বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭!

টিউন বিভাগ মাইক্রোসফট
প্রকাশিত
জোসস করেছেন


মাইক্রোসফ্ট কোম্পানির এখন পর্যন্ত যত সব অপারেটিং সিস্টেম চালু করেছে সেগুলোর মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে উইন্ডোজ ৭ ভার্সনটি। যা আগের ভার্সনগুলোর চাইতে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুততরও বটে। ২০০৯ সালের ২২শে জুলাই মাইক্রোসফ্ট‌ উইন্ডোজ ওপারেটিং সিস্টেমের ৭ ভার্সনটি উন্মুক্ত করে। উইন্ডোজ এক্স.পি এর পরেই উইন্ডোজের এই ভার্সনটি মানুষ অনেক আগ্রহের সহিত গ্রহণ করে। ২০১৫ সালের ২৯শে জুলাই এসে উইন্ডোজ ১০ রিলিজ দেয় যা বর্তমান সময় পর্যন্ত উইন্ডোজের সর্বশেষ আপডেট। আর এটি বর্তমানে উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তাকে অতিক্রম করতে সক্ষম হয়েছে। তবে এই ভার্সনটি রিলিজ হওয়ার পরেও এখন পর্যন্ত উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তা আহামরি কমেনি। নেট এপ্লিকেশনের তথ্য মতে, ২০১৮ সালের ডিসেম্বরে "উইন্ডোজ ১০" শেয়ার মার্কেটে পৃথিবীর ৩৯.২২ শতাংশ ডেক্সটপ কম্পিউটার ব্যবহারকারী অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এর বিপরীতে উইন্ডোজ ৭, ২০১৮ সালের ডিসেম্বর মাসে শেয়ার মার্কেটে ব্যবহারকারী ছিলো  ৩৬.৯ শতাংশ।

উইন্ডোজ ৭ এত সহজ ব্যবহার ছিলো যে, উইন্ডোজ ৭ এবং ১০ এর ভিতরে উইন্ডোজ ৮ নামে আরেকটি অপারেটিং সিস্টেম মাইক্রোসফ্ট‌ প্রকাশ করলেও সেটা উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তায় বিন্দু মাত্র আচ লাগাতে পারেনি। তাছাড়াও, উইন্ডোজ ৮ এর ৮.১ নামে একটি বেটা ভার্সন বের হলে সেটাও জনপ্রিয়তা পায়নি। তবে উইন্ডোজ ৮ থেকে সেটি কিছুটা হলেও লোকপ্রশংসা কুড়াই।

প্রায় দশ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা উইন্ডোজ ৭ এর ২০১৮ সালের ব্যবহারকারীর স্ট্যাটেস্টিক্স হিসাব।

চিত্রঃ ২০১৮ সালের উইন্ডজের শেয়ার মার্কেট

এখন পৃথিবীতে প্রায় ৭০০ মিলিয়ন ব্যবহারকারীর ওপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ১০ এর ব্যবহারকারী বৃদ্ধি করতে মাইক্রোসফ্ট‌ উইন্ডোজ ৭ কে একটি "ডেড ওপারেটিং সিস্টেম (Dead Operationg System)" বানাতে যাচ্ছে।
২০২০ সালের ১৪ই জানুয়ারি উইন্ডোজ ৭ এর সকল সেবা বন্ধ করতে যাচ্ছে। এতে করে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করছে তারা যেসব সুবিধা থেকে বঞ্চিত হবে,

  • উইন্ডোজ ব্যবহারের নিরাপত্তা (Security) পাবে না।
  • উইন্ডজের নতুন আপডেট পাবে না।
  • আপডেট অনেক সফ্ট‌োওয়্যার ইনস্টল করতে পারবে না।
  • কম্পিউটার অনেক ধীর গতি হয়ে যাবে।

এছাড়াও, ম্যালওয়ার দ্বারা সহজেই আক্রান্ত হতে পারে। তাই, উইন্ডোজ ৭ ওপারেটিং সিস্টেমটি এখনো যারা ব্যবহার করছেন তারা উইন্ডোজ ১০ এ মাইগ্রড করে নিন। নাহলে পরে অনেক বিপদের সম্মুখীন হতে হবে।

তবে মাইক্রোসফ্ট‌ ফ্রিকুয়েন্টলি আস্ক কুয়েশন (FAQ) এ উল্লেখ্য করেছেন যে, যদি কেউ উইন্ডোজ ৭ নিরাপত্তার সহিত ব্যবহার করতে চাই তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত উইন্ডোজের নিরাপত্তা আপডেট মাইক্রোসফ্ট‌ থেকে কিনতে পারবে। তবে শুধু মাত্র উইন্ডোজ ৭ এর প্রোফেশনাল (Professional) এবং এন্টারপ্রাইজ (Enterprise) এই দুইটি ভার্সনে।
এতো ঝামেলা কে করে! তাই এখনি আপনার উইন্ডোজ ৭ ব্যবহার করে থাকলে সেটি আপডেট করুন।


মূল লেখা কপিরাইট:  বিপিয়া টিউটোর (এসো শিখি সহজ করে)

Level 3

আমি সুরজিত সিংহ সৌর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস