টেকনোলজির খোজ-খবর যারা রাখেন তারা জানেন যে পৃথিবীর এক নাম্বার মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া তাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনকে বেছে নিয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ফোন অসাধারন (আমি বর্তমানে একটি উইন্ডোজ ফোন ব্যাবহার করছি), এবং আমি নোকিয়ার এই সিদ্ধান্তকে স্বাগাত জানাই।
মুল প্রসঙ্গে আসি। ভাষাভাষির সংখার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। ২৫ কোটি মানুষের মুখের ভাষা এই বাংলা। তা সত্ত্বেও অ্যাপলের আইফোনের আই-ওএস ছাড়া আর অপারেটিং সিস্টেম বাংলা সাপোর্ট করেনা। না হালের জনপ্রিয় অ্যান্ড্রয়েড, না মৃতপ্রায় ও এই উপমহাদেশে জনপ্রিয় সিম্বিয়ান, কোন অপারেটিং সিস্টেমই বাংলা সাপোর্ট করেনা। আমি এখানে বাংলা সাপোর্ট করা বলতে অপেরা মিনি দিয়ে বাংলা দেখার কথা বলছিনা, পুরো অপারেটিং সিস্টেম জুড়ে বাংলা সাপোর্টের কথা বলছি যা এখন পর্যন্ত শুধুমাত্র আইফোনই করে থাকে। উইন্ডোজ ফোনে বাংলা সাপোর্ট অত্যন্ত জরুরী, আমাদের জন্য। এবং এটির জন্য খুব বেশি কিছু করা লাগবেনা আপনার। মাইক্রোসফটের ফিচার সাজেশন ফোরামে আপনার ফেইসবুক/ইমেইল আইডি দিয়ে লগইন করে বাংলা ভাষা সাপোর্টের জন্য সর্বোচ্চ তিনটি ভোট দিন, যত বেশী ভোট পরবে বাংলার জন্য, আমাদের চান্স তত বাড়বে। ১৬ কোটি (?) মানুষের দেশ বাংলাদেশ কি বাংলার জন্য ১৬ হাজার ভোটও দিতে পারবে না? জাতি হিসেবে আর কতকাল পিছিয়ে থাকবো আমরা? মুখ দিয়ে নিজ ভাষা/দেশের জন্য জান দিয়ে দেই, বাস্তবে নিজেদের কাজেকর্মে তার কতটুকুর প্রতিফলন থাকে? আমরা কি তাহলে হিপোক্রিটের জাতি??
যাই হোক, স্মার্টফোনের জগতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য প্লীজ প্লীজ প্লীজ নিচের লিঙ্কে ভোট করুন, আমাদের ভাষাকে আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, ধন্যবাদ।
আপডেটঃ এই পোস্টটি গতকাল সন্ধ্যায় পোস্ট করা হয়েছিলো। পোস্ট করার আগে বাংলার জন্য ভোট পরেছিলো ৮৭৫ টি, বর্তমানে ১২২৩ টি। র্যাঙ্কিং ৩১। টপ টেনে ঢোকার জন্য ৫০০০ এর মত ভোট লাগবে। আমরা কি পারিনা বাংলার জন্য বাকী ৩৮০০ ভোট জোগাড় করতে? ২৫ কোটি মানুষের মুখের ভাষার জন্য ৫ হাজার ভোট খুব বেশী কিছু হবার কথা না। আর একটা সুবিধার ব্যাপার হলো আপনি আপনার সব ইমেইল আইডি দিয়ে এক পিসি দিয়েই একাধিক বার লগইন করে প্রতিবার সর্বচ্চো ৩ টি ভোট দিতে পারবেন। ভোট করার লিঙ্কঃ
আমি Aminul Ahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Open Book | Optimist | Proud Father | Self-content | Gadget-obsessed | Nokian | Cricket | Audiophile | Homer Simpson | Ferdinand Griffon | Mymensingh |
এই পোস্ট টি স্টিকী করা হোক। সবাই এই কমেন্টসটি কপি করে দিবেন, তাহলে তারা রেফারেন্স পাবে।
Please arrange Bengali language in Windows Smart Phone. Because with nearly 300 million total speakers, Bengali is one of the most spoken languages (ranking sixth) in the world (Ref: http://en.wikipedia.org/wiki/Bengali_language).
Furthermore, ‘International Mother Language Day’ originated as the international recognition of Language Movement Day, which has been commemorated in Bangladesh (formerly East Pakistan) since 1952, when a number of University of Dhaka students were killed by the Pakistani police and army in Dhaka during Bengali Language Movement protests (Ref: http://en.wikipedia.org/wiki/International_Mother_Language_Day)
Plus, UNESCO has declared the Bengali language to be the sweetest language of the world.