কনকনে শীতে আশাকরি সকলেই ভাল আছেন ।
(যারা জানেন্না তাদের জন্য এই টিউন)
আমার মত যারা হতভাগা । তাদের কতইনা ইচ্ছা যদি UK যেতে পারতাম । কতইনা স্বপ্ন !!!
নিরাশ হবেন্না বন্ধুরা । UK যেতে না-ই বা পারলাম, সান্তনা হিসেবে UK মোবাইল নাম্বার যদি ইউস করতে পারি তাও আবার বিনামুল্লে, মন্দ কি তাতে? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে, কিভাবে UK নাম্বার ইউস করবেন সম্পূর্ণ ফ্রীতে ।
১। এই লিঙ্ক এ জান এবং রেজিস্টার করুন । এখানে আপনি যে নম্বরটি ইউস করেন সেটি দিবেন । Target phone number এ আপনার দেশ নিরবাছন করুন এবং আপনার ফোন নম্বরটি 880 বাদ দিয়ে আরম্ভ করুন । উধারনঃ 1712345678, 1912345678, 1812345678
২। Go To Your Account এ ক্লিক করুন । আপনার কাজ শেষ । আপনি আপনার UK নম্বরটি দেখতে পারছেন । এবার আপনার UK নম্বরটিতে অন্য এক্তা নাম্বার দিয়ে কল দিন, কি? কিছু বোঝা যাচ্ছে? অবাক কান্ড ।
যাদের আত্মীয় রা দেশের বাইরে থাকেন তাদের উপকার হবে । কারন UK LOCAL নম্বরে কল চার্জ কম কাটে ।
যদি ভাল লাগে তাহলে অবশ্যই মন্তব্য জানাতে ভুল করবেননা বন্ধুরা ।
ঘুরে আস্তে পারেন । sarwar4all.blogspot.com
আমি Sarwar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক টিউনে এই সাইটটি নিয়ে আরও কয়েক বার টিউন করা হয়েছে