সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৭] :: Jaf এর সাহায্যে OFW দিয়ে নিজেই করুন ফোন ফ্লাস !

সিমবিয়ান হ্যাকিং

ফোন ফ্লাসিং অত্যন্ত সহজ একটি কাজ। তবে আপনার মধ্যে অবশ্যই আত্ববিশ্বাস ও সাহস থাকতে হবে। এবং অবশ্যই নিজ দ্বায়িত্বে ঝুকি নিয়ে কাজটি করতে হবে। তবে বুঝি এড়াতে টিউটোরিয়ালটি ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। আর কোন জায়গায় না বুঝলে অবশ্যই মন্তব্য করে আমার কাছ থেকে জেনে নিবেন।

সিমবিয়ান হ্যাকিং -এর প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে Jaf এ সাহায্যে CFW অর্থাৎ কাষ্টম ফার্মওয়্যার দিয়ে ফোন ফ্লাস করতে হয়। এই পর্বেও আমি ওই একই পদ্ধতি অনুসরণ করব তবে পার্থক্য শুধু ফার্মওয়্যারের। অর্থাৎ এই পর্বে আমরা OFW অর্থাৎ অরিজিনাল ফার্মওয়্যার দিয়ে ফোন ফ্লাস করব।

আর সবচেষে মজার ব্যাপারটি হল শুধুমাত্র সিমবিয়ানই নয় নোকিয়ার BB5 এর সকল সেট এই পদ্ধতিতে ফ্লাস দেয়া যাবে। আসুন জেনে নেয়া যাক BB5 কি?

BB5 কি?

BB মানে BaseBand, আর 5 বোঝাচ্ছে ৫ম প্রজন্ম (5th Generation)। বর্তমানে নোকিয়ার প্রতিটি ফোনই এই ৫ম প্রজন্মের প্রযুক্তির দ্বারা তৈরী হচ্ছে। এই প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরীকৃত ফোনগুলি খুব আকর্ষনীয় হয়। আর এই ফোনগুলির চাহিদা ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এই প্রজন্মের ফোনগুলিকে USB দিয়ে ফ্লাস করা যায়।

BB5 চেনার উপায়

BB5 চেনার সহজ একটি উৎস হল উইকিপিয়া। আপনারা উইকিপিডিয়া থেকেই জানতে পারবেন আপনার ফোনটি কোন জেনারেশনের। এপর্যন্ত তৈরী সকল নোকিয়া ফোনের লিষ্ট এবং Generation দেখতে এখানে ক্লিক করুন। এখানে ফোনগুলির লিষ্টের তালিকা থেকে Generation অংশ থেকে দেখতে পারবেন কোন সেটটি কোন Generation এর।

সিমবিয়ান ব্যবহারকারীরা লক্ষ্য করুন-

আপনি যদি সিমবিয়ান ব্যবহারকারী হন আর আপনার ফোন যদি ডেড না হয়ে থাকে বা চালু থাকে তাহলে ফার্মওয়্যার ইন্সটল অর্থাৎ ফ্লাস দেওয়ার আগে আপনার ফোনটিকে একবার হার্ড রিসেট করে দেখতে পারেন। কারণ অনেক ছোটখাট সমস্যা আছে যেগুলি ফ্লাস না দিয়ে ফোন হার্ড রিসেট করলেই ঠিক হয়ে যেতে পারে।

ফোন হার্ড রিসেট কিভাবে করতে হয় জানতে এখানে ক্লিক করুন।

হার্ড রিসেট করার পর দেখুন আপনার সমস্যাগুলি গেছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে আর ফোন ফ্লাসের দরকার নেই। আর যদি সমস্যা থেকেই যায় তাহলে ফ্লাসিং ছাড়া উপায় নেই।

অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোডঃ

অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড অত্যান্ত সহজ। এর জন্য অবশ্য ধন্যবাদ দিতে হয় "সিমবিয়ান টয়" কে। এদের তৈরীকৃত NaviFirm+ নামক একটি সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড করা যায়।

NaviFirm ডাউনলোডঃ

Windows 8

Windows Vista ও 7

Windows XP

বিঃদ্রঃ Windows XP ব্যবহারকারীদের কম্পিউটারে .NET Framework 4 ইন্সটল করা থাকতে হবে। .NET Framework 4 ডাউনলোড করা যাবে এখানে ক্লিক করে।

ফার্মওয়্যার ডাউনলোডঃ

NaviFirm+ ডাউনলোড শেষে রাইট বাটন ক্লিক করে ফাইলটি Extract করুন। এবং NaviFirmPlus.exe ফাইলটি ওপেন করুন।

  • Products থেকে আপনার ফোনের মডেল এবং RM অনুয়ায়ী সিলেক্ট করুন (১)
  • Releases থেকে যে ভার্সনটি দিয়ে ফ্লাস করতে চান সেটি সিলেক্ট করুন (২)
  • Variants থেকে নিচে আপনার ফোনের Product Code লিখুন। ( ফোনের প্রডাক্ট কোড জানতে ব্যাটারি খুলে স্টিকারটিতে দেখুন ) (৩)
  • উপরে ফিল্টারকরা ফার্মওয়্যারটিতে ক্লিক করুন (৪)
  • সবশেষে Download এ ক্লিক করুন (৫)

