MOBILedit মোবাইলের ডাটা এডিট ও বেকআপের অসাধারণ এক সফটওয়্যার

MOBILedit এমন এক সফটওয়ার যেটি দিয়ে আপনি আপনার যে কোন মোবাইলকে নিয়ন্ত্রন করতে পারবেন। আমরা জানি প্রতিটি মোবাইল কম্পিউটারে চালানোর জন্য দুধরনের সফটওয়ার লাগেঃ-চালক সফটওয়ার এবং আরেকটি হল মোবাইলকে নিয়ন্ত্রন করার জন্য সফটওয়ার ( উদাহরনঃ নকিয়ার পিসি সুইট ) ।সাধারনত পিসি সুইটের মত সফটওয়ার গুলো প্রচুর জায়গা দখল করে,তাছাড়া আপনার কাছে বা আপনার পরিবারে কয়েকধরনের মডেল থাকলে একাধিক পিসি সুইটের মত সফটওয়ার ইন্সটল করে কম্পিউটারের বোঝা বাড়াতে চাননা অনেকেই। MOBILedit দিয়েই আপনি আপনার প্রায় সব ধরনের মোবাইলই নিয়ন্ত্রন করতে পারবেন (তবে মোবাইলটির নূন্যতম চালক সফটওয়ার থাকতে হবে )

আসুন দেখে নিই MOBILedit দিয়ে কি কি কাজ করা যায় :

  • মোবাইল, সিম এবং নেটওয়ার্কের যাবতীয় তথ্য পাবেন (Including signal strength, battery status, current network operator, connection type, hardware and software revision, IMEI, ইত্যাদি ) ( চিত্রঃ ২ )
  • পিসি থেকে ডায়াল (কল) করতে পারবেন
  • পিসি থেকে SMS বা MMS পাঠাতে পারবেন খুব সহজে
  • মোবাইল, সিমের সব ডাটা  বেকআপ করতে ও প্রয়োজন অনুসারে রিস্টোর করতে পারবেন নিমিষে
  • এতে রয়েছে ফোন কপিয়ার যা দিয়ে এক ক্লিকেই এক মডেলের যাবতীয় Content( ইন্টারনাল এবং সিমসহ) অন্য মডেলের ফোনে ট্রান্সফার করতে পারবেন।( চিত্রঃ ৩ )
  • মোবাইলের ইন্টারনাল মেমোরীতে প্রয়োজনীয় সফটওয়ার ইন্সটল ও অন্যান্য মাল্টিমিডিয়া ফাইল যুক্ত করতে পারবেন।
  • অফলাইনেও মোবাইল ও সিমের ডাটা পড়তে পারবেন। (চিত্রঃ ৪)
  • রয়েছে রিংটোন ও ভিডিও এডিটর,যা দিয়ে মোবাইলের জন্য প্রয়োজনীয় মাল্টিমিডিয়া ফাইল এডিট করতে পারবেন। (চিত্রঃ ৫)
  • আরো রয়েছে mBoox, যা দিয়ে আপনি বিভিন্ন ডকোমেন্ট টেক্স আকারে লিখে বা পেস্ট করে ফোনে ইন্সটল করে মোবাইলে পড়তে পারবেন। (চিত্রঃ ৬) ডাটা কেবলের সাথে সাপোর্ট করে ব্লুটুথ,ইনফারেড এমনকি smart card reader ও (চিত্রঃ ৭)
  • এছাড়া আরও অনেক অনেক কিছু......

চিত্রঃ২

চিত্রঃ ৩

চিত্রঃ ৪

চিত্রঃ ৫

চিত্রঃ ৬

চিত্রঃ ৭

সফটওয়ারটি বেশীর ভাগ মোবাইল ই সাপোর্ট করে।আমার গ্রামীনফোন মডেমটাও দেখি সাপোর্ট করছে।

আমি সফটওয়ারটা নিয়ে এত ঘেঁটে ঘেঁটে দেখেনি, হয়ত আরো অনেক কিছু থাকবে , আর কি কি থাকবে তা নিজেই পরখ করে নিন।

এই সফটওয়ারটাও লাইসেন্স কী সহ 4shared এ সার্চ করলেই পেয়ে যাবেন।

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কটিন জিনিস ভাই key তাকলে দিবেন please thanks rahman,[email protected]

হেভি কাজের একটা জিনিস দিয়েছেন …………… আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।

সোহেল ভাই,
খুভ সুন্দর একটি মোবাইল টিপ্স দিয়েছেন। বিশেষ করে যারা একাধিক ব্রান্ডের মোবাইল ব্যবহার করেন তাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে।