ফোন ফ্লাসের জন্য Jaf একটি জনপ্রিয় সফটওয়্যার। এটির সাহায্যে খুব সহজেই ফোন ফ্লাস দেয়া যায়।
দিন যত যাচ্ছে তত নোকিয়া আরো উন্নত লেটেস্ট লেটেস্ট মডেলের সেট বের করছে। দুঃখের বিষয়, নতুন নতুন মডেলগুলি Jaf এ পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই তাদের নতুন ফোনগুলিকে Jaf দিয়ে ফ্লাস করতে পারছেন না।
১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোডকৃত জিপ ফোল্ডারটি রাইট বাট ক্লিক করে Extract করুন।
৩। jaf_nok4models.ini ফাইলটিতে ডাবলক্লিক করে ওপেন করুন অথবা রাইট বাটন ক্লিক করে Open With > Notepad এ ক্লিক করুন।
৪। এরপর ফাইলটির সবচেয়ে নিচে " [RM-আপনার ফোনের RM] " এবং তারনিচে " Description=আপনার ফোনের মডেল নাম " লিখুন। উদাহরণ হিসেবে আপনার ফোন যদি Nokia C5-03 হয় তাহলে
[RM-697]
Description=Nokia C5-03
এভাবে লিখতে হবে।
৫। মডেল লেখা হয়ে গেলে ফাইলটি Ctrl+S দিয়ে Save করে নিন।
৬। এরপর ফাইলটিকে কপি করে C:\Program Files\ODEON\JAF এ গিয়ে পেষ্ট করুন।
৭। এখন Jaf ওপেন করে দেখুন আপনার মডেল হাজির। এবার ইচ্ছামত ফোন ফ্লাস করুন 😉
ভাল থাকবেন
হ্যাপি ফ্লাসিং !
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
সাইফুল ভাই খুব কাজের টিউন. সুন্দর.ভাই আমি এক টা বিপদে পরসি. আমার মোবাইল থেকে কোন থিম delete করা যায় না. Removing faild বলে. একটু help করেন