এই tutorial টি এর আগে এই site এ share করেছি।
নিচের screenshot দুটি দেখুন....
আমার ফোনে কোন message বা miss call আসলে এভাবেই আমার ফোনে আমাকে 'Boss' বলে ডাকে।
আপনারা কি চান আপনার notification ও এভাবে আসুক...??
For s60v3..., but s60v5 user also can try....:)
Here We Go...
যা যা লাগবে=
১. Hacked ফোন (python must be installed)
২. xplore
৩. mobihex
৪. আপনার বুদ্ধি এবং ধৈর্য....
For landscape phone click Here
কার্য প্রণালী....
১. xplore দিয়ে z/ resources ফোল্ডার থেকে Aknnotpi.ro1 ফাইল টি E/ drive এ copy করুন।
২. এবার 6 চাপুন (E/ তে copy করা ফাইল) । যেগুলা tick দেয়া থাকবে সেগুলা untick করুন।
৩. এবার mobihex নামের software টি open করুন। এবং E ড্রাইভ এ থেকে ফাইল টি এটার দ্বারা select করুন। select করলে এমন চিত্র আসবে...
৪. এবার 5 চেপে ধরে রাখুন। এরকম page আসবে।
৫. এবার 1 new message লেখা ফাইল টিকে select করুন।
যদি letter বুঝতে না পারেন তাহলে একটু নিচে গিয়ে একটা একটা করে select করুন। একসময় আপনি 1 new message লিখা box দেখতে পাবেন।
৬. তার পর সেটা আপনার পছন্দ মত এডিট করুন। যেমন, shishir you have 1 new Message. edit করা হলে ok করুন।
৭. এবং পড়ের ফাইল টি select করুন। এটা হবে %N new message. এটাকেও এভাবে edit করুন, shishir you have %N new message. %N delete মারবেন না কিন্তু। ok করুন।
৮. এভাবে পড়ে পাবেন 1 missed call এবং %N missed calls. ৭ নম্বরের নিয়মে এটাও এডিট করুন।
৯. এবার back করে exit করুন। এখন ওই edit করা ফাইল টি কে c/resources ফোল্ডারে copy করুন। ফোন restart দিন।
এবার কোন ফোন থেকে আপনার ফোনে miss call বা sms দিন এবং দেখুন।
Techtunes এ এটা আমার দ্বিতীয় post. আমার post গুলা হবে একটু জটিল কিন্তু মজার। আমি phone থেকে পোস্ট লিখি তাই ভুল হলে ক্ষমা করবেন। কেমন লাগলো তা জানাবেন please.....
ধন্যবাদ।
আমি FH শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂 অনেক সুন্দর হয়েছে টিউনটি। মোবাইল থেকে লেখেন জেনে অনেক খুশি হলাম নিয়মিত টিউন চাই টেকটিউনস এ।
আর এক সময়ে ট্রাই করে দেখবো।