  • সব ফাইলগুলি ডাউনলোড হয়ে গেলে Fw ফোল্ডারটিতে ফাইলগুলিকে পাবেন।

অরিজিনাল ফার্মওয়্যার (OFW) দিয়ে ফোন ফ্লাসিং

শুরুর আগে প্রয়োজনীয় ফাইলগুলি নিচের লিংকগুলি থেকে ডাউনলোড করে নিন-

নোটঃ নোকিয়া পিসি/ওভি সুইট দিয়ে আপনার ফোনটি ব্যাকআপ করে রাখুন। কারণ ফ্লাস দিলে আপনার ফোনে সেভ করা নম্বর (সিমে নয়) এবং ম্যাসেজগুলি মুছে যাবে। যদি প্রয়োজন না থাকে তাহলে ব্যাকআপ নাও নিতে পারেন। তবে আপনার ফোনটির ড্রাইভার কম্পিউটারে ইন্সটল করার জন্য আপনাকে অবশ্যই নোকিয়া পিসি সুইট বা অভি সুইট আপনার পিসিতে ইন্সটল করতে হবে। নাহলে JAF সফটওয়্যারটি দিয়ে আপনার ফোন ফ্লাসের সময় এটি আপনার ফোন ডিটেক্ট করতে পারবে না।

বিশেষ দ্রষ্টব্য- ফ্লাস করতে গিয়ে কেউ ঠিকমত করতে না পারায় ,যদি কারো ফোন ডেড হয়ে যায় তাহলে লেখক কোনভাবেই দায়ী থাকবে না। তাই নিজ দ্বায়িত্বে ফ্লাস করুন। তবে জেনে রাখা ভাল "ফোন ডেড হলে সেটি একেবারেই নষ্ট হয়ে যায়না পূণরায় সঠিকভাবে ফ্লাস দিলে ফোন ভাল হয়ে যায়"।

ফ্লাসিং-

১। ডাউনলোডকৃত ফাইলগুলি আপনার RM অনুযায়ী " RM-XXX " একটি ফোল্ডারে ফাইলগুলি রাখুন। উদাহরণ হিসেবে আমার নোকিয়া 5530 XM এর RM মডেল 504 হওয়ায় আমি RM-504 নামের একটা ফোল্ডার তৈরী করেছি। এবং তাতে আমার ফাইলগুলি রেখেছি।

২। এবার আপনার তৈরীকৃত " RM-XXX " নামের ফোল্ডারটি " C:\Program Files\Nokia\Phoenix\Products " লোকেশনে কপি করুন। ( 64 বিট ইউজাররা " C:\Program Files (x86)\Nokia\phoenix\products " ফোল্ডারে কপি করুন) [আমার ফোনের RM-504 হওয়ার আমি " RM-504 " ফোল্ডারটি কপি করেছি]

নোটঃ C:\Program Files\Nokia\ লোকেশনে গিয়ে আপনাকে ম্যানুয়ালী Phoenix এবং ওর ভেতর আবার Products ফোল্ডারটি তৈরী করে নিতে হবে তারপর সেখানে আপনার RM-XXX ফোল্ডারটি কপি করতে হবে।

৩। " Jaf With PKey Emulator " নামের ফাইলটি ডাউনলোডের পর এক্সট্রাক্ট করুন। এরপর "jaf setup.exe" ফাইলটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল শেষে "jaf_nok4models" ফোল্ডারটিতে গিয়ে "jaf_nok4models.ini" ফাইলটি " C:\Program Files\ODEON\JAF " ফোল্ডারটিতে কপি করুন। (যারা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা " C:\Program Files (x86)\ODEON\JAF " ফোল্ডারে কপি করুন)।

এবার আশা যাক মূল কাজে-

৪। আপনি যদি Windows 7 বা 8 ব্যবহারকারী হন তাহলে এই ধাপটি অনুসরণ করুন। উইনডোজ সেভেন বা এইট ব্যবহারকারী না হলে ৫ নম্বর ধাপটি দেখুন।

  • ডাউনলোডকৃত J.A.F.With.P-Key.Emulator.By.Saiful ফোল্ডারটিতে যান এবং "jaf pkey emulator.exe" ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে "Properties" এ গিয়ে "Compatibility" ট্যাবটিকে ক্লিক করুন।
  • এরপর নিচের স্কিনশর্টটি অনুসরণ করে Compatibility mode থেকে Windows Vista অথবা Windows XP (Service Pack 3) সিলেক্ট করুন।
  • এবং Privilege level এ Run this program as an administrator অপশনটিকে টিক দিন।
  • সবশেষে OK তে ক্লিক করুন।

৫। J.A.F.With.P-Key.Emulator.By.Saiful ফোল্ডারটি থেকে "jaf pkey emulator.exe" এ ডাবল ক্লিক করে রান করুন। এবং নিচের স্কিনশর্টটির মত অপশনগুলি চেক করে নিয়ে GO তে ক্লিক করুন।

৬। একটি ইরোর দেখাবে। ভয়ের কোন কারণ নাই। OK তে ক্লিক করুন।

৭। এখন JAF সফটওয়্যারটি চালু হবে। এরপর BB5 ট্যাবটিতে ক্লিক করুন। এবং নিচের স্কিনশর্টটির মত Manual Flash, Dead USB, Normal Mode এবং Use INI অপশনগুলিতে টিক চিহ্ন দিন। আর " CRT 308 " থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন।

৮। এখন একটি ডায়লক বক্স আসবে। আপনার ফোনের RM দেখে মডেল সিলেক্ট করুন OK তে ক্লিক করুন। ( বিঃদ্রঃ এই লিষ্টে যদি আপনার ফোনের মডেল/RM খুজে না পান তাহলে এখানে ক্লিক করে জেনে নিন কিভাবে ফোনের মডেল যুক্ত করতে হয় )

