সিমবিয়ান ব্যবহারকারীদের Qt সমস্যার হট সল্যুসন!

Qt নিয়ে আমি এর আগেও একটি টিউন করেছিলাম এবং সেই টিউনে অনেকেই অভিযোগ করেছেন যে, আমার দেয়া সল্যুশনে তাদের মোবাইলে এখনো Qt সমস্যার সমাধান করতে পারেননি। এটি অবশ্যই দুঃখের বিষয়। যাহোক। অনেকেই এরকম অভিযোগ জানানোর পর আমি Qt নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু বেশিরভাগই কাজে লাগাতে পারিনি। এর প্রধান কারণ আমি আমার ফোনে CFW ব্যবহার করছিলাম।

যারা Qt নিয়ে আমার আগের টিউনটি মিস করেছেন অথবা যারা এখনো জানেননা Qt খায় না মাথায় দেয় তারা এখানে ক্লিক করুন

আজকে আমি Qt সমস্যার সমাধানটি ৩টি ভাগে ভাগ করেছিঃ

১। নরমাল ফোন ব্যবহারকারীদের জন্য (যারা তাদের ফোন হ্যাক করেননি) ২। হ্যাকড ফোন ব্যবহারকারীদের জন্য ৩। CFW ব্যবহারকারীদের জন্য

১। নরমাল ফোন ব্যবহারকারীদের জন্য (যারা তাদের ফোন হ্যাক করেননি)

যারা এখনো তাদের ফোন হ্যাক করেননি বা সার্টিফিকেট দিয়ে সাইন করে এখনো সফটওয়্যারগুলি ইন্সটল করছেন তাদের জন্য Qt কোন সমস্যা নয়। অর্থাৎ আপনার ফোন যদি আনহ্যাকড হয় তাহলে-

  • (ক) প্রথমে নিশ্চিত হউন আপনার ফোনের ইন্টারনেট কানেকশনের 15MB ডাটা ব্যালেন্স আছে কিনা। না থাকলে নতুন প্যাকেজ নিন।
  • (খ) OVI/NOKIA ষ্টোর এ যান অথবা নেট থেকে যেকোন একটি Qt বেসড সফটওয়্যার ডাউনলোড করুন
  • (গ) NOKIA ষ্টোর থেকে এমন একটি এপ্লিকেশন খুজে বের করুন (যেমনঃ Talking Cat, Anti-Mosquito) যেগুলি ডাউনলোডের সময় "This item may require a one-time download of components as large as 13MB. Use of Wi-Fi is recommended." ম্যাসেজ দেখায়। অথবা নেট থেকে ডাউনলোডকৃত Qt বেসড সফটওয়্যারটি ইনস্টল করুন।

  • (ঘ) সফটওয়্যারটি ডাউনলোড/ইনস্টল করুন। ইনস্টল হওয়ার একসময় ৮ MB এর মত কিছু কমপোনেন্ট ডাউনলোড করতে চাইবে। OK/YES করুন।
  • (ঙ) ডাউনলোড শেষে কমপোনেন্টগুলি ইনস্টল শুরু হবে এবং NOKIA ষ্টোর / নেট থেকে ডাউনলোডকৃত এপ্লিকেশনটিও ইন্সটল হবে।
  • (চ) Applications ফোল্ডার থেকে ইন্সটলকৃত এপসটি এখন আপনি চালু করতে পারবেন।
  • (ছ) ব্যাস ! এখন থেকে আপনি অন্য যেকোন Qt বেসড সফটওয়্যার ইনস্টল করতে পারবেন তবে পরবর্তীতে আর ৮ MB র মত ডাটা ডাউনলোড হবে না।

