এবার আপনার S60V3/V5 রির্স্টাট ও শাটডাউন দিন সফটওয়্যার দিয়ে। আমি আগে এই রকম একটি টিউন করেছিলাম। কিন' ওই সফটওয়্যারে কোন স্কিন বা সাউন্ড ছিল না। এখন যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো এটি সুন্দর একটি সফটওয়্যার। এটি দিয়ে আপনি আপনার S60V3/V5 রির্স্টাট ও শাটডাউন দিতে পারবেন এবং মনে হবে মোবাইল না যেন উইন্ডোস ৭ অপারেটিং সিস্টেমে চালিত কোন কম্পিউটার বন্ধ হচ্ছে। আর বেশি ভাষণ দিতে চাই না এবার কাজে আসি। এই সফটওয়্যারটি আপনার ফোনে ইন্সস্টল করতে হলে কিছু কম্পোনেন্ট আপনার ফোনে থাকতে হবে। এগুলো হল Python, Python Script Shell, Extra Power Module Pack । যদি না থাকে তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Python v1.45 for s60v3/v5
Python Script Shell v1.45 for s60v3/v5
Extra Power Module Pack for s60v3/v5
কম্পোনেন্টগুলো ডাউনলোড হয়ে গেলে ফোন মেমোরিতে এগুলো ইন্সস্টল দিন।ইন্সস্টল হয়ে গেলে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। এরপর ডাউনলোড হয়ে গেলে ফোন মেমোরিতে ইন্সস্টল দিন। কাজ শেষ।
এখন সফটওয়্যারটি ওপেন করুন।
এবার রির্স্টাট দিবেন না শাটডাউন দিবেন? কতক্ষন পর শাটডাউন দিবেন? অপশন থেকে নির্বাচন করুন।
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
আমার মোবাইল Nokia N78 এ soft টি install হযেছে কিন্তু run হযনা plz help