১০। সবকিছু ঠিক থাকলে নিচের স্কিনশর্টের মত MCU, PPM, CNT, APE Variant এর নীল বাতিগুলির যেকোন তিনটি অথবা চারটিই জ্বলে উঠবে। আমার ফোনের ক্ষেত্রে তিনটি জ্বলেছে

উপরের স্কিনশর্টটির মার্ক করা জায়গাগুলি লক্ষ্য করুন। আপনার ফ্লাস ফাইলগুলি উপরের মত পেয়েছে কিনা চেক করে নিন।

এখন আপনার ফোনটি বন্ধ করুন এবং USB ক্যাবলের সাহায্যে কম্পিউটারে সংযুক্ত করুন।

নোটঃ আপনার কম্পিউটার থেকে Nokia PC/OVI/Nokia Suite বন্ধ (Exit) করে দিন। আপনার স্টাটাস বারের ডানদিক থেকে নোকিয়া পিসি/ওভি সুইট/নোকিয়া সুইট এর আইকোনটিতে রাইট বাটন ক্লিক করে Exit করে দিন।

১১। সবশেষে JAF থেকে Flash বাটনে ক্লিক করুন। একটা ওয়ার্নিং মেসেজ দিবে Yes করুন।

এরপর আপনার ফোনের পাওয়ার বাটনটি ১ সেকেন্ডের জন্য চেপে ধরে ছেড়ে দিন। শুধুমাত্র ১ সেকেন্ট; এর থেকে বেশি যেন না হয়। নাহলে আপনার ফোনটি চালু হয়ে যাবে।

নোটঃ প্রথম প্রথম ইরোর ম্যাসেজ পেতে পারেন। যেমনঃ Phone Not Found... বা Error reading phone init data… এইরকম কোন ইরোর পেলে ১১ নম্বর ধাপটি পূণরায় সম্পন্ন করুন।

১২। JAF আপনার ফোন ডিটেক্ট করতে পারলেই ফোন ফ্লাসিং শুরু হয়ে যাবে। কিছুক্ষন অপেক্ষা করুন। ফ্লাসিং শেষ হলে আপনার ফোন অটোমেটিক চালু হয়ে যাবে।

ব্যাস আপনার ফোন ফ্লাসিং কমপ্লিট !

বিশেষ দ্রষ্টব্যঃ

ফ্লাসিং এ বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন প্রকার ইরোর ম্যাসেজের সম্মুক্ষিণ হতে পারেন। তবে এরজন্য একদম মন খারাপ করা চলবে না। পূণরায় চেষ্টা করে দেখতে হবে। আমি নিচে কয়েকটি ইরোর ম্যাসেজ সহ এগুলার সমাধান দিলাম। আমি নিজেও এই ইরোরগুলির সম্মুক্ষিণ হয়েছিলাম।

  • CMD 17 Block - এইরকম কোন ম্যাসেজ দিয়ে ফ্লাসিং বন্ধ হয়ে গেলে আপনার ডেটা ক্যাবলের পোর্টটি অন্য একটি পোর্টে লাগান। সবচেয়ে ভাল হয় যদি আপনি আপনার ডেটা ক্যাবলটি পিসির পিছনের USB পোর্টগুলিতে লাগান। পোর্ট চেন্স করার পরও এই ম্যাসেজ দেখালে ফোনটির ব্যাটারি ৫মিনিট খুলে রাখুন। পূণরায় চালু করে ফ্লাসিং এর চেষ্টা করুন।
  • Pooling Phone... - এইরকম কোন ম্যাসেজ দিয়ে ফ্লাসিং বন্ধ হয়ে গেলে বুঝতে হবে আপনার ফ্লাসিং ফাইলগুলিতে কোন সমস্যা আছে। অন্য ফ্লাসিং ফাইল ডাউনলোড করে পূণরায় ফ্লাস দেওয়ার চেষ্টা করুন।
  • Phone failed to boot in flash mode CMT… - আপনার ফোনের হার্ডওয়্যার প্রব্লেম থাকতে পারে। অন্য ফার্মওয়্যার দিয়েও ফ্লাস দেওয়ার চেষ্টা করতে পারেন।
  • Error reading phone init data… - এরকম সমস্যায় আপনার ক্যাবলটি কম্পিউটারে অন্য পোর্টে লাগিয়ে দেখতে পারেন। সবচেয়ে ভা হয় যদি আপনি আপনার কম্পিউটারের পেছনের USB পোর্টগুলি ব্যবহার করেন। পোর্ট চেন্স করার পরও এই ম্যাসেজ দেখালে ফোনটির ব্যাটারি ৫মিনিট খুলে রাখুন। পূণরায় চালু করে ফ্লাসিং এর চেষ্টা করুন।

--------------------------------------------------------

ভাল থাকুন
সুস্থ থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে……ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই

অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই

সাইফুল ভাই NOKIA symbian s60v3 ER JONNO BANGLA to ENGLISH DICTIONARY আছে থাকলে দেন plzzzzzzzzzzzzzz

BB5 ফোনে বাংলা সাপোর্টেড ফার্মওয়্যার কিভাবে সেট করব অর্থাত্‍ নেভিফার্ম দিয়ে কিভাবে বাংলা সাপোর্টেড ফার্মওয়্যার চিনব ? [ আমার এই কমেন্ট নকিয়া ২৭০০ ক্ল্যাসিক থেকে বাংলায় ] Thanks.

