মোবাইলের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ ওয়েব এপ্লিকেশন

প্রতিদিন ডেস্কটপে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি মোবাইলেও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। আর যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আমি পাঁচটি ওয়েব এপ্লিকেশন আমার আজকের টিউনে উপস্থাপন করেছি। নিচে তা দেওয়া হল:

Gmail Java Applications for mobiles:

এটি একটি জাভা ভিত্তিক মোবাইল এপ্লিকেশন। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি ই-মেইল পড়তে ও ই-মেইলের উত্তর দিতে পারবেন। আপনি আরো দেখতে ও খুলতে পারবেন attachments। এছাড়া যোগ করতে পারবেন photos, Microsoft Word documents, and PDF files।

Shozu:

Shozu এর মাধ্যমে আপনি জনপ্রিয় ইউটিউব ভিডিও দেখতে পারবেন যদি আপনার হ্যান্ড সেটটি Symbian S60 powered handset হয়ে থাকে। আপনি এটির মাধ্যমে ছবি আপলোডও করতে পারবেন।

Google Maps for mobiles:

এটি একটি জাভাভিত্তিক ওয়েব এপ্লিকেশন। এটি প্রথম প্রকাশ পেয়েছিল ২০০৬ সালের ডিসেম্বরে। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি পেতে পারেন real time traffic, directions সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং আপনার কাঙ্খিত স্থানগুলো খুঁজে পেতে পারেন।

Fring:

এটি হল ফ্রী মোবাইল VOIP সফটওয়্যার। এটির সাহায্যে আপনি যেমন অন্য মোবাইলের কারো সাথে কথা বলতে পারবেন তেমনি পিসি ভিত্তিক সার্ভিসসমূহ যেমন: Skype, MSN Messenger, ICQ, Google Talk, SIP  এবং Twitter এ কথা বলতে পারবেন।

Opera Mini:

এটি মোবাইলের জন্য অসাধারণ একটি ওয়েব ব্রাউজার। এটির মাধ্যমে আপনি আপনার মোবাইলে খুব সাচ্ছন্দে ইন্টারনেট সারফিং করতে পারবেন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস