আস-সালামু-আলাইকুম
সবাই ভালো আছেন তো?আমার ৬৩ নং টিউনে আপনাদের সবাইকে স্বাগতম।
আজ আপনাদের একটা মজার বিষয় শেখাবো।হয়তো অনেকেই এই বিষয়ে জানেন।তাই যারা জানেন না তাদের জন্য করছি।।আমিও কিছুদিন আগে জানতাম না।
যাদের ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে তাদের জন্য এই টিউন।
দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষ।এখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ।
আপনার কি ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে?এবং ইন্টারনেট ব্যাংকিং চালু আছে?থাকলে অনেক ভালো।কারন ইসলামি ব্যাংক এ তাদের ইন্টারনেট ব্যাংক এ নতুন সার্ভিস চালু করেছে যার নাম iRecharge.অর্থাৎ আপনি এখন থেকে ঘরে বসেই যেকোনো সময়ে যেকনো পরিমান টাকা আপনার মোবাইল এ রিচার্জ করতে পারবেন।যেকোনো নাম্বার এ।কোনো প্রকার সার্ভিস চার্জ নেই।
আসুন জেনে নিই এই সার্ভিস চালু করতে হলে কি করতে হবে।
এই সার্ভিস চালু করা অনেক সহজ এবং এর জন্য কোনো প্রকার চার্জ দিতে হয়না।সম্পুর্ন ফ্রী।
এবার দেখুন কিভাবে কি করতে হবে।
প্রথমে তাদের সাইট এ যান। ঠিকানাঃ IslamibankBD
Utilities থেকে iBBL Banking এ ক্লিক করুন।
যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে তবে লগইন করুন।আর যদি না থাকে তবে New Registration এ ক্লিক করে apply করুন।লক্ষ্য রাখবেন ,যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান তবে যা যা দরকার তা দিয়ে ইনফরমেশন প্রিন্ট করে তাদের কাছে জমা দিবেন এবং ২দিনের মধ্যে একাউন্ট চালু হয়ে যাবে।এর পর iRecharge এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।
এখন আসুন দেখে নিই কিভাবে রিচার্জ করতে হবে।
ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করার পর ছবি তে দেখানো মত iRecharge এ ক্লিক করুন।
এবার আপনার মোবাইল নাম্বার , প্যাকেজ , পিন নাম্বার , ও কত টাকা রিচার্জ করবেন তা পুরন করুন।
পুরন করা হয়ে গেলে SUBMIT এ ক্লিক করে পরের ধাপ এ চলে যান।
এবার আপনাকে Confirm করতে বলা হবে যে সব ঠিক আছে কিনা।।ঠিক থাকলে আবার SUBMIT এ ক্লিক করুন।
এবার লক্ষ্য করুন যে রিচার্জ হয়ে গেছে।১মিনিট এর মধ্যে আপনার ব্যালেন্স এ টাকা এসে যাবে।
বিঃদ্রঃ যদি কখনো এমন হয় যে টাকা রিচার্জ করেছেন,টাকা একাউন্ট থেকে কেটে নিয়েছে কিন্তু মোবাইল এ আসেনাই তবে মোবাইল কোম্পানির কল সেন্টার এ সাথে সাথে জানাবেন।
আশা করি সবাই ঠিক মত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে আমাকে বলুন।
সবাইকে ধন্যবাদ।
আস-সালামু-আলাইকুম।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
ভালো সুবিদা হলো ধন্যবাদ মুকুট ভাই