    @স্বাক্ষর: আপনার ফোনে যদি বাংলা ভাষা থাকে আর আপনার ফোনের প্রডাক্ট কোড অনুযায়ী যদি আপনি ফার্মওয়্যার ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনার ডাউনলোডকৃত ফার্মওয়্যারে বাংলা ভাষা থাকবে।

    বাংলা ভাষার ফার্মওয়্যার চেনার আরেকটি উপায় হল এই ফার্মওয়্যারগুলিতে ML লেখা থাকে। আপনি Variants এ ML লিখে সার্চ করলে BENGA নামক ফার্মওয়্যার পাবেন। এই ফামূওয়্যারেই বাংলা ভাষা পাবেন।

অনেক সুন্দর টিউন হইসে ভাই.এই বার cfw কিভাবে বানায় ওই টা শেখান

বাসার একটা ৫৮০০ মডেলের মোবাইলে হরাইজনাল বার ডিস্পলে প্রবলেম ছিল। মোবাইল রিস্টার্ট করলে ঠিক হত তার পর আবার স্ক্রীন অফ হলে আবার প্রবলেমটা হত। এর পর নোকিয়া সফটওয়্যার আপডেটার দিয়ে ফার্মওয়্যার আপডেট দিলাম(ওয়েবে সার্চ করে সবখানে এই সলুশনই পেয়েছিলাম)। এখন আর বার বার ফোন রিস্টার্ট করতে হয়না। কারন প্রবলেমটা পারমানেন্ট হয়ে গেছে। রিস্টার্ট দিয়ে কোন লাভ নেই।সময় পেলে এই লাফ-ঝাপ দিয়ে ট্রাই করে দেখব।কি বলেন,ঠিক হওয়ার সম্ভাবনা আছে?

    @আদনান: যদি ফোনটার হার্ডওয়্যার প্রব্লেম না থাকে তাহলে অবশ্যই ঠিক হবে ইনশাআল্লাহ। আর সমস্যা যেহেতু পারমানেন্ট হয়ে গেছে তাহলে তো একবার ট্রাই মারতেই হয় 😀

assa siaful bai amar E65 set ta new cilo.pray 10 mas babohar kori.ami daki je amar E65 ar new update firmware bar hoica.tokon ami amar balo mobile ta ka akta dokana nia firmware update dai.sobkiso tik cilo.kinto akta problem hoisa.ta holo ami akon sorasori online a youtube/online radio/tv/streming dakla (without internet only live online) phone 10 min pora automatic restart dai.ar kono problem nai.sodo atae.amar mone hoi dokandar orginal firmware dai nai.china ta diaca.akon baia ami ki korta pari.abar ki flash divo??pls help koren……

    @nazmulfeni4: অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড করে ফ্লাস দিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। 🙂

Level 0

আমি আমার নোকিয়া n 97 mini হার্ড রিসেট দেয়ার অনেক চেষ্টা করি তবে ৫৮০০ পদ্ধতিতে। কেননা ৯৭ বা সি ৬ এই জাতীয় সেট গুলির হার্ড রিসেট জানা ছিলনা। শেষ পর্যন্ত ভাবলাম দোকান থেকে ফ্লাশ দিব। দোকানে গিয়ে দেখলাম আমার সেট এর ফারময়ার নেই। আগামী কাল আসতে বলল । এরপর ঘরে এসে মেইল খুলি । দেখি সাইফুল ভাইয়ের টিউন ফ্লাশ নিয়ে। সাথে সাথে বসে গেলাম পড়লাম। আর দেরি না করে হার্ড রিসেট দিলাম। দেখলাম আমার ফোন চালু !!! আমার ২০০ টাকাও বেচে গেলো । হা হা হা…… টেকটিউন এ কখনো কমেন্ট করিনা । কিন্তু আজ আপনাকে ধন্যবাদ জানাতে করলাম। অনেক ধন্যবাদ। আর ফার্মওয়ার ফ্লাশটিও ভাল হয়েছে। ভবিষ্যতে ট্রাই করে দেখব।

Level 0

যদি আমার nokia 97 mini তে nokia n8 বা আরও আপডেট ফোনের এর ফারমওয়ার ইন্সটল করতে চাই সেটাকি পারা যাবে ?

Level 0

ফেনীতে আসেন মিষ্টি খাওয়ামু…… আর বাই হেনি বুইজ্জেন্নি ।

6120c a hobe?

baia amar phone a to apnaka bollam kono problem nai.thola ki amar jonno risk ase???ar baia apni to bollen na,kon kon karona phone dead hoi jate para.pls baia sotorkota point ta add koran.mane amra ki ki kaj korla phone dead thaka bajta pari.pls pls pls…ar baia ar akta kotha apni ki dosbox(win3.1)-s60v3v5-software chalicen.pls jodi chalan thola akta tune koren pls baia.dosbox nia akta tune hoicilo but oikana ja bakti ta tune ta diaca se nijae sodo dosbox softwar ta set up korta parasa.kinto amra jara try korlam tara kaw e sofol hota parani.tai baia apnaka bolci jodi paren thola sob commen set a oi software ta chola kin ta 100% sofol hoi tuneta korben.exemple:N73,6120,E65,N95,N82..etc koikta common set a porikkha kora kibabe sofol hoicen.ta nia asha akta tune korben.ami jani apnar kosto hoba.apni kob obiggo bolae ami apnaka bollen.pls baia amar commentar ans diven.ami ashai asi…….

