A-Z মাইক্রোসফট অফিস 2016 ও 2013 [পর্ব-২] :: MS Office একটিভেশন ও প্রাথমিক সেটিংস।

ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!

টেকটিউনস টিউন পরিবারের সকল কে জানাই ঈদ মোবারক! এবং আন্তরিক শুভেচ্ছ ও অভিনন্দন।
সেই সাথে সকলের ঈদ ভালো কাটুক এবং ঈদ আনন্দ শেষে সকলে যেন সুস্থ ও সফল ভাবে নীজ কর্মস্থলে ফিরে আসুন।

আজ ঈদ সকলের জন্য ঈদের শুভেচ্ছ নিয়ে আজকের ভিডিও প্রজেক্ট অফিস 2013 এর ইন্সটলেশন পরবর্তি কার্যক্রম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং আপনাদের সাথে তা শেয়ার করার উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে। আমি আশাকরিছে আমার প্রজেক্ট ভিডিও টিউটোরিয়্যালের মাধ্যমে এমএস অফিস 2013 ভার্সনের সকল বিষয় নিয়ে কমপ্লিট প্রজেক্ট তৈরি করে আপনাদের শেখাবো। এবং টিউন টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি চাইছি আপনাদের কে অফিস 2013 এর A-Z বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে। তাই আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত চর্চা করুন।

আজকে আমরা দেখব কিভাবে অফিস 2013 একটিভেট করতে হয়। আমি অফিস 2013 একটিভেট করার জন্য KMSmicro ব্যবহার করেছি। এবং আমার কাছে এর 9.2 ভার্সনটি রয়েছে। আপনারও এটিকে কালেক্ট করতে পারবেন। ইন্টারনেটে একটু ভাল করে সার্চ করে দেখলেই পারবেন। অন্যথায় আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারব। তো চলুন আমরা আমাদের ভিডিও প্রজেক্টের দিকে এগিয়ে যাই। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা তা হল আমার টিউনটি আপনাদের কাজে লাগলে আমাকে টিউমেন্ট করে জানাবেন।

আশাকরি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ!

টেকটউন্স এডমিন স্যার কে অনুরোধ জানাই আমার ভিডিও টিউন সমূহ কে সিরিজ টিউনে যুক্ত করতে। আশাকরি শতাধিক টিউন আমি আপনাদের কে উপহার দিতে সক্ষম হব।

 

Level 3

আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশাকরি টিউনটি আপনাদের সকলের কাজে লাগবে।

খুবই গুরুত্বপূর্ণ টিউন, প্রিয়তে রাখলাম, অস্ংখ্য ধন্যবাদ আপনাকে

ভাল টিউন

ভাই অামার kms এর latest veraion (full) লাগ‌বে mediafire এর লিক দেন।

Level 2

ভাই, এগুলো Windows XP তে কাজ করবে কিনা? নাকি Windows 10 লাগবে? শুনেছি office 2016 নাকি windows 10 এর জন্য রিলিজ হয়েছে?