২। হ্যাকড ফোন ব্যবহারকারীদের জন্য

Cracked বা আনসাইনড সফট ব্যবহার করার জন্য হ্যাক করতেই হবে। তাই ৮০% লোকই তাদের ফোন হ্যাক করেন। কিন্তু আসল সমস্যা Qt নিয়ে। কারণ হ্যাক করা ফোনে Qt ইন্সটল হয় না। তাই Qt বেসড অনেক ভাল ভাল এপ্লিকেশনগুলি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়। হ্যাকড ফোনে Qt ইন্সটল করার ফলপ্রসু কোন সমাধান পাওয়া যায় নি। তাই হ্যাকড ফোনে Qt ইনস্টল করার জন্য একটু ঝামেলা পোহাতে হবে। আপনার জন্য করনীয়-

  • (ক) প্রথমে আপনার ফোনকে হার্ড রিসেটের মাধ্যমে রিষ্টোর করে নিন অর্থাৎ আনহ্যাকড করে নিন। হার্ড রিসেট করার জন্য ফোনে *#7370# চেপে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
  • (খ) ফোনটি সফলভাবে রিস্টোর হয়ে গেলে- ১ নং আনহ্যাকড ফোনের পদ্ধতির (ক) থেকে (ঙ) পর্যন্ত অনুসরণ করুন।
  • (গ) এখন আপনার ফোনে যেকোন Qt বেসড এপ্লিকেশন ইন্সটল হবে কিন্তু Cracked করা বা আনসাইনড এপ্লিকেশন ইন্সট্ল করা যাবেনা।
  • (ঘ) পূণরায় আপনার ফোনটি হ্যাক করুন।
  • (ঙ) এখন আপনি আপনার ফোনে যেকোন Qt বেসড ইনস্টল করার পাশাপাশি Cracked কিংবা আনসাইনড এপ্লিকেশনও ইন্সটল করতে পারবেন

৩। CFW ব্যবহারকারীদের জন্য

আমি আগেই বলেছি যারা একবার তাদের ফোনে CFW ব্যবহার করেছেন তারা পরবর্তীতে আর OFW তে ফিরে যাননি। আমিও এই দলে আছি। অন্য সবকিছুতে ঠিক থাকলেও CFW ব্যবহারকারীদের প্রধান সমস্যা Qt নিয়ে। তাই CFW ব্যবহারকারীদেরকে Qt এপ্লিকেশন ব্যবহার করার জন্য হয় OFW তে ফিরে যেতে হয় নাহলে অন্য CFW (যেগুলি Qt সমস্যা ফিক্স করেছে) ব্যবহার করতে হয়। তবে বেশিরভাগ CFW ই Qt সমস্যা ফিক্স করে না ফলে বিপাকে পড়তে হয় সাধারণ ব্যবহাকারীদের। যাহোক CFW ব্যবহারকারীদেরকে এক্ষেত্রে আমার একটা পরামর্শ আপনারা বর্তমান অর্থাৎ যেটাতে Qt সমস্যা করে সেটি পরিবর্তন করুন। এক্ষেত্রে আপনারা Photon ফার্মওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি খুবই ভাল একটি ফার্মওয়্যার এবং এর সদ্য রিলিজ হওয়া বর্তমান ভার্সনটিতে Qt কোন প্রকার সমস্যা করে না। Photon এর সবচেয়ে লেটেস্ট ভার্সন পেতে নিচের টিউনটি দেখুন

ডাউনলোড করে নিন অসাধারণ The Fastest Firmware “Photon C6-06″

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

for QT,Pythone and QT+PYTHONE BASE software go wwwfree-symbianeu

    @মোঃ আল-আমিন: টেকটিউনস নীতিমালা মেনে মন্তব্য করুন- ২.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

hmmm
Qt i bro somossa sensor na thaka hand set a.
Jemon S60v3 er sob handset.
Jara s60v3 use kore tara eikhan theke qt er full verson namite pagen.
Haced Phone

@TT ANGEL: COMINT A LINK BEBOHAR KI USIT?

Level 2

Vi Ami Nokia E7-00 use kori, Ami Microsoft Lync 2010 install korsi but gmail account configure korte parsina, Interner and external server address ki dibo bujhte parsina, jodi jana thake please help koren……. waiting for your comments. thanks a lot

Level 2

pop.gmail.com & smtp.gmail.com ata microsoft outlook a kaj kore but microsoft lync a kaj korena

@সাইফুল ইসলাম boss, Qt based soft to paccina. konta? aktu name bole help koren na!!!

baia qt ki amar E65,6120c, ba N73 ta support korba??

@সাইফুল ইসলাম boss, ami akon mobi te nokia store theke Qt based sot dwnld korte chaccilam and apnar kota moto anti mosq… tao payci bt……..ota j 1 euro!!!!
bd’r gorib pula amra. ki kortam? h…………eeeeeeeeeeeeeeeeeee………….lllllll…………pppp

    @সর্বদা FresH: :O বলেন কি? এটাতো ফ্রি ছিল। আমি নিজেই ফ্রি ডাউনলোড করছি। আচ্ছা যা হোক আপনি তাইলে Tom cat বা অন্য যাই পান কুত্তা, টিয়া যেকোন একটা পাইলেই হবে।

baia help….

baia amarta ans den plz

baia apnar bari kothai

সাইফুল ইসলাম boss, soft to onek ace bt kemne bujbo konta Qt??/ ami j biraaaaaaat be-kub!!

    @সর্বদা FresH: জ্বি মিথ্যা বলেন নাই। আপনি আসলেই বেকুব। আপনি মনেহয় টিউন ঠিকমত পড়েনই নাই।

    (গ) NOKIA ষ্টোর থেকে এমন একটি এপ্লিকেশন খুজে বের করুন যেগুলি ডাউনলোডের সময় “This item may require a one-time download of components as large as 13MB. Use of Wi-Fi is recommended.” ম্যাসেজ দেখায়।

assa boss, ami jdi pc te net theke anti mosq…/talking cat dwnld kore mobi te install kori, hobe? amr nokia 5320 unhacked. hack korte pariny.apnr sob hack tune porao pari ny

apnaka ami bollam ki,apna amaka bollen ki,,?

নকিয়া C5-00 আর 5320/5233 এদুটা ফোনে আমি হ্যাক ছাড়াই শুধু Qt.sis আর QtWebKit.sis লাগিয়ে যেকোন কিউট বেজড অ্যাপ চালাতে পেরেছি। একেবারে নতুন ফোন আরকি, হ্যাক করা লাগেনি। আমি আসলে পিসি থেকে কিউট ক্রিয়েটর দিয়ে সফটওয়্যার তৈরী করে মোবাইলে চালানোর কাজ করছিলাম। এখন বুঝলাম সার্টিফিকেট ছাড়া সফটওয়্যার ইন্সটল করতে গেলে হ্যাক করতে হবে।

ধন্যবাদ তথ্যটি জানানোয়। আচ্ছা একটা জিনিস সাজেস্ট করেন। এখন নকিয়া আশা ৩০৩ (সিরিজ৪০) ফোন নাকি সিম্বিয়ান ই-সিরিজ/লুমিয়া/500 এগুলা কেনাটা ভাল হবে? নাকি অ্যানড্রয়েড চলবে? আসলে আমি একটা স্মার্টফোন চাচ্ছিলাম। সিম্বিয়ান হলে সুবিধা যেটা সেটা হল আমি নিজেই সফটওয়্যার তৈরী করে মোবাইলে চালাতে পারতাম।

অফটপিক করে থাকলে দুঃখিত। পরীমডুকে অগ্রীম ধন্যবাদ। 🙂

    @মিনহাজুল হক শাওন: যদি কিউটির এপ্লিকেশন চালাতে চান তাহলে আপনার সিম্বিয়ানই প্রয়োজন। তানাহলে আমার পরামর্শ হিসেবে আপনি এন্ড্রয়েটই নিতে পারেন। কারণ সিম্বিয়ানে ডেভলপাররা এপ্লিকেশন খুবই কম তৈরী করেন। অন্যদিকে এন্ড্রয়েটের এপ্লিকেশনগুলি তৈরী খুব কঠিন না তাই অনেক এপ্লিকেশন পাবেন ব্যবহার করার জন্য। 🙂

