সিম্বিয়ান মোবাইলে pdf ফাইল পরুন আরও শক্তিশালী pdf reader দিয়ে

আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার টিউন করতে বসলাম। কথা না বারিয়ে সরাসরি টিউনে চলে যাই।

s60v3 সেটে pdf  ফাইল পরার জন্য সবাই হয় pdf+ না হয় adobe reader ব্যবহার করে। কিন্তু এই দুটো সফট দিয়ে সব ধরনের pdf ফাইল পরা যায় না। যেগুলোর সাইজ বেশি ওইগুলো ওপেন হয়না। error দেখায়। তাই আপনাদের জন্য আমি একটা ভাল pdf reader নিয়ে এলাম। আমি মাসুদ রানার বই পরি। এগুলো বেশির বাগ ই স্কেন করা। সাইজ ও বেশি হয় তাই আমি এই reader টা ব্যবহার করি। Reader টার নাম Alternet reader। নিচে স্কিনশট দিলাম

অনেক সময় ফাইল ওপেন হতে সময় নেয়। তখন অন্য কোন কমান্ড দিলে মোবাইল হ্যাঙ করতে পারে তাই কোন কিছুতে না টিপে সময় দেয়া ভাল। নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন

http://www.mediafire.com/download.php?b850svul6c6wny9

Level 0

আমি জাহিদুল কবির রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 224 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Rishad bhai, amar nokia 5233 sete install dite gele bole certificate expeird. Kivabe install dibo ?

আপনার সেট s60v5. আপনার সেট এ হবেনা. তবে আপনার সেট এর জন্য দেখতেসি. অপেক্ষা করেন.পারলে আপনার সেট টা হ্যাক করে নেন.সেট হ্যাক করতে সাইফুল ভাইয়ের টিউন গুলো দেখেন techtunes.io/mobileo/tune-id/78252

এই লিংক টা দেখেন. ডাউনলোড করে ইনস্টল দেন. http://www.4shared.com/rar/eg_eH-cI/alternatereader_s94_108_4__rel.html

এটাতো কাপড় নয় যে পরা যাবে। পড়া বানান যে জানে না তার ব্লগ লেখার অধিকার নেই।

ভূল মানুষের ই হয়. গরু ছাগলের হয় না. তবে ভূল টা ঠিক ভাবে ধরিয়ে দেয়াই ভালো মানুষের লক্ষণ. আর ভূল হইলে ব্লগ লেখার অধিকার নাই এমন কোন নিতিমালা টেকটিউনস এ নাই. এখনত এক টা টিউন অ করেন নাই আবার অধিকার নিয়ে লাফালাফি করেন কেন?.

    @rishad12345: প্রথম প্রথম অভ্র দিয়া লেখতে বানানে ভুল হতেই পারে্‌ । তাই বলে ব্লগ লেখার অধিকার নাই এট ঠিক কথা হতে পারে না ।

আমার নোকিয়া n73 তে ইন্সটল হয়েছে কিন্তু ওপেন হচ্ছেনা,কি করতে পারি?

ওপেন করতে গেলে কি উঠে একটু বলেন

Level 0

symbian anna er jonno mediafire link deoa jai? Good tune

দ্বিতীয় কমেন্ট এ যেই লিংক টা আসে ওই টা দেখেন. কাজ হইতে পারে. ধন্যবাদ