মাইক্রোসফট -এর নতুন উদ্ভাবন How-Old.Net ! ছবি আপলোড করলেই জানিয়ে দিবে আপনার বয়স !

আপনার বয়স কত?

আহ কত দিন পর যে টিউন করছি! টেকটিউনসকে অনেক মিস করি। কিন্তু পরীক্ষার জন্য ভালো মন্দ কিছুই লেখা হয়না। পরশু পরীক্ষা। তবুও আজ সামান্য টাইম নিয়ে একটু লিখছি। একটি নতুন নিউজ নিয়ে!

বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট চালু করল এক ভিন্ন ধর্মী সাইট। সম্প্রতি HowOld.Net নামের ভিন্নধর্মী এই সাইটটি চালু করেছে বিল গেটস এর কোম্পানী মাইক্রোসফট। ছবি আপলোড করলেই জানিয়ে দিবে ছবির মানুষটির বয়স! খুব মজার না? জি, এমনই ভিন্নধর্মী সুবিধা সম্বলিত সাইট হলো HowOld.Net । ওয়েব সাইটটি মূলত 'ফেসিয়াল রিকগনিশন' পদ্ধতি ব্যবহার করে ফলাফল প্রদান করে। কিন্তু ওয়েব সাইটটি ব্যবহার করে দেখলাম, সবসময় সঠিক বয়স বা সঠিক বয়স থেকে দু-চার বছরের হেরফের হয়। তবে বিজনেস ইনসাইডার -এ প্রকাশিত এক নিউজে এ ব্যাপারে তাঁরা বলেছে, সাইটটি কেবল মাত্র চালু করা হয়েছে। আরও গবেষনা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট যাতে ছবি আপলোডের মাধ্যমে সঠিক বয়সটি জানাতে পারে ওয়েব সাইটটি। যাই হোক, আমরাও সেই আশাই করি। উদ্ভাবন হয়েছে এটাই হলো মূল খবর।

How-Old.Net

কিভাবে আমি How-Old.Net সাইটে ছবি আপলোড করে বয়স জানতে পারব?

  • খুবই সহজ! প্রথমেই ভিজিট করুন http://www.how-old.net
  • Use Your Own Photo বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড করুন। তবে সঠিক ফলাফল পেতে অবশ্যই পরিষ্কার এবং ফেস ডিটেক্টযোগ্য ফটো আপলোড করতে হবে। কারণ ইতিমধ্যেই বলেছি, এই সাইটটি কাজ করে ফেসিয়াল রিকগনিশন মেথডে।
  • তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং এর পরেই পাবেন ফলাফল! ছবিতেই লেখা থাকবে ছবির মানুষটির বয়স কতো। তবে আবারো মনে করিয়ে দিতে চাই। মাইক্রোসফট এই সাইটের কাজ চালিয়ে যাচ্ছে। সামান্য ফলাফল তারতম্য হয়ে থাকে। নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন। আপনার ফলাফলও আপনি নিচের ছবির মতোই পেয়ে যাবেন।
ছবি আপলোড করলেই জানবেন বয়স !

সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবার টিউন নিয়ে হাজির হবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বয়সের ব্যাপক ফারাক রে ভাই, আমি দুইটা ছবি আপলোড করলাম একটা আসল বয়সের চেয়ে ১৬ বছর বেশি দেখাচ্ছ আর আরেকটা ১০ বছর বেশি দেখাচ্ছে। এতো তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে গেলাম ভাবতেই পারছিনা 🙁

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ মারুফ 😆

    @সানিম মাহবীর ফাহাদ: হাহাহাহ… আগেই সাইটটা পাবলিকের সামনে দেওয়া ঠিক হয়নি মাইক্রোসফটের ।

    Level 2

    @সানিম মাহবীর ফাহাদ: ভাই আপনে বৃদ্ধ হন নাই, এই জিনিস সবসময় ই বয়স বেশি দেখায়, আমি অনেকের ২০+ ছবি আপলোড করে দেখলাম বিষয়টা। যাই হোক মারুফ ভাইকে খবরটা জানানোর জন্য ধনবাদ 🙂

      @Ridengo: জি ভাই। এটা যে ভুল রেজাল্ট দেয় সেটা আমার ছবি আপলোড করেই বুঝেছি। কিন্তু সেটা বিবেচনা করে নিউজটি শেয়ার করিনি। বিবেচনা করেছি এটা মাইক্রোসফটের সাইট। ধন্যবাদ টিউমেন্টের জন্য।

My 3 years old daughter (http://www.how-old.net/#results) growing 7 years old, Ha..ha..ha..Post is beuatiful

Level 0

আমার বয়স ঠিক ই দেখাইলো বাট আমার বড় বোন এর বয়স ১০বছর কম দেখাইলো!!!

Level 0

আসলে সাইট টা বয়স নিরুপন করার নয়, আমাদের চেহারা কত বছর বয়সী দেখায় তা এই সাইট টা জানায়,

সাইট টার টাইটেল, “how old you look” not “how old you are”

কিন্তু, মাইয়াগো বয়স এত্তো কম দেখায় ক্যারে, এরাও বুঝছে, মাইয়াগো বয়স বেসি দেখাইলে প্রবলেম হইয়া জাইবো… 😛 😛

    @YEAN: আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আসলেই টাইটেলটা বুঝতে পারিনি।

বাজে একটা Calculation, আমি বিশ্বাস করতে পারছি না যেখানে আমার বয়স ২১ সেখানে ২৫, ৩০ দেখায়, এটা কি ধরনের ফাইজলামি…

আমার ৩৩ দেখায় 🙁 আমার আসল থেকে ১০ বছর বেশী 😛

আমার কেন জানি মনে হয় মাইক্রোসফট সবাইকে বোকা বানাচ্ছে এই সাইট দিয়ে :mrgreen:

    @ধূপ ছায়া: আল্লাহ মালুম। তবে পোস্টে আমার বলতে একটু মিসটেক হইছে। আসলে এই সার্ভিসে ফটোটা কত বছর মানুষের মতো দেখায় সেটাই জানায়। কিন্তু আমি বলেছি অরিজিনাল বয়সের কথা। যাই হোক দেখি, এই সাইট কোন পর্যায়ে যায়। এছাড়া মাইক্রোসফট আমাদের ছবি কালেক্ট করার অসৎ উদ্দেশ্যেও নামতে পারে।

এরকম তো অনেক ফেসবুক অ্যাপ আছে ।