বিটম্যাপ ফন্ট ব্যবহার ছাড়াই ‘অপেরা মোবাইল’এ বাংলা দেখুন, খরচ বাঁচান (সিম্বিয়ান)

অপেরা মোবাইল/অপেরা মিনি নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্রাউজার। কিন্তু আমাদের অতি প্রিয় এই ব্রাউজারটি বাংলা সমর্থন করে না। বিটম্যাপ ফন্ট ব্যবহার করে বাংলা দেখা গেলেও এতে অনেক অনেক বেশি ডাটা খরচ হয়। সিম্বিয়ান স্মার্টফোনে বাংলা না থাকায় অপেরার বাংলা ভার্সন ও ব্যবহার করা যায় না।

সিম্বিয়ান চালিত স্মার্টফোনে কিভাবে বাংলা ফন্ট ইন্সটল করতে হয় তা মোটামুটি সবাই জানেন। কিন্ত দুঃখের বিষয় অপেরা সিস্টেম ফন্ট ব্যবহার করে না, তার নিজস্ব ফন্ট ব্যবহার করে। তাই ফোনে বংলা থাকলেও লাভ নেই। কিন্তু আমরা যদি অপেরার নিজস্ব ফন্টগুলো খুঁজে বের করতে পারি তবে আমাদের পছন্দের ফন্টও ব্যবহার করতে পারব।

চলুন দেখি কিভাবে এটি করা যায়-

  • Vrinda ফন্টটি এখান থেকে নামিয়ে নিন।
  • যদি ‘অপেরা মোবাইল’ চালু করা থাকে তবে সেটি বন্ধ করুন।
  • মোবাইলের যে কোন একটি ফাইল ম্যানেজারের(ডিফল্ট ফাইলম্যানেজার নয়) সাহায্যে E:\system\apps\operamobile\fonts এবং E:\system\apps\operamobile\fonts2 ফোল্ডারদুটি বের করুন। ফোল্ডারদুটির ব্যাক আপ রাখুন।
  • Vrinda ফন্টের ৭টি কপি তৈরি করুন।
  • ৬টি কপি এভাবে রিনেম করুন-

DroidSans.ttf

DroidSansArabic.ttf

DroidSans-Bold.ttf

DroidSansHebrew.ttf

DroidSansMono.ttf

DroidSansThai.ttf

এবং এ ৬টি ফাইল E:\system\apps\operamobile\fonts ফোল্ডারে পেস্ট করুন।

  • বাকি একটি কপিকে এভাবে রিনেম করুন-

DroidSansFallback.ttf

এবং একে E:\system\apps\operamobile\fonts2 ফোল্ডারে পেস্ট করুন।

  • এত ঝামেলা করতে না চাইলে এখান থেকে আমার তৈরি করা ফোল্ডারটি নামিয়ে নিন এবং এক্সট্রাক্ট করে E:\system\apps\  ডিরেক্টরিতে পেস্ট করুন।

আমি s60v5 (Nokia 5233) এ পরীক্ষা করেছি। অন্য ভার্সনে কাজ করবে কিনা sure না।

আগেই কেউ করে থাকলে জানাবেন।

Level 0

আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই পদ্ধতি আগেথেকেই জানি। কিন্তু http://img43.imageshack.us/img43/3491/scr000069r.jpg
এরকম বাংলা দেখে তো লাভ নাই ভাইজান।

আর এরকম বাংলা দেখার জন্য সবগুলি ফন্ট রিপ্লেস করার দরকার নাই। শুধু যেকোন একটা বাংলা Unicode ফন্ট DroidSans.ttf নামে রিনেম করে রিপ্লেস করে দিলেই হয়। বাকিগুলার দেয়ার দরকার নেই।
আর ফন্ট চেন্স করা যদি ঝামেলার মনেহয় তাহলে http://anything.wapglee.com/htdocs/files/upload/anything/Opera_mobile_bangla_font_signed.sisx এই সফটটি ইন্সটল করলেই অটোমেটিক ফন্ট রিপ্লেস হয়ে যাবে কিছু করতে হবে না 🙂

আর আপনি যে বলেছেন “খরচ বাচান” এই কথাটি ঠিক না। কারণ ওপেরা মোবাইলে বাংলা সাপোর্ট থাকলেও অপেরা মিনির থেকে প্রচুর পরিমানে ডাটা খরচ হয় তাছাড়া অপেরা মোবাইল স্লোও বটে !

ধন্যবাদ।

    @সাইফুল ইসলাম: যারা জানে না তাদের জন্য।

    আমি শুধু ১টা ফন্ট রিপ্লেস করসিলাম, পরে দেখলাম কোন লাভ হয় না। আমার বোঝার ভুল ও হতে পারে।

    চারকোনা বক্স এর চেয়ে তো http://img43.imageshack.us/img43/3491/scr000069r.jpg
    এটা ভাল, কি বলেন?

    খরচ বাচানোর ব্যপারটা আপনে ধরতে পারেন নাই। বিটম্যাপ ফন্ট লোড হইলে যে পরিমান ডাটা যায়, তার তুলনায় অনেক কম খরচ।
    মন্তব্যের জন্য ধন্যবাদ

    vai apner facebook id give me my facebook id [email protected]

Level 0

ধন্যবাদ। মোবাইল এ বাংলা লেখা পড়ার জন্য কোন ব্রাউজার সবচেয়ে ভালো হবে কেউ বলতে পারবেন?

UC BROWSES এ বাংলা দেখার কোন সফ্ট থাকলে দেন সাইফুল ভাই

onek dhonnobad, ekhan theke font change somporke sikhlam,

ভাই আমি Nokia 6630 phone use করি।বাংলা দেখার জন্য অপেরা ব্যাবহার করি।অপেরা ছাড়া আমার ফোনে বাংলা দেখার কি কোন উপায় আছে?যদি থাকে তাহলে প্লিছ বলেন।

Level 0

gp crystal android 2.1 e bangla support kore na. rooting chara ki bangla dekha/lekha sombhob?
ami multiling keyboard app try korsilam. bangla keyboard o aschilo. kintu bangla dekha jay na. opera teo lekhar somoy dekha jay na. tobe post korar pore webpage e dekha jay.

    @rakeen: Apni Avro try korte paren. Tobe Avro 2.1e cholbe kina sure na. Amar net ny. Mobile theke comment korsi. Ty apatoto er che beshi help korte parlam na.

Level 0

uc browser a bangla dekhbo ki kore?

Level 0

উহু, আমার তো কাজ হচ্চে না। কাজ শেষে বিট-মেপ অফ করে তো কোনো লাভ হ্ লো না। বক্স ই আশে……।

    @MD_JIBON: Plz double check. Ami kintu mobile thekei apnader bangla comment gulor uttor dichchhi!

Level 0

Thanks brother for good information .

techtunes.io ar moto valo kono wap site asa jane na vai apnara janla jana ben?

টিটিতে কি ভাবে আমার ছবি যুক্ত করব দয়া করে কেউ বলবেন কি ?