কম্পিউটার হতে চালু করুন মোবাইলের সফটওয়্যার, খেলুন মোবাইল গেমস, করুন Mig33 চ্যাট

আমার ব্যক্তিগতভাবে একটা আক্ষেপ ছিল ইস, মিগ৩৩ চ্যাট যদি কম্পিউটার হতে করতে পারতাম কারণ জীবনের প্রথম চ্যাট মিগ৩৩ দিয়ে শুরু করেছিলাম আবার মোবাইলের কোন সফটওয়্যার বা গেমস নিয়ে লিখতে গেলেও সমস্যায় পড়তাম কারণ আমার মোবাইল মাল্টিমিডিয়া না সাধারন মোবাইল।আজকে এর একটা ফাটাফাটি সলিউশন পেলাম এবার হতে মোবাইলের সবকিছু মানে সফটওয়্যার যেমন ওপেরা গেমস ,চ্যাট সবকিছুই করা যাবে কম্পিউটার হতে আর একেবারে সহজে।

তাহলে চলুন পুরো ব্যাপারটা বিস্তারিত জানি

  • কম্পিউটারে মোবাইলের সফটওয়্যারগুলো চালানোর জন্য Sjboy J2ME Emulator নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তাহলে প্রথমে এই লিংক হতে Sjboy J2ME Emulator সফটওয়্যারটি ডাউনলোড করুন সাইজ ১.২ মেগা। এবার ইন্সটল করে নিন।
  • এবার আপনার পছন্দের মোবাইল সফটওয়্যারটির উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করুন
  • এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।

sjboy emulator

মনে রাখবেন মোবাইলের জাভা সফটওয়্যারগুলো নেট হতে কম্পউটারে ডাউনলোড করলে জিপ আকারে থাকে। জিপ ফাইলকে আনজিপ করার কোন প্রয়োজন নাই শুধুমাত্ত কার্সর রেখে রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।

আরেকটা কথা জাভা সফটওয়্যারগুলো যেমন ওপেরা মিনি ,মিগ৩৩ খুব সহজেই কম্পিউটারে ওপেন করে ব্যবহার করা যায় কিন্তু সিমবিয়ানগুলো ওপেন করতে নকিয়া পিসিসুট ইন্সটল করা লাগে এবং ওপেন করতে অনেক ঝামেলা হয় কারণ সফটওয়্যারটি মূলত জাভা সফটওয়্যারের জন্য তৈরী।

Getjar হতে কম্পউটারে কোন মোবাইল সফটওয়্যার নামানোর সময় মোবাইলের মডেল নাম্বার চায় সেক্ষেত্তে আপনার ইচ্ছামত যেকোন মডেল সিলেক্ট করে দিন তাহলেই চলবে। আর মোবাইলের সকল সফটওয়্যার, গেইমস Getjar এ পাবেন।

আর কোন সমস্যা হলে জানাবেন। সবাই ভাল থাকবেন

আমার বাঙলা ব্লগে আগে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
খুবই চমকপ্রদ একটা টিউন করেছেন ।
মামুন ভাই,
মিগ৩৩ সম্পর্কে একটু বিস্তারিত লিখলে উপকৃত হতাম ।

    ভাই getjar হতে মিগ৩৩ টি নামিয়ে নিন এবার মিগ৩৩ এর জিপ ফাইলের রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন।এবার মিগ এর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন বা নতুন একাউন্ট করুন তাহলে হবে ।এর ভিতরে ঢুকলেই সব বুঝতে পারবেন

Sjboy J2ME Emulator ডাউনলোড করেছিলাম কাজ করে না ।

    ডাউনলোড করার পর ইন্সটল করেন ।কেন কাজ করেনা বুঝতেছিনা

    Level 0

    জাভা রানটাইম ইন্সটল থাকা লাগবে, আপনার পি সি তে আপডেটেড জাভা রানটাইম আছে তো?? (JRE)

ধন্যবাদ মামুন ভাই।

সেইরকম ভাই। আমিও মিগের ফ্যান। অনেক কাজে লাগবে।

ভাই এইটা download কোরসি কিন্তু কাজ করে না?

    আপনাদের কেন সমস্যা হচ্ছে বুঝতে পারতেছিনা

Level 0

“…মনে রাখবেন মোবাইলের জাবা সফটওয়্যারগুলো…” দয়া করে জাবা শব্দ টি ঠিক করে ‘জাভা’ লিখে দিন। তা না হলে, আপনাকে মামুন ভাই এর পরিবর্তে ‘ মামুন বাই ‘ বলা ছাড়া অন্য উপায় থাকবে না। ধন্যবাদ

Level 0

Software টি কাজের, এটি সরাসরি আমার PC তে ও রান করেনি। আমি আমার জাভা .jar ফাইল দিয়ে open করতে পেরেছি।
যাইহোক এটি ছাড়াও আপনারা Sun Microsystems, Inc. এর J2ME Wireless Toolkit Software টি ডাউনলোড করতে পারেন এটিই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভাল এই কাজের জন্য। আর জাভা রানটাইম তো অবশ্যই লাগবে।

জাভা রানটাইম -এর একটি লিংক দিলে উপকৃত হতাম !!!!!!

ধন্যবাদ
স্যার,আরাহান।
>>>>>>>>

jewel ভাই,
Sun Microsystems, Inc. এর J2ME Wireless Toolkit Softwareএর লিংক দিলে ভালো হতো।
আমার পিসিতে জাভা রানটাইম ইন্সটল করা আছে ।
Sjboy J2ME Emulatorদিয়ে কাজ করতে পারিনি ।

Eita die ki ”supgr bluetooth hack” software ta chalano jabe computer e ?

    আমি ট্রাই করে দেখিনি ।আপনি ট্রাই করে দেখতে পারেন।ভাল থাকবেন

    Ami thik parchhi na bodh hoy.Apni jodi ektu try kore bolen to khub valo hoy.
    Thanks for the Reply.

    আচ্ছা দেখি।আপনি আমাকে গুগল টকে অ্যাড করে নিতে পারেন।আমার গুগলটক সবসময় খোলা থাকে। [email protected]

মামুন ……।মিগ ৩৩ ছাইরা দিছি রে ভাই…তবে এখনও সাভার রুলজ gang এর নাম সবাই জানে……কারন আমরাই মিগ এর সবচে বড় আতঙ্ক……হি হি হি

    হুম এখন হল কুবাকুবি গুপের সময় আমরাই এখন আতঙ্ক

প্রিয়তে ……..

Level New

HA HA:D