দোকানে রিচার্জ করতে যাওয়ার দিন শেষ।আপনার ব্যাংক একাউন্ট থেকে মোবাইল এর ব্যালেন্স রিচার্জ করুন কোনো প্রকার চার্জ ছাড়াই।

আস-সালামু-আলাইকুম

সবাই ভালো আছেন তো?আমার ৬৩ নং টিউনে আপনাদের সবাইকে স্বাগতম।

আজ আপনাদের একটা মজার বিষয় শেখাবো।হয়তো অনেকেই এই বিষয়ে জানেন।তাই যারা জানেন না তাদের জন্য করছি।।আমিও কিছুদিন আগে জানতাম না।

যাদের ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে তাদের জন্য এই টিউন।

দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষ।এখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ।

আপনার কি ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে?এবং ইন্টারনেট ব্যাংকিং চালু আছে?থাকলে অনেক ভালো।কারন ইসলামি ব্যাংক এ তাদের ইন্টারনেট ব্যাংক এ নতুন সার্ভিস চালু করেছে যার নাম iRecharge.অর্থাৎ আপনি এখন থেকে ঘরে বসেই যেকোনো সময়ে যেকনো পরিমান টাকা আপনার মোবাইল এ রিচার্জ করতে পারবেন।যেকোনো নাম্বার এ।কোনো প্রকার সার্ভিস চার্জ নেই।

আসুন জেনে নিই এই সার্ভিস চালু করতে হলে কি করতে হবে।

  • ইসলামি ব্যাংক এ একাউন্ট থাকতে হবে।
  • ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে।
  • iRecharge একাউন্ট এবং পিন নম্বর থাকতে হবে।

এই সার্ভিস চালু করা অনেক সহজ এবং এর জন্য কোনো প্রকার চার্জ দিতে হয়না।সম্পুর্ন ফ্রী।

এবার দেখুন কিভাবে কি করতে হবে।

প্রথমে তাদের সাইট এ যান। ঠিকানাঃ  IslamibankBD

Utilities থেকে iBBL Banking এ ক্লিক করুন।

যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে তবে লগইন করুন।আর যদি না থাকে তবে New Registration এ ক্লিক করে apply করুন।লক্ষ্য রাখবেন ,যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান তবে যা যা দরকার তা দিয়ে ইনফরমেশন প্রিন্ট করে তাদের কাছে জমা দিবেন এবং ২দিনের মধ্যে একাউন্ট চালু হয়ে যাবে।এর পর iRecharge এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।

  • রেজিস্ট্রেশন এর জন্য iRecharge এ ক্লিক করে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে রিকোয়েস্ট করুন।Apply করা হয়ে গেলে ১৫ দিন পর তাদের কাছে যেয়ে পিন নাম্বার নিয়ে আসুন।এই পিন নাম্বার ছাড়া রিচার্জ করতে পারবেন না।

এখন আসুন দেখে নিই কিভাবে রিচার্জ করতে হবে।

ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করার পর ছবি তে দেখানো মত iRecharge এ ক্লিক করুন।

এবার আপনার মোবাইল নাম্বার , প্যাকেজ , পিন নাম্বার , ও কত টাকা রিচার্জ করবেন তা পুরন করুন।

 পুরন করা হয়ে গেলে SUBMIT এ ক্লিক করে পরের ধাপ এ চলে যান।

এবার আপনাকে Confirm করতে বলা হবে যে সব ঠিক আছে কিনা।।ঠিক থাকলে আবার SUBMIT এ ক্লিক করুন।

 

 এবার লক্ষ্য করুন যে রিচার্জ হয়ে গেছে।১মিনিট এর মধ্যে আপনার ব্যালেন্স এ টাকা এসে যাবে।

বিঃদ্রঃ যদি কখনো এমন হয় যে টাকা রিচার্জ করেছেন,টাকা একাউন্ট থেকে কেটে নিয়েছে কিন্তু মোবাইল এ আসেনাই তবে মোবাইল কোম্পানির কল সেন্টার এ সাথে সাথে জানাবেন।

আশা করি সবাই ঠিক মত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে আমাকে বলুন।

 আমার ব্লগ দেখুন

সবাইকে ধন্যবাদ।

আস-সালামু-আলাইকুম।

সবাইকে জানানোর জন্য নিচের ফেসবুক লাইক এ ক্লিক করে লাইক করুন।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো সুবিদা হলো ধন্যবাদ মুকুট ভাই

    @rasel japan: ধন্যবাদ।

    @rasel japan:

    অনলাইনে বাংলাদেশের সকল আপারেটরের মোবাইল ফোন রিচার্জ করুন , আপনার AlertPay, Skrill (Moneybookers) এবং Liberty Reserve একাউন্টের মাধ্যমে।
    http://www.emobileload.com

Like you and like your tune
http://www.RIYADHBD.mobie.in

ধন্যবাদ

Level 0

খুব ভাল একটি পোষ্ট, এখন আর কেউ কারো নাম্বারে কল করে বিরক্ত করতে পারবেনা। ধন্যবাদ….

