সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বৃটেনে মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোনের ব্যবহারকারীর সংখ্যা নকিয়ার সিমবিয়ানকে ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে নকিয়ার সিমবিয়ান ছেড়ে উইন্ডোজের দিকে এগিয়ে যাওয়ায় সফল্যেরই প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। খবর রয়টার্স-এর।
ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মোট তিন মাসের উপাত্তের ভিত্তিতে গবেষকরা জানিয়েছেন, উইন্ডোজ-ভিত্তিক নকিয়া লুমিয়া ৮০০ বাজারে আসার পর মাইক্রোসফটের মার্কের শেয়ার ২.৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে সিমবিয়ান ফোনের মার্কেট শেয়ার ২.৪ শতাংশ কমে গেছে।
রয়টার্স আরও জানিয়েছে, এই মূহুর্তে স্মার্টফোনের মার্কেটে গুগল অ্যান্ড্রয়েডের রয়েছে ৪৮.৫ শতাংশ শেয়ার এবং অ্যাপলের রয়েছে ২৮.৭ শতাংশ। এ সময় উইন্ডোজ ফোনের মার্কেট শেয়ার বাড়তে থাকায় নকিয়ার উইন্ডোজ ফোন ৭ চালিত হ্যান্ডসেট বের করায় নকিয়ার লাভ হয়েছে।
-সংগৃহীত
আমি Shawon584। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।