সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি টুটন কুমার সরকার আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক ও সেই সাথে রইল সকলের সুখ কামনা। আপনার সকলে আশাকরি ভাল এবং সুস্থ আছেন এবং ভিশন টিউটোরিয়্যাল কর্তৃক আয়োজিত ধারাবাহীক অফিস 2016, 2013 ভিডিও টিউটোরিয়্যাল দেখছেন। আজ আমরা প্রকাশ করতে যাচ্ছি ধারাবাহীক বাংলা ভিডিও টিউটোরিয়্যাল এর তৃতীয় পর্ব। আশাকরি আপনারা মনোযোগ দিয়ে দেখলে এ বিষয়ে নতুন কিছু শিখতে পারবেন।
তে দেরি না করি চলুন শুরু করা যাক-
আজকে আমরা এম এস ওয়ার্ড 2016, 2013 ভিডিও টিউটোরিয়্যালে অফিস ওয়ার্ড চালু ও বন্ধ করা সহ এর উইন্ডো তে বিদ্যমান সকল বিষয়বস্তু সম্পর্কে জানব যেমন এম এস ওয়ার্ড 2013 অথবা 2016 এর উইন্ডে খুললে আমরা যা দেখতে পাই তা হল Title Bar, Quick Access, Ribbon, Command Group, Page, Close, Maximize, Minimize, Scroll Bar, Text Boundary, Status Bar, Zoom এবং আরও অনেক কিছু নিয়ে আমি এ পর্বে চেষ্টা করেছি আপনাদের জন্য আলোচনা করতে তাই আশকরি মনোযোগ দিয়ে দেখবেন, এবং ভাল লাগবে।
আমি চেষ্টা করছি আপনাদের কে সুন্দর এবং মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে। তাই আপনার মতামত আমাদের একান্ত ভাবে কাম্য। যদি কোথাও কোন ভুল হয়ে যায় তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি। আর ভাল মন্দ সকল কিছুই টিউমেন্ট করে জানাবেন। আমরা তো সঠিক সত্যের মুখোমুখি হতে ভয় পাই তবুও সত্যটাই চিরন্তন সত্য যা সঠিক।
আমার পূর্বের টিউন গুলো দেখে জানাবেন কেমন হয়েছে।
আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।
আশাকরি সকলে কমেন্টস করে ভাল মন্দ জানাবেন।