    @sm alamin: হুম।ঠিক বলেছেন।এটা মেয়েদের বেশি দরকার।

      দারুন একটি টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

kajer 1 ta post deasen boss… 😀 amon tai amar dorkar celo.

ভাইয়া অনেক কাজের কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

DBBL a kora jay…

অসংখ্য ধন্যবাদ রইল মুকুট ভাই আপনার জন্য। আজ র্দীঘদিন পরে টেকটিউনসে কমেন্ট করছি। আমার IBBL Account আছে। আমি গত বৃহস্পতিবার (26/04/12) বাংকে গিয়েছিলাম সেখানে জানতে পারলাম এই নতুন সার্ভিসের কথা। যদিও তেমন ভালো করে অতোটা শুনতে পারিনি বাংকের ভীড়ের জন্য। ব্যাংক থেকে আমাকে 17 Digit-এর একটি Number দিয়েছিলো। এটার মাধ্যমে আমি বাসায় এসে রাতের মধ্যে তাদের নির্দেশনা অনুযায়ী অনলাইনে ফরমটি পূরন করেছি।এখন শুধু ব্যাংক ভেরফ্যাই করা বাঁকী আছে।সেটি অবশ্য আগামীকাল যদি হরতাল যদি ভালোমতো না হয় তাহলে দুপুরের পর ব্যাংক খোলা থাকবে এবং সেটি ভেরিফ্যাই করতে পারবো। কিন্তু আপনি iRecharge – এ একটি পিন নম্বরের জন্য কমপক্ষে ১৫ দিন অপেক্ষা করার কথা বলেছেন। আমি ঢাকায় থাকি কিন্তু এখন বাসায় আছি আবার ঢাকায় আগামী ২ তারিখে চলে যাবো। আমার IBBL Account-টি আমার বাসায়, অর্থাত্‍ আমার এলাকায় করা আছে। যদি ব্যাংক ১৫ দিন সময় নেয় তাহলে আমি সমস্যাই পড়ে যাবো। আসলে এটি কি ২ থেকে ১ দিনের ভিতরে করা যাবে না? এই বিষয়ে বিস্তারিত কিছু অভিগতা থাকলে প্লিজ জানাবেন।

    @প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন): ধন্যবাদ মুল্যবান মতামতের জন্য।
    আপনাকে যে ১৭ ডিজিট এর নাম্বার দেয়া হয়েছে সেটা আপনার ব্যাংক একাউন্ট এর নম্বর।আপনি উপরের ছবি দেখলেই বুঝতে পারবেন।আপনি ফরম পুরন করে সেটা প্রিন্ট করে যে ব্রাঞ্চ এ আপনার একাউন্ট সেখানে ভেরিফাই করুন।এবং ২দিন পর আপনার মেইল এ কনফার্মেশন চলে যাবে iBanking চালু করার জন্য।লিঙ্ক এ ক্লিক করলেই আপনার একাউন্ট এক্টিভ হবে।এর পর ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন।এবার আপনি iRecharge এর জন্য আমি যেভাবে দেখিয়েছি সেখানে ক্লিক করে পিন এর জন্য আবেদন করুন।ওরা বলবে ৭দিন এর কথা।কিন্তু ১৫দি পর গেলে পেয়ে যাবেন।৭দিন পর গেলে ঘুরতে হবে কারন পাবেন না।আমি ১০দিন পরে যেয়ে দেখি আমার পিন আসেনাই।
    পিন পেলে ২দিনপর থেকে টাকা রিচার্জ করতে পারবেন।ধন্যবাদ।

আপনার একাউন্ট নম্বরটি স্ক্রিণশটে দেখা যাচ্ছে। মোবাইল নম্বর ঢেকে দিলেও ওটা ঢেকে দিতে ভুলে গেছেন। মোবাইল নম্বরের চেয়ে বরং ওটা ঢেকে দেয়াটাই বেশী জরুরী ছিল।
টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। সার্ভিসটি ব্যবহার করছি জানুয়ারী থেকে। ভাল লাগছে।

net mastar vai apni akhn r tune koren na ken?apnar tune er wait korteci.kobe korben tune?

