আমার মোবাইলে কোন টাইমে সবচেয়ে ইম্পরটেন্ট কল আসে জানেন? যখন আমি ক্লাসে থাকি! আমার মত অনেকেই আছেন যাদেরকে দীর্ঘ সময় ক্লসে বা মিটিংএ থাকতে হয়। এ সময় কেউ কল করলে “No answer” হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এ সময় ফোনের উত্তর দিয়ে আপনার প্রিয় জনকে চমকে দিতে পারেন। অথচ এর জন্য আপনাকে ফোন রিসিভ ও করতে হবে না বা টাকা খরচ করে ভয়েজ মেইল বক্স ও চালু করতে হবে না। এ কাজটি আপনি ফ্রিতে করতে পারেন যদি আপনার ফোনটি সিম্বিয়ান (S60v5 বা S60v3) চালিত হয়।
আনসারিং মেশিনটি এখান(S60V3, S60V5) থেকে ডাউনলোড করুন। এক্সট্রাক্ট করে মোবাইলের ভার্সন অনুযায়ী ইন্সটল করুন।
s60v5 এর জন্য দুটি ভার্শ্ন আছে। আমি 1.00 এর স্ক্রিনশট দিয়েছি। 1.04 এর পদ্ধতি একই ।
এরপর keygen.exe ফাইলটি ওপেন করুন
আপনার IMEI নাম্বারটি লিখুন। IMEI নাম্বার জানতে মোবাইল থেকে *#০৬# চাপুন।
মেইল এড্রেস এর ঘরে যে কোন একটি লেটার লিখে কোড জেনারেট করুন।
এবার মোবাইলের এপ্লিকেশনটি ওপেন করুন।
স্ক্রিনশট লক্ষ করুন।
এই এপ্লিকেশনের আরেকটি সুবিধা হল এটি কলারের বক্তব্য রেকর্ড করে রাখতে পারে।রেকর্ড করা মেসেজগুলো এখান( )থেকে শুনতে পারবেন।
এছাড়া কাস্টমাইজ করার মত আরো অনেক অপশন পাবেন, যেমন-
- Mute microphone(1.00 তে এই অপশন নেই)
- Active in profiles
- Storage
- Pick up after
- Record time
- Record format
- Show indicator
- Play volume
- Records lifetime
আরো অনেক গুছিয়ে লেখা যেত। ব্যাস্ততার কারণে পারলাম না।
আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।
Thank’s but Keygen.exe kothai vai?