গতকাল টেকটিউনসে একটা টিউন করেছিলাম স্যামসাং-এর ১২ মেগাপিক্সেল ৩x অপটিক্যাল জুম ক্যামেরা মোবাইল নিয়ে।যারা ভেবেছেন বাহ বিশ্ব তো অনেক এগিয়ে গেছে তারা এখন আবার একটু নড়েচড়ে বসুন।কারন স্যামসাং-এরই আরেক জাদুকরী মোবাইল নির্মাণের প্রকল্প নিয়ে এইবারের টিউন।
আচ্ছা আপনার পিসির প্রসেসর কত গতির বলুনতো।সেটা কি এখনো পুরাতন জমানার মেগাহার্জ প্রসেসরবিশিষ্ট?তাহলে এইজাতীয় পিসিকে লজ্জা দিতেই মোবাইল বাজারে ১ গিগাহার্জের প্রসেসর নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং।শুধু কি তাই!আপনার ডিজিটাল ক্যামেরাকেও টিটকারি মারতে এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক এই দুটোর সক্ষমতাও দেয়া হচ্ছে একে।
খুব বেশি দিন হয়নি স্যামসাং তাদের ১ গিগাহার্জ মোবাইল প্রসেসর 'হামিং বার্ড'-এর কথা ঘোষনা করেছিল।সবাইই খুব অবাক হয়েছে তাদের নতুন এই ঘোষনা শুনে যে,এবার তার সাথে এইচডি ভিডিও নিয়েও মাতামাতি চলছে।এতোটা আসলে কেউ আশা করেনি।১ গিগাহার্জ প্রসেসর ARM Cortex-A8 বিশিষ্ট মোবাইল প্রসেসরের সাথে এবার সংযুক্ত করা হচ্ছে ১০৮০পি ৩০ এফপিএস ভিডিও রেকর্ড করার সক্ষমতা সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা চিপকে।এই প্রসেসরে বিদ্যুত খরচ কমাবার জন্য ৪৫ ন্যানোমিটার আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে যা মোবাইল ডিভাইসে এতো পাওয়ারফুল পারফরম্যান্স পাবার জন্য অত্যাবশ্যকীয়।আর ক্যাশ মেমোরি হচ্ছে এল২ ৫১২ কিলোবাইট।
এই প্রসেসরের মধ্য থাকছে বিল্ট ইন থ্রিডি ইঞ্জিন যা কিনা ১০৮০পি ফুল এইচডি ভিডিও চালাতে ও তা ৩০ এফপিএস-এ রেকর্ড করতে সক্ষম।১০৮০পি ফুল এইচডির একটা মাজেজা বলি।আপনি আপনার ৯৪৫/৯৬৫/জি৩১/জি৩৫ চীপসেটের ডুয়েল কোর পিসিতেও এক্সটার্নাল এজিপি ছাড়া এই ভিডিও সম্পূর্ণ ভালোভাবে রান করাতে পারবেন কিনা তা আসলে একটু ভেবেই দেখার বিষয়!সেখানে মোবাইলে!থাক!কিছু নাই বলি!এখানেই ক্ষান্ত হয়নি স্যামসাং।মোবাইলে নাকি আবার এইচডিএমআই ১.৩ ও ব্লুটুথ ২.০ ইন্টারফেস থাকবে! হালের দামি মাদারবোর্ডেও কিন্তু এখনো এইচডিএমআই ১.৩ ইন্টারফেসটি এতোটা সহজলভ্য হয়ে ওঠেনি।
এইটা কিন্তু মেইন প্রসেসরের কথা বললাম কথা বললাম এতোক্ষণ।এবার আসি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা চীপের কথায়।হ্যা পাঠক আমাদা সিস্টেম অন-চীপ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে,ফলে ছবির কোয়ালিটি ডিজিটাল ক্যামেরার চেয়ে কোনো অংশে কম হবে না,স্যামসাং-এর বিজ্ঞাপনে এইটাও একটা মুখ্য উপাদান বটে।আর বলা বাহুল্য এই ইমেজ সেন্সর ও মেইন প্রসেসরের থ্রিডি ক্যালকুলেশনের ক্ষমতাই এই ফনকে দিয়েছে এইচডি ভিডিও ধারন করার পর্যাপ্ত হার্ডওয়ার সাপোর্ট।ক্যামেরায় আরো থাকছে জেনন ফ্ল্যাশ, অটোফোকাস আর নতুন না হলেও উল্লেখ করার মতো ফিচার ডিজিটাল ক্যামেরার আদলে মেকানিক্যাল শাটার।
এখন পর্যন্ত পাওয়া খবরানুযায়ী আগামী বছরের জানুয়ারী থেকে স্যামসাং বাণিজ্যিকভাবে এই স্মার্টফোনের উৎপাদন শুর করবে।মডেল নাম্বার থেকে শুরু করে বাদবাকি ফিচার এখনো আমাদের অজানা।তবে শুধু প্রসেসর হয়তো এই বছরের শেষ নাগাদ আমরা দেখতে পেতে পারি।আর আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই এই সেট আলোর মুখ দেখতে যাচ্ছে,বিশেষজ্ঞদের অন্তত তাই ধারণা।
অরিজিনাল পোস্ট আর ১ গিগাহার্জ প্রসেসরের সম্পর্কে আরো তথ্য জানতে এই পোস্টটা দেখে আসতে পারেন.
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
আগাম খবর দেওয়ার জন্য ধন্যবাদ ।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!