মোবাইলের জনপ্রিয় ব্রাউজার Opera Mini 4 এর পর এবার Opera Mini 5 Beta বের হয়েছে। ভেবেছিলাম টেকটিউনস এ এই বিষয়ে এতদিনে লেখা হয়ে গেছে কিন্তু আজ ঢুকে দেখি এই ব্যাপারে এখনও টিউন হয় নাই। তাই আমি আমি এই টিউনটি করে অপূর্নতা দূর করলাম।
এই লিংক থেকে ডাউনলোড করা যাবে Opera Mini 5 Beta সংস্করনটি। নিচে এই সফ্টওয়্যারটির কিছু স্কিনসর্ট দেয়া হল।
সফ্টওয়্যারটি আমার কাছে দারুন লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন প্লিজ।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সাল এই টিউনটি আমি আগে করেছি ।https://www.techtunes.io/webware/tune-id/9571/ দেখ এই লিংকে