত PASSWORD> আমার ২ বন্ধুর Password দেখেন> NOTE: আর হ্যা WEP connection এর বেলায় পাসওয়ার্ড ভুল দেখায়। আমার guitar teacher এর কয়েকটি ভিডিও দেখুনঃ
আমি Nayeem ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 382 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
what?
🙂 ধইন্যা দিলাম দশ মন 😛