আস্সালামু আলাইকুম। আপনারা অনেকই হয়ত জানেন তবুও নুতন BLACKBERRY USER দের জন্য আমার এই কষ্টসাধ্য লেখা । আমি নতুন টিউনার তাই কোন ভুল হলে অবশ্যই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন।
আমার টিউনে কি কি আছে
ধাপ ১- আপনার প্রিয় BLACKBERRY সেটটিতে বাংলা ফ্রন্ট সাপোর্টেড করা।
ধাপ ২- যেভাবে আপনার সেটে বাংলা লিখবেন।
বিঃ দ্রঃ আপনার সেটের OS কমপক্ষে ৬.০ হতে হবে।
আপনার যা যা প্রয়োজন হবে
১। Blackberry Desktop Manager 6.1 or higher
২। East Asian Language supported Blackberry OS 6.0 or higher
৩। কিছু সাধারণ জ্ঞান ও সাহস।
ধাপ ১
আপনার সেটটি ক্রয়ের সময় যদি BB desktop manger পেয়ে থাকেন তবে আপনার PC তে ইনস্টল করূন। না থাকলে নিচের link থেকে নামিয়ে install করুন
এবার আপনার সেট PC তে কানেক্ট করুন। কানেক্ট সম্পূর্ণ হলে নিচের মত window আসবে
উপরের চিত্র থেকে OS version দেখে নিন। এবার applications বাটনে ক্লিক করেন।
applications menu থেকে East Asian Characters and Font Support বের করে (+) বাটনে ক্লিক করেন।
এবার "Indic Characters and Font Support" আইটেমের (+) বাটনে চাপ দেন।
এবার apply বাটনে চাপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন । যতক্ষণ না সেট reboot হচ্ছে ততক্ষণ সেট ডিসকানেক্ট করবেন না।
reboot হলে সেট ডিসকানেক্টেড করুন এবং সেটের browser দিয়ে যে কোন বাংলা সাইট ভিজিট করেন।
NOTE: কেউ যদি East Asian Characters and Font Support এবং "Indic Characters and Font Support" খুজে না পান তবে আপনার বর্তমান OS East Asian Language supported নয়। তাই আপনার সেটের OS আপডেট দিতে হবে। এ সম্পর্কে আমি আরও একটি টিউন করতে পারি যদি আপনারা চান।
ধাপ ২
আমাদের প্রথম কাজ শেষ। কিন্তু BB তে বাংলা লেখা যাবেনা । এর জন্য ৩য় পক্ষের app install করতে হবে।
১। প্রথমে আপনার সেটের app world চালু করেন।
২। search box এ phonetic bangla writer লিখে সার্চ দিন
৩। phonetic bangla writer ইনস্টল করুন।
৪। এবার app টা চালিয়ে প্রথম বক্সে অভ্র স্টাইলে বাংলা লেখেন । নিচের বক্সে বাংলা লেখা হবে । যা কপি পেস্ট করে যে কোন জায়গায় ব্যবহার করা যাবে
এখন থেকে আপনার সেটেই দেখুন আর লিখুন আপনার আমার সবার প্রিয় বাংলা ভাষা।
কারও কিছু জানার থাকলে জানাবেন আর আপনারাও কিছু জানা থাকলে দয়া করে টিউন করবেন। কারণ BLACKBERRY সম্পর্কে আমার জ্ঞান খুব কম।
এত কষ্ট করে আমার টিউনটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a student. Love technology.
Tnx