    @nazmulfeni4: প্রথমেই বলে দিয়েছি টিউনটি সঠিকভাবে অনুসরণ না করলেই সেট ডেড হয়ে যেতে পারে। তবে পূণরায় সঠিকভাবে অনুসরণ করলে ডেড ফোনও ভাল হয়ে যাবে।

    পরের সফট্ওয়্যারি আমি কখনো চালাই নাই। যদি পারি টিউন করব ইনশাআল্লাহ ।

Level 0

ফ্ল্যাশ দেবার জন্য এর চেয়ে কমপ্লিট টিউন আর কি হতে পারে !
U great………
special thanks 4 ur tune..

Level 0

JAF ta ami computer e install korte parchina.onek virus thakar jonno software ta install hochche na…ki korbo?

Level 0

Thank you…
Tune ta khub sundor hoyeche…

baia akta tips diven,,,
amar memory ta onakgoli software install asa.akon amar phone ta jodi hard reset dai,thola to baia memory ar sobgoli software nosto hoi jabe,kinto bai ami chi agoli tik rakta..akon baia agolo kibaba tik raka jai,pls janaben.doren ami hard reset doyar por memory lagala memory ta ja software goli install ase sagoli jata abar fira pai.jata abar install kora na laga.thank you

Level 0

ভাই NOKIA E63 তে কি বাংলা লেখার কোন বেবস্তা নাই ?????????????????????????????/////

ভাই আমার Nokia C7-00 mobile. এটাই fring install করলে হই না। হার্ড রিসেট করলে আসে। একটু পর আবার আগের মত হয়ে জাই। এখন আমি কি করলে fring চালাতে পারব। যদি কেও বলে দিতেন।

ami ki karo kac theke kono help pabo na eto geni vai der kace thekeo

আমি অনেক ভার্সন ট্রাই করছি একি সমস্যা। আগে হত এখন হই না। হার্ড রিসেট দিলে একবার অন হই একটু পর আবার সমস্যা হই। এখন কি আমার সঠিক উপাই যদি বলে দিতেন……………………

ভাই সাইফুল আমি তো আপনার ভক্ত হয়ে যাচ্ছি দিন দিন। এত জটিল জটিল টিউন করেন কিভাবে?
একতা বিষয়ে সাহায্য চাই…… TT এর Profile এ ছবি সংযোজন করব কিভাবে?

apnar FB id ta diven???pls

Level 0

saiFull vai aaj onek din jabot ekta prob a asi ta hosse… ami hp proBook 4420s use kori kin2 kono xp OS setUp dite parsi na, disk or usb konota dea parsiNa kin2 win7- win8 hoy but amar xp dorka! Onek tune dekhe XP USB korese bt kaaj hosseNa….. pls pls pls vai UBS bootXp kivabe banabo ekta tune koren please….. vai onek onek upokrito hobo…… vai aapni amar BossTuneR!

Level 0

vai pls aapnar mail or fb id dean, onek upoKrito hobo….

Level 0

Use Ini চেক বক্সে ক্লিক করার পর সেটের মডেল নাম্বার চাই।আমার সেটের মডেল নাম্বার দেবার পর Use Ini চেক বক্সে আর টিক চিহ্নটি থাকছে না।

আবার দেখাচ্ছে No Ini files found…
কি করবো?

    @SOUMESH: সেটের মডেল সিলেক্ট করার পর use ini এ আর টিক চিন্হ থাকে না।
    No ini files found এর মানে হল আপনার ফ্লাস ফাইলগুলিতে সমস্য আছে। আপনি অন্য ভার্সনের ফাইল ডাউনলোড করে ফ্লাস দেয়ার চেষ্ট করতে পারেন। এটি স্বাভাবিক সমস্য এবং এই সমস্যায় আমিও পড়েছিলাম। বিশেষ করে নোকিয়া ৫১৩০ কিংবা ৩১১০ এর ফ্লাস ফাইলগুলিতে এই সমস্যা পাওয়া যায়।

      Level 0

      আমিও ৩১১০ ব্যবহার করছি।
      আমি ৭.২১ ভার্সনে ফ্লাস ফাইল ডাউনলোড করেছি।
      তাহলে আমি কি ৭.৩০ ভার্সেনের ফাইল দিয়ে চেষ্টা করব?
      ৭.৩০ তে হবে তো?

Level 0

saiful vai,{1}ami nokia 6210 navigator set a kono sim chalaite parina.sim registation failed ase.kono network asena.apner sea system moto flash diti tao kaj hoyna.ki korbo sahajjo koren
{2}nokia n-8 a skype install disi but skype open korle sighn in korar agei abar close hoye jay..plz sahajjo koren…….

    @sim00ne: সম্ভবত আপনার Nokia 6120 সেটটাতে হার্ডওয়্যাগত কোন সমস্যা আছে। আপনি এরজন্য মোবাইল সার্ভিসিং এর দোকানে যোগাযোগ করতে পারেন।
    আর আপনার নোকিয়া N8 এ স্কাইপি চালানোর জন্য মোবাইলে ব্রাউজার থেকে m.skype.com এ গিয়ে স্কাইপি ইন্সটল করুন। আশা করি চলবে।

Level 0

আমার মোবাইলের প্রোডাক্ট কোড 0581437 । কিন্তু এই প্রোডাক্ট কোডের ৭.৩০ ভার্সেনের কোনো ফ্লাস ফাইল দেখাচ্ছে না। তাহলে আমি এখন কি করবো?

    @SOUMESH: ওই ভার্সনের ফ্লাস ফাইল না থাকলে তার নিচের ভার্সনগুলির ফাইলগুলি দিেয় ট্রাই করুন।

Level 0

ডেড ৩১১০ফোন কে কিভাবে পিসি র সঙ্গে কানেক্ট করবো? নোকিয়া পিসি সুইট কি এক্ষেত্রে কাজ করবে? আমি একদম নতুন,তাই আপনাকে এত প্রশ্ন করছি।দয়া করে উত্তর দিয়ে সাহায্য করুন।

    @SOUMESH: ক্যাবল দিয়ে সংযোগ করতে হবে। যখন Searching for phone… আসবে তখন পাওয়ার বাটনটি এক সেকেন্টের জন্য চাপ দিতে হবে। তাহলে হবে।

Level 0

ধন্যবাদ। দেখি কাল সকালে চেষ্টা করবো।

জলে পড়ে গিয়ে একটা ফোন অন হচ্ছে না। এক্ষেত্রে ফ্লাস দিলে কাজ হবে?

    @SOUMESH: জলে পড়ে গেল আপনাকে ফোনটা ওয়াস করতে হবে। ফ্লাস দিলে আকেজো হয়ে পড়বে।

Level 0

ওয়াস করলে ঠিক চালু হয়ে যাবে ?

    @SOUMESH: মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়ে ওয়াস করায়ে নেন। চালু হওয়ার সম্ভাবনা ৭০% ।

Level 0

ওয়াস কীভাবে করবো? ওয়াস করা নিয়ে কোনো টিউন থাকলে লিংক দিন।

Level 0

ওয়াস না করে ফ্লাস দিলে সেটে কি প্রবলেম হতে পারে?

পরে আবার ওয়াস করলে ঠিক হবে কি?
এই বিষয়ে কোনো টিউন থাকলে বলুন।

Level 0

saiful vai, amar nokia e66 mobile e 8 hour er beshi charge thake na…

nokia customer care e niesilam.. bollo je eta motherboard er problem.. ar ora naki motherboard er kaj kore na..

ekhon flash dile ki thik hobe ?

    @qazishamim: হার্ডওয়্যার এর সমস্যা ফ্লাস দিলে ঠিক হয়না। আপনি মোবাইল সার্ভিসিং এর দোকানগুলিতে যোগাযোগ করেন।

ভাই আমার নোকিয়া ৬৭৭০ c বারবার Error reading phone init data… দেখায় । ফ্ল্যাশ ফাইল ৩ টা নামিয়েছি ১৩.১০, ৯.০০, ১০.১০ কন টা কাজ হচ্ছে না

JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.78.0
Changing mode…Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-588\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-588\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.core.C00
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.rofs2.V25
CNT Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_C01_prd.rofs3.fpsx
APE Variant file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.0.002_000_001_U002.uda.fpsx
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using 009.012.005
Elf2flash 09.11.000
CMT RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step2…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
………………..Loader Sent!
Stage 2 starting…………PUBKEYS already sent…
PUBKEYS already sent…
……..Phone prepared OK!
Waiting for the phone to boot…
Searching for phone…
Status byte: 8000
Selecting CMT flash…
Result: 0000
Phone is in flash mode…
CMT blocks: 665, APE blocks: 0
Erasing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.core.C00…
Erasing cmt zone 00040000 – 00082FFF … Erase result: 0000
Erasing cmt zone 00083400 – 003FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00400000 – 007FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00800000 – 00D5FFFF … Erase result: 0000
Erasing cmt zone 00D60000 – 09E5FFFF … Erase result: 0000
Partition result: 0014
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.rofs2.V25…
Erasing cmt zone 06FE0000 – 0915FFFF … Erase result: 0000
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_C01_prd.rofs3.fpsx…
Erasing cmt zone 09160000 – 09E5FFFF … Erase result: 0000
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.0.002_000_001_U002.uda.fpsx…
Erasing cmt zone 09E60000 – 0F47FFFF … Erase result: 0000
Send CMT CFG…

Writing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.core.C00…
Sending CMT HASH for ADA
Sending CMT HASH for KEYS
Sending CMT HASH for PRIMAPP
Sending CMT HASH for RAP3NAND
Sending CMT HASH for PASUBTOC
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending…
cmt->PAPUB keys already sent…
Sending CMT HASH for SOS*UPDAPP
Sending CMT HASH for SOS*ENO
Sending CMT HASH for SOS*DSP0
Sending CMT HASH for SOS*ISASW
Sending CMT HASH for SOS+CORE
Sending CMT HASH for SOS+ROFS1
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.rofs2.V25…
Sending CMT HASH for SOS+ROFS2
Write result 27: 1701
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_C01_prd.rofs3.fpsx…
Sending CMT HASH for SOS+ROFS3
Write result 27: 1701
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.0.002_000_001_U002.uda.fpsx…
Rebooting…
Finishing CMT session…
Restarting CMT…
Pooling phone…
Phone not found…
Done!
———————————————————————————————————————–
ভাই টিটি নিয়মিত একজন পাঠক এবং আপনার লিখা ভাল লাগে তাই আপনার লিখা অনুস্মরণ করে
CFW,OFW ৪/৫ টা ভার্সন চেষ্টা করলাম কাজ হয় না, প্রতিবারই উপরের ম্যাসেজ দেখায়।
বিঃদ্রঃ এখন আমার ফোন ডেড অবস্থায় আছে, প্রথম বার যখন CFW দিলাম তখন ও ডেড হয়ে
গিয়েছিল তখন কিন্তু কয়েকবার চেষ্টার পরে LinsPirat_LTS_rev2_RM588 CFW তে কাজ হয়েছিল কিন্তু এবার এর হচ্ছে না। 🙁

