আমার ব্যক্তিগতভাবে একটা আক্ষেপ ছিল ইস, মিগ৩৩ চ্যাট যদি কম্পিউটার হতে করতে পারতাম কারণ জীবনের প্রথম চ্যাট মিগ৩৩ দিয়ে শুরু করেছিলাম আবার মোবাইলের কোন সফটওয়্যার বা গেমস নিয়ে লিখতে গেলেও সমস্যায় পড়তাম কারণ আমার মোবাইল মাল্টিমিডিয়া না সাধারন মোবাইল।আজকে এর একটা ফাটাফাটি সলিউশন পেলাম এবার হতে মোবাইলের সবকিছু মানে সফটওয়্যার যেমন ওপেরা গেমস ,চ্যাট সবকিছুই করা যাবে কম্পিউটার হতে আর একেবারে সহজে।
মনে রাখবেন মোবাইলের জাভা সফটওয়্যারগুলো নেট হতে কম্পউটারে ডাউনলোড করলে জিপ আকারে থাকে। জিপ ফাইলকে আনজিপ করার কোন প্রয়োজন নাই শুধুমাত্ত কার্সর রেখে রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।
আরেকটা কথা জাভা সফটওয়্যারগুলো যেমন ওপেরা মিনি ,মিগ৩৩ খুব সহজেই কম্পিউটারে ওপেন করে ব্যবহার করা যায় কিন্তু সিমবিয়ানগুলো ওপেন করতে নকিয়া পিসিসুট ইন্সটল করা লাগে এবং ওপেন করতে অনেক ঝামেলা হয় কারণ সফটওয়্যারটি মূলত জাভা সফটওয়্যারের জন্য তৈরী।
Getjar হতে কম্পউটারে কোন মোবাইল সফটওয়্যার নামানোর সময় মোবাইলের মডেল নাম্বার চায় সেক্ষেত্তে আপনার ইচ্ছামত যেকোন মডেল সিলেক্ট করে দিন তাহলেই চলবে। আর মোবাইলের সকল সফটওয়্যার, গেইমস Getjar এ পাবেন।
আর কোন সমস্যা হলে জানাবেন। সবাই ভাল থাকবেন
আমার বাঙলা ব্লগে আগে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
খুবই চমকপ্রদ একটা টিউন করেছেন ।
মামুন ভাই,
মিগ৩৩ সম্পর্কে একটু বিস্তারিত লিখলে উপকৃত হতাম ।