টিউন তো করলেন না যেন আমারে আর একটা ব্যাংকের বাৎসরিক টাকার দেনায় ফেললেন । এখন আমার একাউন্ট করতে মন চাচ্ছে ।

ভাই আপনার অই লিঙ্কটা কাজ করছে না।

রিচার্জের জন্য সার্ভিস চার্জ ফ্রি কিন্তু ইন্টারনেট ব্যাংকিং এর সার্ভিস চার্জ কত সেটাতো জানালেন না। তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ মুকুট ভাই।

    এটা নির্ভর করবে আপনার একাউন্টের ধরন ও উত্তলেনর উপরে ! এভারেজ ৫০০০ এর নিচে হলে ফ্রি !! আরো জানতে এই পিডি এফ ফাইলটা দেখুন:

    Level 0

    @রুহুল আমিন: ইন্টারনেট ব্যাংকিং এর সার্ভিস চার্জ নাই। বাতসরিক একাউন্ট চার্জ ছাড়া আর কোন চার্য নাই।

    @রুহুল আমিন: পুরোটাই ফ্রি।এক্টু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি উপরে বলে দিয়েছি।শুধু মাত্র বছরে ৬০০+১৫%ভ্যাট দিতে হবে সেভিংস একাউন্ট এ।

      দুঃক্ষিত।তারা এখন ৫০০০টাকার নিচে হলে কোনো চার্জ কাটবেনা।প্রিন্স মাহ্মুদ ভাইয়ের লিংক থেকে জেনে নিন।

    Level 0

    @রুহুল আমিন: IBBL এর ইন্টারনেট ব্যাংকিং এর কোন সার্ভিস চার্জ নাই…. তার উপর ইন্টারনেট ব্যাংকিং এর ফান্ড ট্রান্সফার চার্য এখন ১/৪ ভাগ করা হয়েছে….

Level 2

যাদের মোবাইল এ ইন্টারনেট সংযোগ নাই তারা কি এসএমএস এর মাধ্যমে Recharge করতে পারবে

    @Sohel: না ভাই।এটা সম্পুর্ন ওয়েবসাইট ভিত্তিক।

    Level 0

    @Sohel: তারা ইসলামী ব্যাংক এমক্যাশের মাধ্যমে করতে পারবেন….

এখনও করি না, কিন্ত করব ইনশাল্লাহ। সোজা প্রিয়তে 🙂

আপনার এই টিউনটির মাধ্যমে বিষয়টি জানার পর ইসলামী ব্যাংকে গিয়ে iRecharge এর সকল প্রক্রিয়া সম্পন্ন করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত প্রয়োজনীয় তথ্যটি ধারাবাহিকভাবে বর্ণনা করার জন্য।

    @রেজুয়ান আহমদ: শুনে খুশি হলাম,এখন ইন্টারেস্ট ফ্রি ব্যাংক এর মজা নিন সাথে ব্যালেন্স রিচার্জ করুন।

      @মুকুট: মুকুট ভাই ইন্টারেস্ট ফ্রি কথাটা সত্য হলেও অনেকে বুঝবে না। সুদমুক্ত মুনাফা বলাটাই বেটার। 😀

Level 0

১২০ দিন পরে কি আবার নতুন পিন জোগাড় করতে হবে?User ID পাবো কিভাবে,জানাবেন প্লিজ?

@gqrajib: নাহ।সাধারন ভাবেই লগিন করবেন।জদি পিন চেঞ্জ করতে বলে তবে করে নিবেন।কঠিন কিছু না

Level 0

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য , মুকুট ভাই ।আমি একজন প্রবাসী আমার ইসলামি বযঙ্ককে হিসাব আছে , প্লিজ আপনার মবাইল ংন দিবেন ? আমার মবাইল ন্নগ- 0094754872763 or email- [email protected]

    Level 0

    @kazimasud: আপনি প্রয়োজনে এই নাম্বারে ফোন দিতে পারেন..০১৫৫০৫৫১০৬৬

Level 0

brac bank a acount.কাজে লগলোনা!ধন্যবাদ

Level 0

I want to buy my Rail Ticket using my DBBL account.

ভাই, সোশাল ইসলামী ব্যাংকে হবেনা?

    @মোল্লা আনিসুজ জামান।:ওনাদের ব্যাপার টা বলতে পারছিনা।ওদের ওয়েবসাইট চেক করুণ।

Level 0

ভাল হয়েছে । ধন্যবাদ