    @সুমন: লক্ষ্য করুন। আপনার ফোনটি যদি কোন আপগ্রেইড ফার্মওয়্যার দিয়ে ফ্লাস দেয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ফোনের ফার্মওয়্যাটি পারমানেন্টলি আপগ্রেড হয়ে যায়। তখন ফোনে শুধুমাত্র ওই ভার্সনের কিংবা তারচেয়েও আপগ্রেড ভার্সনের ফার্মওয়্যারগুলি ব্যবহার করা যায়।
    আপনি যে ফার্মওয়্যাগুলি দিয়ে ফ্লাস দেয়ার চেষ্টা করেছেন সেগুলি সম্ভবত নিম্ন ভার্সনের তাই Pooling phone… ফোন এ গিয়ে আটকে যাচ্ছে। এই সমস্যায় আমিও পড়েছিলাম। আপনি যদি আপগ্রেড কোন CFW পান তাহলে সেটি দিয়ে ফ্লাস দিলেই ফোন ঠিক হয়ে যাবে কিন্তু ডাউনগ্রেড করতে চাইলে ফোন ডেড অবস্থাতেই থাকবে। আপগ্রেড কোন CFW পাওয়া না গেলে আপনাকে OFW ই ব্যবহার করতে হবে।

Level 0

আমার Gerber Accumark soft টি অনেক দরকার……কেও যদি নিয়ে একটি টিউন করতেন তাহলে আমার উপকার হতো…। Gerber Accumark soft একটি Apparel/Garments ভিত্তিক soft যা দিয়ে pattern তৈরি করা হয়। কিন্তু এই soft টার অনেক দাম যা একজন student এর পক্ষে কেনা অসম্ভব। টেকটিউনার ভাইদের সাহায্য কামনা করছি…………

Level 2

আমার মোবাইল এর পেছনে কোন স্টিকার নাই এখন কি করব ? আর আমার মোবাইল টা হল Nokia N86 8MP.তবে RM টা পাইছি। RM টা হল 484 help me….

    @hamim20: স্টিকার না থাকলেও হবে। আপনি আপনার মডেলের যেকোন ফ্লাস ফাইল ডাউনলোড করতে পারেন।

Level 2

Thanx. আমার মোবাইল এর ভার্সন ৩০.০০৯ এবং এটি লাস্ট ভার্সন আমি এখন এই ভার্সন কি ব্যাবহার করতে পারব।
আর ফাইল লোড দিতে গেলে কিছু কিছু ফাইল এ মার্ক করা থাকে না মার্ক না থাকা ফাইল গুলো লোড দিব না ?

    @hamim20: পারবেন। আপনি ফ্লাস ফাইলগুলি সঠিকভাবে সঠিক লোকেশনে রাখলে JAF অটোমেটিক সেটি ডিটেক্ট করে নিবে। মার্ক করে দিতে হবে না।

সেইরকম টিউন ভাই!!!

vai samsung mobile kivabe flash korbo aktu janale valo hoto. model chat 322

Level 0

ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব খুজে পাচ্ছি না। আপনি যে আমার কত বড় উপকার করলেন । আমি road acciend করে ঘরে বসে আসি। ফোন তা ও ঠিক মত কাজ করছে না । music player , radio, calculator আরও অনেক কিছুই ফোন থেকে উধাও হয়ে গেছে । flash দেয়া প্রয়োজন কিন্তু বাইরে ও জেতে পারছি না। আপনার কথামত flash দিয়ে ফেললাম । ফোন টা এখন একেবারে নতুন হয়ে গেছে ।
আপনি অনেক সুন্দর ভাবে টিউন টা বর্ণনা করেছেন । এজন্য ও আপনাকে ধনবাদ ।

Level 0

Nokia X2-02 টাতে ” Error reading phone init data ” হচ্ছে বার বার কোনো ভাবেই কোনো কিছু হচ্ছে না 🙁 ।
আর Nokia N82 টাতে Phone Not Found… খুব ভালো ভাবেই ১ সেকেন্ড ধরে রেখেছি কিন্তু সেই Phone Not Found… দেখায় 🙁 অন্য কোনো উপায় থাকলে বলুন দয়া করে । ধন্যবাদ আপনাকে ।

    @laabib: ভাই আপনি যদি ফ্লাস না দিতে পারেন সেক্ষেত্রে আমার কিছুই করার নেই। ফ্লাসের পুরো প্রসেস বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে সাথে কোন ম্যাসেজ দেখালে কি করতে হবে সেটাও। আপনি বোধহয় আমার পুরো টিউনটি পড়েন নাই। টিউনের সবচেয়ে শেষে “বিশেষ দ্রষ্টব্য” তে এই ম্যাসেজের সমাধান দেয়া আছে। খুজে বের করুন।

      Level 0

      @সাইফুল ইসলাম: সাইফুল ভাই আপনার পুরো টিউনটি খুব ভালো মতই আমি পরেছি , বেশ করে ” বিশেষ দ্রষ্টব্য ” টিউনটি এবং ওই অনুসারেই অনেক ক্ষণ ট্রাই করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না. বোধই আমার আমার ভাগ্য সহায় হচ্ছে না 🙁

Level 0

Saiful vai amer Nokia n96 update dia chilam but camera ar kaj kore na. akhon ar somadan ki Please tell the solution.

