বন্ধুগন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। কিছু দিন পূর্বে বাংলালিংক সিমের Online Service সম্পর্কে আপনাদের জন্য একটি টিউন লিখেছিলাম। আপনাদের প্রচুর ভাল লাগার কথা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আজ আপনাদের জন্য/রিকোয়েস্টের কারনে গ্রামীন ফোনের অনলাইন সার্ভিস নিয়ে একটি টিউন পোস্ট করলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাহলে দেরী না করে আপনার গ্রামীন ফোন সিমের সব তথ্য জেনে নিন অনলাইনে।
দেখে নিন কি কি তথ্য পাবেন গ্রামীনফোন Online Service টি তে।
১। আপনার সিমের সর্ব শেষ ৫০টি কল লিষ্ট দেখতে পারবেন (আওউগোয়িং এবং ইনকামিং)
২। আপনার সিমের বর্তমান ব্যলেন্স দেখতে পারবেন এবং সর্বশেষ কত টাকা রিচার্য করেছেন তাও দেখতে পারবেন।
৩। গত তিন মাসের মধ্যে আপনার সিমে কত টাকা ফ্লেক্সি ঢুকিয়েছেন তারিখ সহ দেখতে পারবেন।
৪। আপনার FnF নাম্বার দেখতে পারবেন।
৫। আপনার সিমটি কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৬। আপনার সিমটির প্যাকেজ পরিবর্তন করতে পারবেন।
৭। FnF নাম্বার চেইঞ্জ করতে পারবেন।
৮। ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।
৯। মিস কল এলার্ট একটিভ/ডিএকটিভ করতে পারবেন।
১০। সিমটি মাইগ্রেশন করতে পারবেন (প্রিপেইড এর ক্ষেত্রে)।
আরো বহু সার্ভিস আছে যা আপনি নিজেই পারবেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন সার্ভিস এড হচ্ছে।
তাহলে দেখে নিন কি ভাবে কি করতে হবে।
প্রথমে আপনাকে নিচের লিংক এ যেয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
https://webserv.grameenphone.com/ecare/faces/Logout.jsp
তার পর
নিচের মত একটি পেইজ আসবে Registar Now এ ক্লিক করুন।
তার পর নিচের চিত্রের মত একটি পেইজ আসবে। সব গুলো বক্স পূরণ করুন।
ঠিক নিচের মত সব গুলো তথ্য দিন।
তার পর নিচের মত একটি পেইজ আসবে। ওকে তে ক্লিক করুন। আপনার রেজিষ্ট্রেশন হয়ে গেছে। এবং সাথে সাথে আপনার মোবাইলে একটি সংক্রিয় পাসওয়ার্ড পাঠানো হবে।
তার পর নিচের মত আরেকটি পেইজ আসবে। এখানে বলা হয়েছে আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়েছে। এই সিকিউরিটি কোডটি যে কোন সার্ভিস দেখতে কিংবা কোন সার্ভিস একটিভ করতে এই কোডটি দিতে হবে।
তার পর আপনার মোবাইলে আসা পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিন। আপনি চাইলে নতুন একটি পাসওয়ার্ড নিতে পারেন। মোবাইলে আসা পাসওয়ার্ডটি current Password এ দিন। তার পর New Password এ আপনার ইচ্ছা মত দিতে পারেন।
তার পর আপনার রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল। এখন শুধু সার্ভিস টির স্বাধ নেবার পালা।
তার পর আপনার মোবাইলের সব তথ্য দেখুন
প্রথমে লগিং করুন
নিচের লিংক এ ক্লিক করুন। (পরবর্তীতে লগিং করতে)
তার পর দেখুন আপনার বিলিং সার্ভিসটি
আপনাদের একটি সার্ভিস দেখাব, আমার কল লিস্ট টি দেখুন।
প্রথমে Billing Service এ ক্লি করুন। তার পর View Call Details এ ক্লিক করুন। তার নিচের চিত্রের মত একটি পেইজ আসবে।
তার Submit এ ক্লিক করুন। Submit এ ক্লিক করার পর নিচের মত আরেকটি চিত্র আসবে
আপনার মোবাইল এ মেসেব অপশন থেকে Session Security Code টি দিয়ে Submit এ ক্লিক করুন।
তার পর দেখুন আপনার কল লিষ্ট
কোন সমস্যা হলে কমেস্টস এ জানাবেন। সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.
Xotilll সুন্দর কাজে লাগবে