সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৬] :: ফোনের জটিল কোন সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ফোন রিস্টোর করুন !

সিমবিয়ান হ্যাকিং

কারণে-অকারণে, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত অথবা ফোনের যেকোন জটিল সমস্যার জন্য মাঝে মধ্যেই ফোন রিষ্টোর/রিসেট দেয়া ছাড়া উপায় থাকে না। তবে অনেকেই কিছুটা সমস্যায় পড়েন এই রিষ্টোর/রিসেট নিয়ে। কারণ তারা জানেননা কিভাবে এটি করতে হয়। আর জানলেও অনেকেই দেখা যায় তাদের ফোনের সিকিউরিটি কোড জানেন না। ফলে ফোন রিষ্টোর/রিসেট করা তাদের পক্ষে সম্ভব হয় না।

ফোন মূলত দুইভাবে রিষ্টোর/রিসেট করা যায়
যথাঃ
  • সফট রিসেট
  • হার্ড রিসেট

যেভাবে আপনার ফোনের সফট রিসেট করবেনঃ

সফট রিসেটটি মূলত ফোন রিষ্টোরের প্রথম ধাপ। এই রিসেটের মাধ্যমে শুধুমাত্র ফোনের সেটিং সমূহ রিষ্টোর হবে অর্থাৎ আপনার ফোনের কোনকিছু ডিলিট হবে না। হার্ড রিসেট করার আগে অবশ্যই প্রথমে সফট রিসেট করে দেখা উচিত।

সফট রিসেট করতে-

(ক) আপনার ফোনে *#7380# প্রেস করুন। এবং Yes করুন।
(খ) ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK করুন। (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না তাই কোড জানা না থাকলে হার্ড রিসেট-এর ফোন অনুযায়ী ২য়-৫ম পদ্ধতিগুলি অনুসরণ করুন)
(গ) ফোনটি রিষ্টাট নিবে তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
(ঘ) ফোন চালু হলে লোকেশন চাইবে "Bangladesh" দিলে OK করুন।
(ঙ) আপনার ফোনের সফট রিসেট কমপ্লিট !

আশা করি ফোনের সমস্যাগুলি চলে গেছে। যদি এখনো সমস্যা করে তাহলে হার্ড রিসেট করুন।

যেভাবে আপনার ফোন হার্ড রিসেট করবেনঃ

হার্ড রিসেট করার আগে অবশ্যই প্রথমে আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে হবে। আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরী কার্ডটি ফরমেট করতে পারেন। অথবা ফোনটি পিসিতে লাগানোর সময় "Mass Storage" সিলেক্ট করে বা মেমোরী কার্ড রিডারের সাহায্যে পিসিতে মেমোরী কার্ডটি লাগিয়েও এটি করতে পারেন। আর যদি আপনি আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে না চান তাহলে আপনার মেমোরী কার্ডটি থেকে শুধুমাত্র sys, system, resource ও Private ফোল্ডারগুলি মুছে ফেলুন। তবে সবথেকে ভাল হয় যদি আপনি মেমোরী কার্ডটি থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলি সরিয়ে নিয়ে ফরমেট দিয়ে দেন।

বিদ্রঃ হার্ড রিসেট করলে আপনার ফোন মেমোরীতে থাকা ম্যাসেজ, নম্বর ইত্যাদি মুছে যাবে তাই এগুলি প্রয়োজনীয় হলে ব্যাকআপ নিয়ে নিন। (উল্লেখ্যঃ সীমকার্ডে থাকা কোন নম্বর মুছে যাবে না)

এখন আসা যাক হার্ড রিসেটে। আপনি এটি বেশ কয়েকটি পদ্ধতিতে করতে পারেন-

১ম পদ্ধতিঃ

(ক) আপনার সেটে *#7370# ডায়াল করুন।
(খ) Yes এ ক্লিক করে আপনার ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK তে ক্লিক করুন (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না। সিকিউরিটি কোড জানা না থকলে পরের পদ্ধতিগুলি অনুসরণ করুন)।
(গ) ফোনটি রিষ্টাট নিবে তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
(ঘ) ব্যাস ! এখন আপনার ফোনটি বন্ধ হয়ে পূণরায় চালু হবে ততক্ষণে একটু অপেক্ষা করুন।

বিদ্রঃ এই পদ্ধতিটি সকল প্রকার সিমবিয়ান ফোনের জন্য প্রযোজ্য।

যদি আপনার সিকিউরিটি কোডটি জানা না থাকে বা সিকিউরিটি কোড ভুলে যান তাহলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন।

২য় পদ্ধতিঃ যে সিমবিয়ান ফোনগুলির শুধুমাত্র কিপেড আছে (সাধারণত 2nd এবং 3rd ইডিশন ফোনগুলি) সেগুলির জন্য প্রযোজ্য।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের * (ষ্টার) বাটন 3 বাটন এবং Green/Call বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৩য় পদ্ধতিঃ এটি শুধুমাত্র সিমবিয়ান টাচ ফোনগুলির (সাধারণত 5th এডিশনগুলি) জন্য প্রযোজ্য।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Red বাটন Green/Call বাটন এবং Camera বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৪র্থ পদ্ধতিঃ এটি সিমবিয়ান সাধারণত S^3, Anna ও Belle এডিশনগুলির জন্য প্রযোজ্য।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Menu বাটন, Camera বাটন এবং Volume Down বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৫ম পদ্ধতিঃ এটি শুধুমাত্র সিমবিয়ান টাচ ফোনগুলির যেগুলির স্লাইড কোয়ার্টি কিপেট আছে সেগুলির জন্য প্রযোজ্য। (উদাঃ N97, C6)

