আমি গরীব মানুষ, তাই বেশি দামের ফোন ব্যাবহার করতে পারি না ! অনেক কষ্টে পুরানা একটা নোকিয়া 6120c ফোন কিনেছিলাম যা এখন কেসিং পরিবর্তন করে নতুন করেছি ! যাইহোক, আমি ইন্টারনেট ব্যাবহার করে বিভিন্ন তথ্য খুজে বের করতে ভালবাসি ! তাই বলা যায় যে আমি প্রায় 15 ঘন্টায় নেট এ ঢুকে থাকি ! আমি http://mini.opera.com থেকে যেই Opera mini পাওয়া যায় সেটি ব্যাবহার কারতাম ! কিন্তু সমস্যা হল কোন পেজে ঢুকলে 5 সেকেন্ডের জন্য সেট হ্যাং হয়ে যেত ! নেটে অনেক খোজাখুজির পর একটা Opera mini পেলাম যেটি দেখতে Firefox এর মতো ! ইন্সস্টল দিলাম কিন্তু নেটে ঢুকতে পারলাম না ! তাই server ও কিছু file edit করে ওই সফটওয়ার রিপেয়ার কারলাম ! এখন আমি খুব ভালভাবে ব্রাউজ করতে পারি ! তবে মজার বিষয় হল এই opera mini ইন্সস্টল দিলে অন্য ভারসনের opera mini overwrite হবে না ! এই সফটওয়ারটি ইন্সস্টল দিতে হলে আপনার সেট হ্যাক করা থাকতে হবে ! এটা সকল s60v3 তে সার্পট করবে ! তবে s60v5 এ করবে কিনা বলতে পারছি না ! তাই যাদের s60v5 সিরিজের সেট আছে তারা একটু টেষ্ট করা দেখবেন ! কাজ করলে কমেন্ট করবেন না করলেও কমেন্ট কারবেন ! এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন ! ডাউনলোড হয়ে গেলে ইন্সস্টল করুন ! ইন্সস্টল হয়ে গেলে দুটি আইকন দেখতে পাবেন ! যেখানে firefox লেখা আছে সেটি ওপেন করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!