MOBILedit এমন এক সফটওয়ার যেটি দিয়ে আপনি আপনার যে কোন মোবাইলকে নিয়ন্ত্রন করতে পারবেন। আমরা জানি প্রতিটি মোবাইল কম্পিউটারে চালানোর জন্য দুধরনের সফটওয়ার লাগেঃ-চালক সফটওয়ার এবং আরেকটি হল মোবাইলকে নিয়ন্ত্রন করার জন্য সফটওয়ার ( উদাহরনঃ নকিয়ার পিসি সুইট ) ।সাধারনত পিসি সুইটের মত সফটওয়ার গুলো প্রচুর জায়গা দখল করে,তাছাড়া আপনার কাছে বা আপনার পরিবারে কয়েকধরনের মডেল থাকলে একাধিক পিসি সুইটের মত সফটওয়ার ইন্সটল করে কম্পিউটারের বোঝা বাড়াতে চাননা অনেকেই। MOBILedit দিয়েই আপনি আপনার প্রায় সব ধরনের মোবাইলই নিয়ন্ত্রন করতে পারবেন (তবে মোবাইলটির নূন্যতম চালক সফটওয়ার থাকতে হবে )
চিত্রঃ২
চিত্রঃ ৩
চিত্রঃ ৪
চিত্রঃ ৫
চিত্রঃ ৬
চিত্রঃ ৭
সফটওয়ারটি বেশীর ভাগ মোবাইল ই সাপোর্ট করে।আমার গ্রামীনফোন মডেমটাও দেখি সাপোর্ট করছে।
আমি সফটওয়ারটা নিয়ে এত ঘেঁটে ঘেঁটে দেখেনি, হয়ত আরো অনেক কিছু থাকবে , আর কি কি থাকবে তা নিজেই পরখ করে নিন।
এই সফটওয়ারটাও লাইসেন্স কী সহ 4shared এ সার্চ করলেই পেয়ে যাবেন।
আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলো নেবার জন্য এসেছি !
কটিন জিনিস ভাই key তাকলে দিবেন please thanks rahman,[email protected]