অপেরা মোবাইল/অপেরা মিনি নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্রাউজার। কিন্তু আমাদের অতি প্রিয় এই ব্রাউজারটি বাংলা সমর্থন করে না। বিটম্যাপ ফন্ট ব্যবহার করে বাংলা দেখা গেলেও এতে অনেক অনেক বেশি ডাটা খরচ হয়। সিম্বিয়ান স্মার্টফোনে বাংলা না থাকায় অপেরার বাংলা ভার্সন ও ব্যবহার করা যায় না।
সিম্বিয়ান চালিত স্মার্টফোনে কিভাবে বাংলা ফন্ট ইন্সটল করতে হয় তা মোটামুটি সবাই জানেন। কিন্ত দুঃখের বিষয় অপেরা সিস্টেম ফন্ট ব্যবহার করে না, তার নিজস্ব ফন্ট ব্যবহার করে। তাই ফোনে বংলা থাকলেও লাভ নেই। কিন্তু আমরা যদি অপেরার নিজস্ব ফন্টগুলো খুঁজে বের করতে পারি তবে আমাদের পছন্দের ফন্টও ব্যবহার করতে পারব।
DroidSans.ttf
DroidSansArabic.ttf
DroidSans-Bold.ttf
DroidSansHebrew.ttf
DroidSansMono.ttf
DroidSansThai.ttf
এবং এ ৬টি ফাইল E:\system\apps\operamobile\fonts ফোল্ডারে পেস্ট করুন।
DroidSansFallback.ttf
এবং একে E:\system\apps\operamobile\fonts2 ফোল্ডারে পেস্ট করুন।
আমি s60v5 (Nokia 5233) এ পরীক্ষা করেছি। অন্য ভার্সনে কাজ করবে কিনা sure না।
আগেই কেউ করে থাকলে জানাবেন।
আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।
এই পদ্ধতি আগেথেকেই জানি। কিন্তু http://img43.imageshack.us/img43/3491/scr000069r.jpg
এরকম বাংলা দেখে তো লাভ নাই ভাইজান।
আর এরকম বাংলা দেখার জন্য সবগুলি ফন্ট রিপ্লেস করার দরকার নাই। শুধু যেকোন একটা বাংলা Unicode ফন্ট DroidSans.ttf নামে রিনেম করে রিপ্লেস করে দিলেই হয়। বাকিগুলার দেয়ার দরকার নেই।
আর ফন্ট চেন্স করা যদি ঝামেলার মনেহয় তাহলে http://anything.wapglee.com/htdocs/files/upload/anything/Opera_mobile_bangla_font_signed.sisx এই সফটটি ইন্সটল করলেই অটোমেটিক ফন্ট রিপ্লেস হয়ে যাবে কিছু করতে হবে না 🙂
আর আপনি যে বলেছেন “খরচ বাচান” এই কথাটি ঠিক না। কারণ ওপেরা মোবাইলে বাংলা সাপোর্ট থাকলেও অপেরা মিনির থেকে প্রচুর পরিমানে ডাটা খরচ হয় তাছাড়া অপেরা মোবাইল স্লোও বটে !
ধন্যবাদ।