গ্রামীনফোন ক্রিস্টালকে Upgrade করে নিন ((OptimusXperia))2.3.7 Gingerbread এ!!

গ্রামীনফোন ক্রিস্টাল এর ব্যবহার করেন এমন গ্রাহক কম নয়। তবে এর  Version অনেক পুরনো । এই হ্যান্ডসেটটির  Original নাম  Huawei U8500 ideos2 ।আমি অনেক দিন ধরে এটি নিয়ে ঘাঁটা ঘাটি করছিলাম।কিন্তু সকল ফোরাম এ গিয়ে দেখি অনেক সমস্যা আসে rom গুলোতে  যেমন কল করলে বিপরীত পাশে কোন সাউন্ড শোনা যায় না,এফ এম রেডিও কাজ করে না,Force Close, Apps Crash করা ইত্যাদি।কিন্ত অবশেষে পেলাম  CyanogenMod 7.2 by $aNek011 রম। কিন্ত অনেক দিন ইউস করার পর এটাও ভাল লাগলো না। শুরু হল আবার খুজাখুজি। অবশেষে পেলাম  OptimusXperia রম। এটাতে তেমন কন প্রব্লেম নাই তবে আমি আগেই বলে নেই যারা মোবাইল কে মডেম হিসেবে ইউস করেন তারা Upgrade কইরেন না  কারন এর Modem Driver এখন পর্যন্ত আমি পাই নাই  তবে এটা USB মানে মেমরি কার্ড এ গান ও অন্যান্য ফাইল Transfer করতে পারবেন । আর Upgrade  এর সময় কোন ক্ষয় ক্ষতির জন্য আমি দায়ী নই। চলুন তাহলে শুরু করা যাক......।।

লক্ষ্য করুনঃ

১। আপনার গ্রামীনফোন এর Backup Firmware করে Save করে রাখুন যাতে করে Force Upgration করে আপনার আগের firmware ফেরত যেতে পারেন যদি কন প্রব্লেম হয় তাহলে ।

যা যা লাগবেঃ

১।Unlock Root যার সাহায্যে আপনার ফোন কে root করতে হবে। যার পদ্ধতি একদম সহজ  USB  এর মাধ্যমে মোবাইল কে পিসি এর সাথে Connect  এবং Root Button Prees করুন এবার মোবাইল Restart নিবে এখন  মেনুতে দেখবেন "Superuser" নামে একটা  Apps আসসে যদি না আশে তাহলে মনে করবেন Root  হয় নাই তাই  আবার Try করুন ।

২।[ROM] OptimusXperia 2.3.7 for Boston

৩। clockworkmod_2.5

পদ্ধতিঃ

১। প্রথমে আপনার মোবাইলকে Root করে নিন।

২।এবার Clockworkmod Install করতে হবে।Zip ফাইলটি Extract করুন।

৩।মোবাইল Shutdown করুন এবং Data/USB Cable দ্বারা পিসি তে Connect করুন।Vol Down Key +Call End(Red Button) +Power Key(Mobile On Button) এক সাথে চাপুন এবং Hold করুন। ড্রাইভার ইন্সটল হলে আপনার পিসিতে extract করা ফাইল থেকে  clockwork-2.5.0.4recoveryENG .bat  ফাইল এ ক্লিক করুন।cmd Open হলে Enter  Press করুন।

৪। [ROM] OptimusXperia 2.3.7 for Boston  File টি Micro $D তে সেন্ড করুন।

৫।Data/USB Cable Disconnect করে ফোন Shutdownকরুন।

৬।এবার Volume Up+ Call Key(Green Button)+ Power Key(Mobile On Button) এক সাথে চাপুন।দেখবেন ম্যাট্রিক্স এর মত কিছু একটা লোড নিবে।

৭।Install Zip From SD  Card এ Click করুন।Choose Zip From SD Card এ সিলেক্ট করে জিপ ফাইলটি Select করে Complete হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন Reboot System Now এ ক্লিক করুন।

৮।ফোন স্টার্ট হলে অপেক্ষা করুন। ৫-৬ মিনিট পর স্ট্যান্ড বাই মোড এ আসবে।এবার দেখুন আপনার নতুন Android OS .

৯। Battery খুলে ২ মিনিট Wait করে আবার Mobile অন করুন আশা করি কন প্রব্লেম হবে না।

 

তারপরও যদি কোন প্রব্লেম হয় তাহলে আমার সাথে  যোগাযোগ করুনঃ

((Rafi-Tithon))

ভাল লাগা খারাপ লাগা জানান।ভাল থাকবেন সবাই

 

(( Screenshot))

 

ধন্যবাদ সবাইকে 🙂 🙂

 

 

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্ক্রিন শট এখানে দিন। মিডিয়াফায়ারে কেউ স্ক্রিনশট দেয়?
ওগুলা এনে এখানে সরাসরি দিন।

    @দিহান: Bro. Media Fire a Dewa ta Easy lagsilo Ar Time Ow Kom Silo Tai Tune Shajate Gele Amr Exm a “F” Paite Hoito Oky No Problem Ami Tune A Screenshot Add Kore Dicchi Thankyou…….

আমরা তিন বন্ধু-বান্ধব মিলে আপগ্রেড করেছিলাম। কিন্তু পরে আবার ২.২ তে ফিরে আসতে বাধ্য হয়েছি। প্রথম কয়েকদিন ভালই চলে, পরে শুধু হ্যাঙ্গ করে। তবে আমরা অন্য একটা রম দিয়ে করেছিলাম। আপনারটা দিয়ে ট্রাই করব একবার। আমরা CyanogenMod7 ব্যবহার করেছিলাম। কিন্তু আপনারটা দেখছি CyanogenMod7.2। সুতরাং একবার আবার ট্রাই করতে দোষ কি?

ধন্যবাদ।

Level New

vai na bujhe amar samsung galaxy y root korechi abong sofol hoisi.kintu voi lage jobi brik hoe jai tai ami savabik obosthai fire jete cai.ami kono backup rakhi nai.root thaka obosthai ki ki prblem hote pare?janle khub kritoggo thakbo.

    @nayonb: Bro. Kono Problem Hbe Nah Tension Free Thakun Ar Backup Amr Kase Ase Jodi lage Tahole Contact Korun Thnks….

      Level New

      Rafi vai kichu mone korien na jodi ektu kosto kore amake backup ta den taile ami khub kritoggo thakbo r backup kivabe restor kore setao janie diben.amar email id holo
      [email protected]

Level 0

Thank you RAFI bhai, Post ti share korar jonno. Ami HTC HD2 Windows mobile ke ANDROID 2.2.1 version koresi. Ekhon r valo lagse na. Apner share kora new Android OS, amar mobile e support korbe ki ? Janale khushi hobo. Thanks again.

    @jabedin: Na Tobe apnr HTC HD2 Ar Jonno Amr Kase Arekti Rom Ase Jetar Version 2.3.7 Gingerbread. Jodi Lage Tahole Amr shate Contact Korun Thnx…..

Level 0

Rafi bhai, apner shathe kivabe jogajog korbo ? “Version 2.3.7 Gingerbread” amar lagbe. Pls. help koren. waiting for you, brother. Thanks again.

Level 0

FM Chole?