Qt নিয়ে আমি এর আগেও একটি টিউন করেছিলাম এবং সেই টিউনে অনেকেই অভিযোগ করেছেন যে, আমার দেয়া সল্যুশনে তাদের মোবাইলে এখনো Qt সমস্যার সমাধান করতে পারেননি। এটি অবশ্যই দুঃখের বিষয়। যাহোক। অনেকেই এরকম অভিযোগ জানানোর পর আমি Qt নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু বেশিরভাগই কাজে লাগাতে পারিনি। এর প্রধান কারণ আমি আমার ফোনে CFW ব্যবহার করছিলাম।
যারা Qt নিয়ে আমার আগের টিউনটি মিস করেছেন অথবা যারা এখনো জানেননা Qt খায় না মাথায় দেয় তারা এখানে ক্লিক করুন
১। নরমাল ফোন ব্যবহারকারীদের জন্য (যারা তাদের ফোন হ্যাক করেননি) ২। হ্যাকড ফোন ব্যবহারকারীদের জন্য ৩। CFW ব্যবহারকারীদের জন্য
যারা এখনো তাদের ফোন হ্যাক করেননি বা সার্টিফিকেট দিয়ে সাইন করে এখনো সফটওয়্যারগুলি ইন্সটল করছেন তাদের জন্য Qt কোন সমস্যা নয়। অর্থাৎ আপনার ফোন যদি আনহ্যাকড হয় তাহলে-
Cracked বা আনসাইনড সফট ব্যবহার করার জন্য হ্যাক করতেই হবে। তাই ৮০% লোকই তাদের ফোন হ্যাক করেন। কিন্তু আসল সমস্যা Qt নিয়ে। কারণ হ্যাক করা ফোনে Qt ইন্সটল হয় না। তাই Qt বেসড অনেক ভাল ভাল এপ্লিকেশনগুলি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়। হ্যাকড ফোনে Qt ইন্সটল করার ফলপ্রসু কোন সমাধান পাওয়া যায় নি। তাই হ্যাকড ফোনে Qt ইনস্টল করার জন্য একটু ঝামেলা পোহাতে হবে। আপনার জন্য করনীয়-
আমি আগেই বলেছি যারা একবার তাদের ফোনে CFW ব্যবহার করেছেন তারা পরবর্তীতে আর OFW তে ফিরে যাননি। আমিও এই দলে আছি। অন্য সবকিছুতে ঠিক থাকলেও CFW ব্যবহারকারীদের প্রধান সমস্যা Qt নিয়ে। তাই CFW ব্যবহারকারীদেরকে Qt এপ্লিকেশন ব্যবহার করার জন্য হয় OFW তে ফিরে যেতে হয় নাহলে অন্য CFW (যেগুলি Qt সমস্যা ফিক্স করেছে) ব্যবহার করতে হয়। তবে বেশিরভাগ CFW ই Qt সমস্যা ফিক্স করে না ফলে বিপাকে পড়তে হয় সাধারণ ব্যবহাকারীদের। যাহোক CFW ব্যবহারকারীদেরকে এক্ষেত্রে আমার একটা পরামর্শ আপনারা বর্তমান অর্থাৎ যেটাতে Qt সমস্যা করে সেটি পরিবর্তন করুন। এক্ষেত্রে আপনারা Photon ফার্মওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি খুবই ভাল একটি ফার্মওয়্যার এবং এর সদ্য রিলিজ হওয়া বর্তমান ভার্সনটিতে Qt কোন প্রকার সমস্যা করে না। Photon এর সবচেয়ে লেটেস্ট ভার্সন পেতে নিচের টিউনটি দেখুন
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
for QT,Pythone and QT+PYTHONE BASE software go
wwwfree-symbianeu