সিম্বিয়ান চালিত মুঠোফোনে আনসারিং মেশিন (ব্যস্ত মানুষদের জন্য)

আমার মোবাইলে কোন টাইমে সবচেয়ে ইম্পরটেন্ট কল আসে জানেন? যখন আমি ক্লাসে থাকি! আমার মত অনেকেই আছেন যাদেরকে দীর্ঘ সময় ক্লসে বা মিটিংএ থাকতে হয়। এ সময় কেউ কল করলে “No answer” হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এ সময় ফোনের উত্তর দিয়ে আপনার প্রিয় জনকে চমকে দিতে পারেন। অথচ এর জন্য আপনাকে ফোন রিসিভ ও করতে হবে না বা টাকা খরচ করে ভয়েজ মেইল বক্স ও চালু করতে হবে না। এ কাজটি আপনি ফ্রিতে করতে পারেন যদি আপনার ফোনটি সিম্বিয়ান  (S60v5 বা S60v3) চালিত হয়।

আনসারিং মেশিনটি এখান(S60V3, S60V5) থেকে ডাউনলোড করুন। এক্সট্রাক্ট করে মোবাইলের ভার্সন অনুযায়ী ইন্সটল করুন।

s60v5 এর জন্য দুটি ভার্শ্ন আছে। আমি 1.00 এর স্ক্রিনশট দিয়েছি। 1.04 এর পদ্ধতি একই ।

এরপর keygen.exe ফাইলটি ওপেন করুন

আপনার IMEI  নাম্বারটি লিখুন। IMEI  নাম্বার জানতে মোবাইল থেকে *#০৬# চাপুন।

মেইল এড্রেস এর ঘরে যে কোন একটি লেটার লিখে কোড জেনারেট করুন।

এবার মোবাইলের এপ্লিকেশনটি ওপেন করুন।

স্ক্রিনশট লক্ষ করুন।

  • Register বাটনে ক্লিক করুন।

  • Keygen থেকে ফিল্ডগুলো পূরণ করুন।

  • Settings এ ক্লিক করলে নিচের মেন্যু আসবে। এখান থেকে Greetings বাটন এ ক্লিক করুন।

  • ছবিতে মার্ক করা বাটন এ ক্লিক করুন।

  • Record new সিলেক্ট করুন।

  • একটি মেসেজ রেকর্ড করুন।

  • মেইন মেনু থেকে আন্সারিং মেশিন অন/অফ করুন।

এই এপ্লিকেশনের আরেকটি সুবিধা হল এটি কলারের বক্তব্য রেকর্ড করে রাখতে পারে।রেকর্ড করা মেসেজগুলো এখান( )থেকে শুনতে পারবেন।

এছাড়া কাস্টমাইজ করার মত আরো অনেক অপশন পাবেন, যেমন-

  • Mute microphone(1.00 তে এই অপশন নেই)
  • Active in profiles
  • Storage
  • Pick up after
  • Record time
  • Record format
  • Show indicator
  • Play volume
  • Records lifetime

আরো অনেক গুছিয়ে লেখা যেত। ব্যাস্ততার কারণে পারলাম না।

Level 0

আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank’s but Keygen.exe kothai vai?

জিপ ফাইলটার ভিতরে

সুন্দর টিউন এবং কাজেরও বটে,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

iPhone এর জন্য কি পাওয়া যাবে?

nice

Level 0

VAI keygen.exe FILE TA TO OPEN HOSSE NA.. PLZ HELP

    @qazishamim: আমার পিসিতে ওপেন হয়েছে। দেখেন এন্টিভাইরাস কোন ঝামেলা করছে মনে হয়।

Aamar pc nai s60v3 akta phone ace; kono bhai Jodi paren tahole code ta Aamar email [email protected] send kor ben; serial number 354329043721609 thanks

Level 0

vai apni jei link disen tai toh kaj hoi nah i mean download kora jai nah!!!!!!!!!!!!!