তৈরী করুন আপনার Nokia (nth) মোবাইলের জন্য থিম

mobile-t

আগেই বলে রাখি এটা একটা সাধারন প্রসেস। কোন ধরণের বিশেষ কিছু না।
যদি আপনার মোবাইলটি হয় নোকিয়া তবেই শুধু এই প্রয়াস কাজে আসবে। আপনারা অনেকেই জানেন নোকিয়া মোবাইলের একটি থিম টাইপ বা এক্সটেনশন হল .nth। আসলে এটি একটি জিপ ফাইল যা এক্সটেনশন পরিবর্তন করে থিম হিসেবে ব্যবহৃত হয়।

আর থিমের সকল Configure থাকে একটি .xml ফাইলে। আপনি প্রথমে থিম তৈরীর জন্য ছয়টি ছবি সিলেক্ট করুন। ছবি গুলো রিসাইজ করুন w=২৪০ এবং H=৩২০, Bit Depth দিন ২৪।
এবার পর্য়ায়ক্রমে ছবি গুলো নাম করন করুন এই ভাবে -
Calender_Display.jpg - ক্যালেন্ডার ব্যকগ্রাউন্ড
MainMenuDisplay.jpg - মেইন মেনু ব্যকগ্রাউন্ড
Player_Display.jpg - মিডিয়া / ডিফল্ট প্লেয়ার ব্যকগ্রাউন্ড
Radio_Display.jpg - রেডিও ব্যকগ্রাউন্ড
SubMenuDisplay.jpg - সাবমেনু ব্যকগ্রাউন্ড
Wallpaper.jpg - ওয়ালপেপার

আরো একটি gif ফাইল তৈরী করুন spacer.gif যার w=1px , H=1px এবং Bit Depth=96

এখন একটি টেক্সট এডিটর দ্বারা এই কোডটি লিখুন এবং save করুন।

<?xml version="1.0" encoding="UTF-8"?><theme name="RCOskin" version="2.0"> <colors display="main" idle_softkey_area_font_color="0x1100e7" status_area_font_color="0x123a90"/><calendar_bg april="Calender_Display.jpg" august="Calender_Display.jpg" december="Calender_Display.jpg" february="Calender_Display.jpg" january="Calender_Display.jpg" july="Calender_Display.jpg" june="Calender_Display.jpg" march="Calender_Display.jpg" may="Calender_Display.jpg" november="Calender_Display.jpg" october="Calender_Display.jpg" september="Calender_Display.jpg"/><radio_audio_bg audio_bg="Player_Display.jpg" radio_bg="Radio_Display.jpg"/><background grid_menu_bg="MainMenuDisplay.jpg" idle_softkey_area_bg="spacer.gif" idle_status_area_bg="spacer.gif" main_default_bg="SubMenuDisplay.jpg"/><wallpaper main_display_graphics="Wallpaper.jpg"/></theme>

এখন notepad দ্বারা লিখে তা save করি টেক্সট ফরমেটে এবং পরে তার নাম এবং এক্সটেনশন পাল্টে করি theme_descriptor.xml করি।

তার পরের কাজ খুব সহজ। এই ফাইল গুলোকে একত্রে জিপ করুন এবং .zip এক্সটেনশন পাল্টে .nth।

আশাকরি এই থিম আপনার মোবাইলে কাজ করবে। যদি ছবির সাইজ না মেলে তাহলে আপনার মোবাইলো ছবির সাইজ জেনে সেই অনুপাতে আপনার ছবি গুলো Resize করুন। শুধু nth ফরমেট এইভাবে কাজ করে।

আমার Nokia 6300(s40) এ কাজ করেছে। কাজ হলে জানাবেন। আর যে মোবাইলে যে সাইজ কাজ করেছে তা জানালে আশা করি অনেকে উপকৃত হবে।

**আমার এই লেখাটি আমি ইতিপূর্বে Biggani.com এ প্রকাশ করেছিলাম। ইদানিং অনেকে থিম নিয়ে লেখার কারনে Techtunes এ তা আবার প্রকাশ করলাম। সকলকে ধন্যবাদ।

Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good.Thanks for tipes.

Level 0

ভাল টিউন, ধন্যবাদ।

Level 0

খুব সুন্দর একটা টিউন করেছেন। আপনাকে ধন্যবাদ। কিন্তু sis theme কি এভাবে করা সম্ভব? জানালে খুশি হবো।

    @sumonazad: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। না SIS বা সাম্বিয়ানের ক্ষেত্রে এইরূপ সহজ কোন পদ্ধতি নেই। তবে নেটে কিছু সফটওয়্যার রয়েছে যার দ্বারা আপনি SIS বা সাম্বিয়ানের জন্য থিম বানাতে পারবেন। তবে সফটওয়্যার এর সাইজ, কনফিগারেশন এবং কাজের ধরন একটু জটিল।

Level 0

ঝামেলা মনে হয়

    @shaolin: নেটে S40 Theme Maker নামের একটি সফটওয়্যার পাওয়া যায়, যার সাহায্য নিয়ে হয়ত আপনি আরো সহজেই কাজটি করতে পারবেন। ধন্যবাদ কষ্টকরে টিউনটি পড়ার জন্য।

Thanks tuner!

আপনাকে ও ধন্যবাদ টিউনটি কষ্টসহকারে পড়ার জন্য।