কি অবাক হচ্ছেন? অবাক হবেন না পুরো লেখাটা পড়ুন। এই কাজ করার জন্য আপনার লাগবে একটি S60 v2 নকিয়া মোবাইল ফোন।
প্রথমে এই লিংক থেকে আপনার সেটের জন্য Python এবং ScriptShell এই দুটো ডাউনলোড করে ইন্সটল করুন। এবার এখান থেকে Misscall.sis নামক সফ্টটা ডাউনলোড করে ইন্সটল করুন। ডাউনলোডের পর্ব এখানেই শেষ।
এবার Python নামক সফ্টটা ওপেন করুন।
ওপেন হলে Option থেকে Run Script এ ক্লিক করুন।
এবার my/miscall.py বের করে Ok চাপুন।
এখন এখানে যেই নাম্বারে মিসকল দিতে চান সেই নাম্বারটি দিন।
ok চাপার পর কতবার মিসকল দেয়া হবে তা নির্ধারন করে ok চাপুন।
এবার কত সেকেন্ড করে মিসকল দিবে তা ঠিক করুন। ধরুন আপনি বড় বড় মিসকল দিতে চান তাহলে ১০-১৬ সেকেন্ড দিন,আর যদি খুব শর্ট চান ৫ সেকেন্ড সিলেক্ট করুন।
এখন দেখবেন অটো মেটিক মিসকল দেয়া আরম্ভ হয়ে গেছে।
বিঃদ্রঃ জেনে রাখুন মাঝে মাঝে ৫/৬ সেকেন্ড দিলে নেটওয়ার্ক পেতে সময় লাগলে মিসকল নাও যেতে পারে তাই মিসকল সংখ্যা বাড়িয়ে দেয়াটাই ভাল। আবার নেটওয়ার্ক দ্রুত পেলে মিসকল ধরা খেতে পারে। তাই আগেই বলে রাখছি বুঝে শুনে ব্যবহার করবেন।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ভাই অনেক দিন পর ঢুকে আজ টেকটিউন এর এ কি অবস্থা!!! সাইট লোড হতে এত সময় লাগছে কেন?? কত আশাই না ছিল,কত জমজমাট হবে টেকটিউনস ২.০। হায়! একি অবস্থা। টিউন করতেও তাই সময় অনেক বেশি লেগেছে। Picture আপলোড করে তা Post এ দিতে এত সময় তো আগে লাগত না। ধুর! আজ পুরো বিরক্ত হয়ে গেলাম।