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Space বাটন Delete কী (Left Arrow Logo) এবং Caps/Shift কী (Up Arrow Logo) একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

ব্যাস ! আপনার ফোনের হার্ড রিসেট কমপ্লিট। আশা করি ফোনের সমস্যাগুলি চলে গেছে। আর এরপরেও যদি সমস্যা থেকেই যায় তাহলে আপনার ফোন ফ্লাস করে দেখতে পারেন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফুল ভাই সেট হ্যাক করলে সেটের কি কোন ক্ষতি হয়।
plzzzzzzz বলবেন?

    @masud08rana: না ভাইয়া। কোন ক্ষতি হয়না উপরন্তু অনেক বেশি নিজের মত করে ব্যবহার করা যায়। 🙂

vai , set hard restart korla ki set ar install kora softwear o remove hoa jaba ? Jodi hoi tahola ki korbo??? Amar maximum soft phone a install daoa , toba kisu kisu soft memory card ao install kora asa !

dhonnobad sundor tune er jonno

amar nokia c5-03 ta kuno camera baton nai. ami kibaba password sat sara format dibo

ভাই আমার ফোনটা Nokia c2-02 আমি পাসও য়াট ভুলে গেছি, এখন কি ভাবে আমি ফোন রিষ্টাট দিব। দয়া করে জানাবেন।

মাস খানেক আগে আমি আমার নোকিয়া E72 ফোনে দোকান থেকে ফ্ল্যাশ দিয়ে আনি। সব ঠিক আছে কিন্তু মেসেজ লিখতে গিয়ে দেখি Y লিখলে Z আসে আর Z লিখলে Y আসে। এ সমস্যা সমাধানের জন্য কি আবার ফ্ল্যাশ দিতে হবে নাকি বিকল্প কোন উপায় আছে।

    @রিজভী: রিষ্টোর করে যদি ঠিক হয় তাহলে তো ভালই। যদি নাহয় তাহলে ফ্লাস দিয়ে দেখতে পারেন।

Level 0

Vai ami Nk 5130 mbl phn use kori. Ata kivabe hard reset kora jay.?

bia apnar fb acc diven.

Level 0

আমি আমার নোকিয়া n 97 mini হার্ড রিসেট দেয়ার অনেক চেষ্টা করি তবে ৫৮০০ পদ্ধতিতে। কেননা ৯৭ বা সি ৬ এই জাতীয় সেট গুলির হার্ড রিসেট জানা ছিলনা। শেষ পর্যন্ত ভাবলাম দোকান থেকে ফ্লাশ দিব। দোকানে গিয়ে দেখলাম আমার সেট এর ফারময়ার নেই। আগামী কাল আসতে বলল । এরপর ঘরে এসে মেইল খুলি । দেখি সাইফুল ভাইয়ের টিউন ফ্লাশ নিয়ে। সাথে সাথে বসে গেলাম পড়লাম। আর দেরি না করে হার্ড রিসেট দিলাম। দেখলাম আমার ফোন চালু !!! আমার ২০০ টাকাও বেচে গেলো । হা হা হা…… টেকটিউন এ কখনো কমেন্ট করিনা । কিন্তু আজ আপনাকে ধন্যবাদ জানাতে করলাম। অনেক ধন্যবাদ।

saiful vai , phone hard restore korla ki install kora sob softwear o remove hoa jaba ? Jodi hoy tahola ki korbo??

    @Ashikur Rahman: জ্বি ভাইয়া সব মুছে যাবে। মুছে গেলে পূণরায় ইন্সটল করতে হবে।

    আর প্রশ্ন করার আগে অবশ্যই টিউন ভালভাবে পড়ে নিবেন। কারণ টিউনেই আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে।

হার্ড রিসেট কি কিছু ডিলিট হবে?

আমি আমার ফোন এর পাসওয়ার্ড ভুলে গেসি। এখন কিভাবে পাসওয়ার্ড জানবো?

Level 0

Amr nokia 3110c set e ki vabe hard reset debo?
*#7780# press kore restore korechi.kintu kono kaj hoini.

    @SOUMESH: নোকিয়া 3110 তো সিমবিয়ান নয়। এটা শুধু সিমবিয়ান সেটের জন্য কার্যকর। আপনার ফোনের মারাত্বক কোন সমস্যা থাকলে ফ্লাস দিয়ে দেখতে পারেন।

Level 2

সাইফুল ভাই সিমবিয়ান সেট গুলো চেনার উপায় কী?
দয়া করে জানালে উপকৃত হব।

boss, amr nokia 5233. ami amr password vule gesi. plzzzzz help me. ৩য় পদ্ধতিঃ use korsi bt tar por o lav hoi nai. (
sim change na korte parar jonoo password disilam)

Level 2

সাইফুল ভাই সেট হ্যাক করা থাকলে হার্ড রিসেট দিলে সেট এ কোন সমস্যা হবে কি ?

Level 0

ভাই আমার নোকিয়া ১০১ এর Password ভুইলা গেছি…………ফরমেট বা ফ্ল্যাশ দেব কেমনে ?
without any cable…..