আহ কত দিন পর যে টিউন করছি! টেকটিউনসকে অনেক মিস করি। কিন্তু পরীক্ষার জন্য ভালো মন্দ কিছুই লেখা হয়না। পরশু পরীক্ষা। তবুও আজ সামান্য টাইম নিয়ে একটু লিখছি। একটি নতুন নিউজ নিয়ে!
বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট চালু করল এক ভিন্ন ধর্মী সাইট। সম্প্রতি HowOld.Net নামের ভিন্নধর্মী এই সাইটটি চালু করেছে বিল গেটস এর কোম্পানী মাইক্রোসফট। ছবি আপলোড করলেই জানিয়ে দিবে ছবির মানুষটির বয়স! খুব মজার না? জি, এমনই ভিন্নধর্মী সুবিধা সম্বলিত সাইট হলো HowOld.Net । ওয়েব সাইটটি মূলত 'ফেসিয়াল রিকগনিশন' পদ্ধতি ব্যবহার করে ফলাফল প্রদান করে। কিন্তু ওয়েব সাইটটি ব্যবহার করে দেখলাম, সবসময় সঠিক বয়স বা সঠিক বয়স থেকে দু-চার বছরের হেরফের হয়। তবে বিজনেস ইনসাইডার -এ প্রকাশিত এক নিউজে এ ব্যাপারে তাঁরা বলেছে, সাইটটি কেবল মাত্র চালু করা হয়েছে। আরও গবেষনা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট যাতে ছবি আপলোডের মাধ্যমে সঠিক বয়সটি জানাতে পারে ওয়েব সাইটটি। যাই হোক, আমরাও সেই আশাই করি। উদ্ভাবন হয়েছে এটাই হলো মূল খবর।
সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবার টিউন নিয়ে হাজির হবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আমাকে পেতে পারেন...
বাংলা ব্লগ | ফেসবুক প্রোফাইল | ফেসবুক পেজ | টুইটার | গুগল প্লাস ভেরিফাইড পেজ | ইউটিউব
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
বয়সের ব্যাপক ফারাক রে ভাই, আমি দুইটা ছবি আপলোড করলাম একটা আসল বয়সের চেয়ে ১৬ বছর বেশি দেখাচ্ছ আর আরেকটা ১০ বছর বেশি দেখাচ্ছে। এতো তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে গেলাম ভাবতেই পারছিনা 🙁
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ মারুফ 😆