Baia qt link den

    @নাজমুল ফেনি: NOKIA ষ্টোর থেকে এমন একটি এপ্লিকেশন খুজে বের করুন যেগুলি ডাউনলোডের সময় “This item may require a one-time download of components as large as 13MB. Use of Wi-Fi is recommended.” ম্যাসেজ দেখায়। এগুলি ইন্সটল করলেই কিউটি ইন্সটল হবে।

Level 0

@saiful vai : vai aapnar tunes gula etotai sundor hoy j praise korar vasha nai. ami apnar tune gula regular pori. ei tune ta nea ektu problem hoise. amar cell nokia C5-03. ami Qt r 4.7.3 version 1bar cell e install kori. seta phone memory te install hoy but Qt app. chole nai. amar cell hack kora. tai apner ei tune follow kori. but hard reset dite gele lock code chay. eta ki hobe? ami kokhono kono passward amar cell e dei nai. r amar phone memory te j Qt v. 4.7.3 install disi ta konovabei uninstall hosse na. vai pls….. help me……… apner moto expert e amake help korte parbe. 1ta request korte chai. apnar cell no. ta ki amake mail kora jabe? amar mail adress hosse : [email protected].

    @hira: আপনার ফোনের পাসওয়ার্ড যদি আপনি কখনো পরিবর্তন না করে থাকেন তাহলে যখন পাসওয়ার্ড চাইবে তখন 12345 বা 1234 দিয়ে দেখতে পারেন।

Level 0

apnar buddhi kaje lagse. thanks a lot . vai ami motion sensor game khelte parina amar s60v5 cell e. ki korbo bolben ki?

Level 0

আমি nokia C5-03 ব্যাবহার করি।Qt ঠিকমতই install করতে পেরেছি কিন্তু আমি Qt মেমোরি কার্ডে install করলেও ১০ এমবি এর মত ফাইল(Qt.sis and Qt webkit) ফোন মেমোরিতে install হয়ে যায়।আমার ফোন মেমোরিতে জায়গা কম থাকায় টা সমস্যার সৃষ্টি করছে।Qt কি শুধুমাত্র মেমোরি কার্ডে install করার কোন পদ্ধতি আছে?

    @nucleus: না ভাইয়া Qt ফোন মেমোরীতেই ডিফল্টভাবে ইনস্টল হয় তবে নেটে মেমোরী কার্ডে ইন্সটল হবে এরকম Qt পাওয়া যায় কিন্তু সমস্যা হল ইন্সটল নাও নিতে পারে।

Level 0

ধন্যবাদ ভাই ।জটিল টিউন ।পরব র্তি টিউন এর অপেক্ষা আছি ।

Level 0

@সাইফুল ইসলাম amar e63 te aktu somossa hoase kono theme use korte parsi na ami amake plz aktu hel koren

Saiful bhaia, ami techtunes e akebare notun. 4-5 din holo ai blog er khuj pai. ai ko’dinher moddo ja dekhlam ta holo apni onek profetional tuner. Jai houk, r akta kotha ami ai bloge registration kori sudhumatro apnar ai tuneta dheke abong atate akta comment korar jonno. because qt apps my fabourite apps. But ami onek din dhore ai apps gulo nia problem face korchi. ami Nokia C5-03 use kori. apnar tune motho ami apnar ager deya qt tune theke unhacked (note: my phone is unhacked) software ti download khorlam but ati install hosse na (expanded certifyd dhekacche). Na ki firstly apps gulo install korbo but ababeo hosse na. So what can I do now. Pls help me. Note: software is downloaded in memory card.

Saiful bhaia, Please, Please , Please help me about qt apps. I m in great trouble with it. My problem is I use a Nokia C5-03 and I had download a qt software from your previous qt tunes. But it is’nt installing only showing that Expired Certified. So what can I do now Please tell me.

Level 0

Dear, brother Nokia 6220& N 72 for any one..?