আপনার নোকিয়া সিম্বিয়ান ফোনের শাট ডাউন স্ক্রিন পরিবর্তন করুন ! [পর্ব-০১] ::

যাদের নোকিয়া S60V3,V5 ফোন আছে তারা চাইলে তাদের শাট ডাউন স্ক্রিনের লোগো পরিবর্তন করতে পারেন ! ফোন বন্ধ হওয়ার সময় যেই লোগো দেখা যায় এটিকে খুব সহজে হ্যাক করুন ! অর্থাত্‍ নিচের চিত্রের মতো লোগোকে পরিবর্তন করে অন্য লোগো সেট করুন !

TTC Tunes
এর জন্য অবশ্যই আপনার ফোন হ্যাক করা থাকতে হবে ! নিচের চিত্রের ভিতর যেই লোগো আপনার পছন্দ সেটিতে ক্লিক করে ডাউনলোড করুন !


যেহেতু আপনার ফোন হ্যাক করা আছে সেহেতু ধরে নিলাম আপনার কাছে Rom patcher ও Xplore আছে ! Rom patcher ওপেন করে Install Server RP+ ও Open4All RP+ এই patch দুটি Apply করুন ! আগে থেকে Apply করা থাকলে দরকার নেই ! এবার যেই লোগো ফাইলটি ডাউনলোড করছেন সেটি আনজিপ করে দেখুন ওখানে sysap.mif এই নামের ফাইল আছে ! এবার Xplore ওপেন করে আনজিপ করা sysap.mif এই ফাইলটি কপি করে সি ড্রাইভে resource ফোল্ডার থেকে apps ফোল্ডারে পেস্ট করুন ! Overwrite চাইবে ok করুন !

TTC Tunes

এবার এখান থেকে শাট ডাউন লোগো পরিবর্তন করার Patch টি ডাউনলোড করে আনজিপ করে নিন ! আনজিপ করলে Change_Shutdown_image.rmp এই নামের Patch পাবেন ! এবার মেমোরী কার্ডে Patches নামের একটা ফোল্ডার তৈরী করুন এবং আনজিপ করা Patch টি কপি করে এই ফোল্ডারে ফোল্ডারে পেস্ট করুন ! এবার Rom Patcher ওপেন করুন ! তাহলে দেখবেন Change_shutdown_image এই নমের একটি Patch চলে এসেছে !

TTC Tunes

এবার অপশন থেকে এই Patch টি Add to auto তে সিলেক্ট করুন !

TTC Tunes

এখন অপশন থেকে All patches সিলেক্ট করে Apply করুন !

TTC Tunes

এবার ফোন বন্ধ করুন ! দেখুন কি হয় ? লোগো Change . পরবর্তিতে যদি নতুন লোগো ব্যবহার করতে চান তাহলে মেমোরী কার্ড থেকে Patches নামের ফোল্ডারটি যেকোন নামে রিনেম করুন ! Patches এই নাম রিনেম করে Patch লিখতে পারেন ! এবার Rom Patcher ওপেন করে Install Server RP+ ও Open4All RP+ এই Patch দুটি Apply করুন ! Apply না করলে লোগো টি কপি করে apps ফোল্ডারে রাখতে পারবেন না ! এবার আগের মতোই Xplore দিয়ে আপনার পছন্দের sysap.mif নামের এই লোগো কপি সি ড্রাইভে resource ফোল্ডার থেকে apps ফোল্ডারে পেস্ট করুন ! এবার মেমোরী কার্ডে Patches নামের যেই ফোল্ডারটি অন্য নামে রিনেম করেছিলেন সেটা আবার Patches নামে রিনেম করুন !
এবার Rom Patcher ওপেন করে Change_Shutdown_image Patch টি Add to Auto তে সিলেক্ট করে All Patches থেকে Apply করুন ! কাজ শেষ ! যদি নোকিয়ার অরজিনাল লোগো ব্যবহার করতে চান তাহলে Rom Patcher ওপেন করে Change_Shutdown_image এই Patch টি Disable করে দিন অথবা মেমোরী কার্ড থেকে Patches নামের ফোল্ডারটি ডিলিট করে দিন !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

যদি কোন ফাইল Not Found দেখায় তাহলে দয়া করে +8801716218847 এই নম্বারে কল করে অথবা ফেজবুক থেকে আমাকে জানাবেন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রুবেল ভাই SV-40 র জন্য কিছু থাকলে জানান।

jader red cros hoise tara ai Tune dekhun