আনলিমিটেড কল রেকর্ড করুন বিপ ছাড়াই !

সময় অসময় কখন কি হতে চলেছে তা কেউ বলতে পারে না। বর্তমান জিনিসটা কখন যে অতীত হয়ে যাচ্ছে তা টেরই পাওয়া যায় না। কখনো কখনো অতীতের কোন বিশেষ জিনিস কোন কারণে সংগ্রহে না থাকলে আফসোস হয়।

আজকের এই টিউনে আমি আপনাদের অতীত ফিরে পাওয়ার কোন পদ্ধতি কৌশল বর্ণনা করব না। তবে বর্তমান সময়ে আপনার প্রতিদিনের কল রেকর্ডগুলি সংরক্ষণ করার জন্য একটি দারুন এপ্লিকেশন এর সাথে পরিচয় করিয়ে দেব।

এপ্লিকেশনটির নাম Total Recall। আমার মতে এটি একটি শ্রেষ্ট কল রেকর্ডার।

সুবিধাসমূহঃ

  • রেকর্ডের সময় বিপ হয় না
  • কল এলে সয়ংক্রিয়ভাবে রেকডিং শুরু করতে পারে (ম্যানুয়ালীও করতে পারবেন)
  • আনলিমিটেড রেকর্ডিং করতে পারে (যতক্ষণ পর্যন্ত আপনার মেমেরীর জায়গা ফুরাবে না)
  • অপশন থেকে কল রেকর্ড শেসে সয়ংক্রিয়ভাবে রেকর্ডটি MMS কিংবা E-mail এ পাঠাতে পারে (ম্যানুয়ালীও পাঠাতে পারবেন)।
  • কল রেকর্ডিং ছাড়াও আপনি এপ্লিকেশনটির সাহায্যে ভয়েস রেকর্ড করতে পারবেন
  • তাড়াতাড়ি কোন কিছু রেকর্ড করার জন্য সর্টকার্ট বাটন তৈরী করতে পারবেন
  • এপ্লিকেশনটিকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন যাতে অন্যরা রেকর্ডগুলা না শুনতে পারে
  • সারাজীবন ফ্রিতে এপ্লিকেশনটি আপডেট করতে পারবেন ইত্যাদি আরও অনেক কিছু

উপযোগিতাঃ

সিমবিয়ান

  • 3rd Edition
  • 5th Edition
  • S^3 Edition
  • S^4 (Anna, Nokia Belle)

ডাউনলোডঃ

বিশেষ দ্রষ্টব্যঃ

এই কল রেকর্ডারটিতে সাধারণত বিপ হয় না। তবে তারপরও যদি কারও ফোনে রেকর্ডের সময় বিপ করে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

  • প্রথমে এখানে ক্লিক করে "Record Tone OFF" নামকটি প্যাচটি ডাউনলোড করে নিন
  • ডাউনলোড শেষে আপনার মেমোরী কার্ডে Patches নামক একটি ফোল্ডার তৈরী করুন প্যাচটি সেই ফোল্ডারে কপি করুন।
  • আপনার ফোনের এপ্রিকেশন থেকে ROMPatcher+ () এপ্লিকেশনটি চালু করুন
  • Record Tone OFF নামক Patch টি এপ্লাই করুন এবং অপশন থেকে অটোতে নিয়ে নিন।

  • এখন যেকোন কল রেকর্ডার দিয়ে রেকর্ড করলেও আর কখনো বিপ করবে না।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইশশ সব কিছু কি ওই সিমবিয়ানের জন্য ? আমাদের জাভা ফোনগুলা কি কিছুই না ?

nice post.

Level 0

saiful vai ami age akbar ai application ta use korechilam. Kintu ota full version chilo na. Meyad ses hobar por kosto paichilam. Ata amaro dekha sorbosrestho call recording software. Apnake unlimited thanks full version debar jonno……sustho thakben

ভাই জাভার জন্য কিছু ম্যানেজ করেন!!!

সাইফুল ভাই, এগুলো আমি কী দেখছি?!?! 😮

মডারেটরের টিউনের কমেন্টে স্প্যামিং !!!!

চ্রম টিউন! ধন্যবাদ। :)

Level 0

সুন্দর হইছে।

জোশ। চালিয়ে যান।

বরাবরেই মতোই। খুব সুন্দর।

ভাই, আমার নোকিয়া c5. প্রায় সব রকম সফট বেবহার করসি । কিন্তু বীপ হয় । বন্ধ করতে পারি না । দুদু , best call recorder, total recall , symbian recorder সব ইউস করা শেষ । তাও কিছু হয় না । আপনার record tone off download করসি কিন্তু rom patcher application পাচ্ছি না । একটু হেল্প করলে উপক্রীত হব ।

Level 0

vaiya apnar facebook id ta ki bolben ?

Level 0

wonderfuuuuuuuuuuuuuuuul,,,,wonderfuuuuuuuuuuuuuuuuuuuuuuul……………

Level 0

ভাই এটা কি nokia n70 সেট এ কাজ করবে??

সাইফুল ভাই আমার e66 nokia mobile এ ইন্সটল করলে certificate expire এ রকম লেখা আসছে

ভাই , কাজ হইসে। thanks a lot

Android এর জন্য call recorder আছে? আমি একটা ব্যবহার করি, কিন্তু যে ফরম্যাটে সেভ হয় সেটা আবার Android এর কোন player সাপোর্ট করে না।

Level 0

certificate errore dakhabe na to?

আমি মোবাইলে ইন্টারনেট ফোন ব্যাবহার করি কল রেকর্ড করতে পারছি না কোন পদ্ধতি আছে কি

সাইফুল ভাই, সব ধরনের চেষ্টা করেছি কিন্তু কাজ হয় নাই। মোবাইল এ রি- ইন্সটল দেবার পর ও কিছু হয় নাই। মোবাইল ২-৩ বার রিস্টার্ট ও দিসি। কিছুই হয় না।

REJWANHUQ ভাই এর কথা মত সফটওয়্যার ইন্সটল দিলাম। কিন্তু ঐটার কোন কোড নাই।
ভাই একটা বেবস্থা করেন।

Level 0

is it work in Nok 5530 ?

shiful bhi samsung champ (c3303) jonno kono recodar acha apnar kacha.

Level 0

ভাই nokia c-5 এ অনেক সমস্যা।আমার মোবাইল হ্যাক করা কিন্তু recorder এর বিপ কোনভাবে বন্ধ করতে পারলাম না।এবং bin অপশন না থাকায় roampacher+ এ কোন কাজ হয় না।

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ

nokia 2700 – ned call recorder without beep..plz elp to send link….plz

Vai application a dukar por log & setting a dukte password chaitese ami 555555 diya try krsi but invalid passwork dky..

ভাইজান,আমি নোকিয়া E63 সেট ব্যাবহার করি। সফটওয়্যার টা ডাউনলোড করার পরেও রান করাতে পারলাম না। keygen টাও পাইলাম না। একটু কি দেখবেন? খুবই উপকার হতো তাহলে। আমার ই-মেল আইডি নিচে দিচ্ছি। [email protected]

Level 0

Vai. apnar post bora bor e valo hoi,,,,,,,,,,Thanks Share korar jonno….amar dorkar silo !

saiful bhai,apni amr nokia e71x ar jno software ta manage kore den.keygen shoho dile valo hoy…

Level 0

আপনার কাছে কি ভাল কোন Automatic call record software আছে।যাতে record automatic cell phone থেকে নেটে save হবে এবং এতে করে caller and recipients কেউই কিছু বুঝতে পারবে না। Please help me

Level 0

ami samsung phone use kori. Free recorder chaitasi