Level 0

Anybody help me ki kore camera solution kora jai, update korea kaj hoi nai. Please help me.

    @Jonny: আপনার হার্ডওয়্যারগত সমস্যা থাকলে সেটি ফ্লাস করলে ঠিক হবে না। নোকিয়া কেয়ারে যান অথবা ভাল কোন মেকার দেখান।

Level 0

amer phone sompurno ok chilo but jokhon update korechilam v11 take v30 update korer por sob ok but camera open korle not suported lekha ase ata ki software or hardware a problem?

    @Jonny: ফার্মওয়্যার আপডেট করার পর এরকম সমস্যা হওয়ার কথা না। আপনি পূণরায় ডাউনগ্রেড হতে পারবেন না। তাই এখন ভাল কোন মেকার দেখান বা নোকিয়া কেয়ারে নিয়ে যান।

Level 0

Saiful vai ak maker ar kache nia chilam bollo flash korte hobe tahole ok hobe. Pore flash korer por amer phone dead ar open hoi na onek try korer por o kaj hoi nai. akon ar ak nokia maker ar kache dekanor por bole 3000/- tk lagbe akor ki kori. Please help me how can solve my problem.

    @Jonny: যে মেকারের কাছে নিয়ে গেছিলেন তিনি সম্ভবত ডাউনগ্রেড মানে পুরানো ভার্সনে আপনার ফোন ফ্লাস করতে চেয়েছিলেন। সম্ভবত উনার কাছে নতুন ভার্সন ছিল না।

    যাহোক আপনি বাসায় এসে নতুন ভার্সনটা দিয়ে আবার ফ্লাস দিলেই সেট রান হওয়ার কথা।

Level 0

সাইফুল ভাই nokia 6120 c মোবাইল টি ফ্ল্যাশ মারার পর মোবাইল এ সিম পাচ্ছে না।। sim card not valid বলছে । একাধিক সিম দিয়ে try করেছি । but সিম ছাড়া মোবাইল ঠিক ই চালু হচ্ছে । ফ্ল্যাশ দেয়ার আগে সিম পেত ।। same virsion and code দিয়ে ই ফ্লাস দিয়েছি । আখন কি করব????

সাইফুল ভাই, আমার nokia 5233 rm-625 code(05999s3) এর সাথে Navifirm এর variants মিলছেনা । Variants না মিললে কিভাবে Download করব।

Level 0

@শামিম:
আপনার মোবাইল এর variants টি , last releases virsion এ বের হয় নি ।
তাই আপনি পূর্বের releases virsion গুলো try করে দেকতে পারেন ।
পূর্বের কোন releases virsion এর সাথে আপনার মোবাইল এর variants মিলে যাবে।।

ভাই, আমার Software version 51.1.2. কিন্তু এর আগে পরে কোনটার সাথে এই কোড(05999s3) মিলছেনা। কে করব?

    Level 0

    @শামিম:
    আপনার যদি ফ্লাশ দিতেই হয় তাহলে same version এর অন্য variants ফাইল দিয়ে ফ্লাশ মেরে দেখতে পারেন । এতে সমস্যা হওয়ার কথা না । যেমন এই কোড (0597967) । তবে ফ্লাশ দেয়া জরুরি না হলে ফ্লাশ না দেয়াই ভাল । শুধু শুধু ফ্লাশ দিয়ে মোবাইল নষ্ট কইরেন না ।

Level 0

vai amar ph e63 atta themes use korte parsi na

Level 0

VAI অরিজিনাল ফার্মওয়্যার তো পেলাম DOWNLOAD ও করলাম RAM এর সাতে CODE ও মিল পেলাম BUT MCU, PPM, CNT, APE Variant এর নীল বাতিগুলি জোলে না। PLS PLS PLS HELP ME. AMI UPNAR DEWA FLASH PODDOTI DIYE FLASH DISI KAJ O HOISE KINTU অরিজিনাল ফার্মওয়্যার FLASH DITE PARTESI NA. PPM, CNT, APE Variant এর বাতি গুলা জোলে না

Level 0

“বিঃদ্রঃ এই লিষ্টে যদি আপনার ফোনের মডেল/RM খুজে না পান তাহলে এখানে ক্লিক করে জেনে নিন কিভাবে ফোনের মডেল যুক্ত করতে হয় ” But your link does not find any page. plz plz help

Level 0

tnx saiful vai upnar kas theke ami fon flash dewa siksi ar onek bar flash disi. vai ebar samsung flash dewa niya 1ta post koren/ tnxxxxx

vai c grive e giye, program files e dhukar por odena file ta paschi na. ata ki korbo??
jar karone jaf full pkey emulator e giye jokhon jokhon on select korchi tokon

Checking Windows version …
Windows version: Microsoft Windows XP Home Edition
Searching for JAF install location …
ERROR: Can not find JAF.EXE

arokom dakasche, akon ki korte pari??
lanaben pls

Level 0

@ saiful Thanks for your post…could you please give me Blackberry flashing file…

Level 0

সাইফুল ইসলাম Bhai amar nokia 5233 dead hoye gese…ami JAF diye Flash deyar try korsilam….Then ekhon r power on hoyna…please give me solution

Level 0

Saiful bai amar nokia n72 but,amar esse moto soft.instl korte parce na.
Ami ke vhabe mobile deay set heck korbo.? kindly hack sof link with. Help korben.thank’s