এক ঘড়িতে সব কিছু, এখন আর মোবাইল কেন?

watch-with-integrated-cell-phone1

হলিউড মুভি Spy Kids দেখেছেন।আমি যখন দেখতাম তখন ভাবতাম আমার যাদি এরকম ঘড়ির ভেতর এতসব থাকত তাহলে কেমন হত? হয়তো আমার মত এ রকম অনেকেই ভাবতো। তখন অবশ্য জিনিসটা ছিল কাল্পনিক। কিন্তু এখন সেই কল্পনা নিল বাস্তবে রূপ। হ্যা,আসলেই কথাটা সত্যি।এই ঘড়ি কখনো হবে এমপিথ্রি, কখনো হবে মোবাইল,কখনো হবে ক্যামেরা,কখনো হবে এলার্ম। ঘড়িটি GSM প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, 1GB মেমোরি কার্ড সাপোর্ট,ভাইব্রেশন,সেভেন কালার লাইট, ব্লুটুথ, ইনকামিং ও আউটগোয়িং কল সুবিধা এবং আরো অনেক কিছু। এর দাম রাখা হয়েছে 47 US ডলার অথবা 300 ইউরো।

van-der-leer-mw2-440

টিউন পরার জন্য ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্য করবেন।

[পোস্টটির প্রথম প্রকাশ ILoveUBangladesh.Blogspot.Com]

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami knite chai,,

আরো কম দামে পাওয়া যায় চাইনিজগুলো। বাংলাদেশে নেই তবে আমার কাকা আমদানি করতে চাইসিল। কিন্তু পরে করেনাই।

Level New

“”””””47 US ডলার অথবা 300 ইউরো। “””” এ কথার মানে কি? মোবাইলে রয়েছে জাভা, সিম্বিয়ান, সফটওয়ার ইন্সটল করার মত সুবিধা। তারপরও বলছেন “””মোবাইল কেন”””???

    Level 0

    ভাই,সব সুবিধাই আছে।আমি কথার শেষে ইত্যাদি বলছিলাম।যার মানে আরো অনেক কিছু।আর ডলার ও ইউরো এক জিনিস না।

ভাল

Level 0

OLREADY EKHANE PAOUA ZAY . KINTU DAM BANGLADESHI TAKA 200000 HOBE THANKS FOR THE TUNE

    ভাই বুঝলাম না ৪৭ ডলার দাম বাংলাদেশে কিভাবে ২০০০০০ টাকা হয়?

“টিউন পরার জন্য ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্য করবেন।”
পরার—বানানটি ভুল।
সঠিক করে লিখুন।

আমার মনে হয় লিখতে ভুল হয়েছে ৪৭ ডলার ৩০ ইউরো হবে…….

Level 0

computer problem ar jnno bangla likhte somossa hosse.tar paro ami ei tune korecsi.vul gulo khoma sundor chokhe dekhben pls.

Level 2

ডলারের চেয়ে ইউরোর দাম বেশী ৪৭ $= ৩২.৩৩ Euro (EUR)

১০০ ইউরোর বিনিময়ে পাওয়া যায় ১৩৩ ডলার।৩০০ ইউরো হলে ঘড়িটার দাম হবে ৩৯৯ ডলার।

Jodi 47 US $ hoy.ta hole to khub i sasta…kothay , ebong kivabe paoa jabe ?

Jodi 47 US $ hoy.ta hole to khub i sasta…kothay , ebong kivabe paoa jabe ?

***** kintu kotha bolar samay ghori ta kothay dhorte hobe? mukher kachhe na kaner kachhe ?

Level 0

ভাই রাহাত ,

আমার এখানে ডলার না দিনার চলে ।
১ দিনার = ০.৫৪৯ টাকা

http://www.xe.com – এই লিংকে গিয়ে বিশহাজার টাকা convert বাহ রাইনি দিনার দেন তাতে বুঝবেন কত দাম পরে।

ধন্যবাদ আপনাকে

Level 0

সরি ভাই আসলে আমার শুন্য একটা বেশি হইয়া গেছে । এখানে বাংলাদেশি টাকা বিশ হাজার এ পাওয়া যায়