আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার টিউন করতে বসলাম। কথা না বারিয়ে সরাসরি টিউনে চলে যাই।
s60v3 সেটে pdf ফাইল পরার জন্য সবাই হয় pdf+ না হয় adobe reader ব্যবহার করে। কিন্তু এই দুটো সফট দিয়ে সব ধরনের pdf ফাইল পরা যায় না। যেগুলোর সাইজ বেশি ওইগুলো ওপেন হয়না। error দেখায়। তাই আপনাদের জন্য আমি একটা ভাল pdf reader নিয়ে এলাম। আমি মাসুদ রানার বই পরি। এগুলো বেশির বাগ ই স্কেন করা। সাইজ ও বেশি হয় তাই আমি এই reader টা ব্যবহার করি। Reader টার নাম Alternet reader। নিচে স্কিনশট দিলাম
অনেক সময় ফাইল ওপেন হতে সময় নেয়। তখন অন্য কোন কমান্ড দিলে মোবাইল হ্যাঙ করতে পারে তাই কোন কিছুতে না টিপে সময় দেয়া ভাল। নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন
আমি জাহিদুল কবির রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 224 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Rishad bhai, amar nokia 5233 sete install dite gele bole certificate expeird. Kivabe install dibo ?