গ্রামীনফোন ক্রিস্টাল এর ব্যবহার করেন এমন গ্রাহক কম নয়। তবে এর Version অনেক পুরনো । এই হ্যান্ডসেটটির Original নাম Huawei U8500 ideos2 ।আমি অনেক দিন ধরে এটি নিয়ে ঘাঁটা ঘাটি করছিলাম।কিন্তু সকল ফোরাম এ গিয়ে দেখি অনেক সমস্যা আসে rom গুলোতে যেমন কল করলে বিপরীত পাশে কোন সাউন্ড শোনা যায় না,এফ এম রেডিও কাজ করে না,Force Close, Apps Crash করা ইত্যাদি।কিন্ত অবশেষে পেলাম CyanogenMod 7.2 by $aNek011 রম। কিন্ত অনেক দিন ইউস করার পর এটাও ভাল লাগলো না। শুরু হল আবার খুজাখুজি। অবশেষে পেলাম OptimusXperia রম। এটাতে তেমন কন প্রব্লেম নাই তবে আমি আগেই বলে নেই যারা মোবাইল কে মডেম হিসেবে ইউস করেন তারা Upgrade কইরেন না কারন এর Modem Driver এখন পর্যন্ত আমি পাই নাই তবে এটা USB মানে মেমরি কার্ড এ গান ও অন্যান্য ফাইল Transfer করতে পারবেন । আর Upgrade এর সময় কোন ক্ষয় ক্ষতির জন্য আমি দায়ী নই। চলুন তাহলে শুরু করা যাক......।।
লক্ষ্য করুনঃ
১। আপনার গ্রামীনফোন এর Backup Firmware করে Save করে রাখুন যাতে করে Force Upgration করে আপনার আগের firmware ফেরত যেতে পারেন যদি কন প্রব্লেম হয় তাহলে ।
যা যা লাগবেঃ
১।Unlock Root যার সাহায্যে আপনার ফোন কে root করতে হবে। যার পদ্ধতি একদম সহজ USB এর মাধ্যমে মোবাইল কে পিসি এর সাথে Connect এবং Root Button Prees করুন এবার মোবাইল Restart নিবে এখন মেনুতে দেখবেন "Superuser" নামে একটা Apps আসসে যদি না আশে তাহলে মনে করবেন Root হয় নাই তাই আবার Try করুন ।
২।[ROM] OptimusXperia 2.3.7 for Boston
পদ্ধতিঃ
১। প্রথমে আপনার মোবাইলকে Root করে নিন।
২।এবার Clockworkmod Install করতে হবে।Zip ফাইলটি Extract করুন।
৩।মোবাইল Shutdown করুন এবং Data/USB Cable দ্বারা পিসি তে Connect করুন।Vol Down Key +Call End(Red Button) +Power Key(Mobile On Button) এক সাথে চাপুন এবং Hold করুন। ড্রাইভার ইন্সটল হলে আপনার পিসিতে extract করা ফাইল থেকে clockwork-2.5.0.4recoveryENG .bat ফাইল এ ক্লিক করুন।cmd Open হলে Enter Press করুন।
৪। [ROM] OptimusXperia 2.3.7 for Boston File টি Micro $D তে সেন্ড করুন।
৫।Data/USB Cable Disconnect করে ফোন Shutdownকরুন।
৬।এবার Volume Up+ Call Key(Green Button)+ Power Key(Mobile On Button) এক সাথে চাপুন।দেখবেন ম্যাট্রিক্স এর মত কিছু একটা লোড নিবে।
৭।Install Zip From SD Card এ Click করুন।Choose Zip From SD Card এ সিলেক্ট করে জিপ ফাইলটি Select করে Complete হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন Reboot System Now এ ক্লিক করুন।
৮।ফোন স্টার্ট হলে অপেক্ষা করুন। ৫-৬ মিনিট পর স্ট্যান্ড বাই মোড এ আসবে।এবার দেখুন আপনার নতুন Android OS .
৯। Battery খুলে ২ মিনিট Wait করে আবার Mobile অন করুন আশা করি কন প্রব্লেম হবে না।
তারপরও যদি কোন প্রব্লেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুনঃ
ভাল লাগা খারাপ লাগা জানান।ভাল থাকবেন সবাই
ধন্যবাদ সবাইকে 🙂 🙂
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্ক্রিন শট এখানে দিন। মিডিয়াফায়ারে কেউ স্ক্রিনশট দেয়?
ওগুলা এনে এখানে সরাসরি দিন।